Tuesday, July 2, 2024
HomeTop NewsRahul Dravid | ‘খেলোয়াড়জীবনে বিশ্বকাপ না পাওয়ার যন্ত্রণা মিটেছে কোচ হিসেবে’, বিদায়বেলায়...

Rahul Dravid | ‘খেলোয়াড়জীবনে বিশ্বকাপ না পাওয়ার যন্ত্রণা মিটেছে কোচ হিসেবে’, বিদায়বেলায় বললেন দ্রাবিড়   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবারই ছিল ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়ের শেষ ম্যাচ। ২০২১ সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন ভারতীয় দলের। খেলোয়াড়জীবনে যা পারেননি, কোচ হিসেবে সেই স্বপ্নই পূরণ হয়েছে দ্রাবিড়ের। টি২০ খেতাব জয়ের পর সেটা জানাতে ভোলেননি মিস্টার ডিপেনডেবল। বিশ্বজয় করে রোহিত শর্মার মুখেও বারবার শোনা গিয়েছে রাহুল দ্রাবিড়ের কথা। মাঠে কোচের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিলেন বিরাট কোহলি।

শনিবার দ্রাবিড়ের হাতে কোহলি ট্রফি তুলে দেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় দলের কোচ। এমন উচ্ছ্বাস প্রকাশ করতে কখনও দেখা যায়নি তাঁকে। কোচ হিসাবে তো নয়ই, খেলোয়াড়জীবনেও দ্রাবিড় কখনও এমন উচ্ছ্বাস প্রকাশ করেননি। বিশ্বকাপ জয়ের স্বাদ যে এই প্রথম পেলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেনডেবল। ভারতীয় দলের ক্রিকেটারেরাও প্রিয় কোচকে শূন্যে ছুড়ে দেন বিশ্বজয়ের উচ্ছ্বাসে।

বিশ্বকাপ জিততে না পারার যন্ত্রণাটা এত দিন ধরে বুকে চেপে রেখেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। খেলোয়াড়জীবনে যা পারেননি। এত দিনে সে আক্ষেপ কিছুটা হলেও কাটল তাঁর। একটা বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেল তাঁর নাম। রোহিত শর্মার দল টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ রাহুল দ্রাবিড়ের কথায় ফুটে উঠল সেই চেপে রাখা যন্ত্রণা। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারতীয় দলকে কীভাবে বিশ্বকাপে জেতানো যায়। এই বিশ্বকাপের জন্য দলকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সাত মাস আগে ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেও হাতছাড়া হলেও টি২০ জয় গত দু’বছরের পরিশ্রমকে স্বার্থক করেছে।

দ্রাবিড় বলেছেন, ‘‘এখন ভারতীয় দলে যে ক্রিকেটারেরা খেলছে, তাঁরা দারুণ প্রতিভাবান। ওদের আত্মবিশ্বাস, লড়াই করার ক্ষমতা অসাধারণ। খুবই উঁচু মানের। আমি নিশ্চিত আগামী ৫-৬ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির টি২০ থেকে অবসর নেওয়ায় মনটা ভারাক্রান্ত। ভবিষ্যতে টি২০ দলে ওদের মিস করব।’’

বিশ্বজয় করে রোহিত শর্মার মুখে রাহুল দ্রাবিড়ের কথা। মাঠে কোচের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। আর খেলা শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোহিত বললেন, দলের ক্রিকেটারদের থেকে এই ট্রফি বেশি প্রাপ্য দ্রাবিড়ের। ম্যাচের পর রোহিত বললেন, ‘‘এই বিশ্বকাপটা আমাদের সবার থেকে বেশি প্রাপ্য ছিল দ্রাবিড়ের। গত ২০-২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে প্রচুর দিয়েছেন তিনি। দলের জন্য কী না করেছেন! আমার মনে হয় কোচের ঝুলিতে শুধু একটা বিশ্বকাপ ছিল না। ওর জন্য আমরা সবাই ভীষণ খুশি। আমরা গোটা দল কোচকে এই ট্রফিটা দিতে চেয়েছিলাম। দেখলেন তো, ম্যাচের পর দ্রাবিড়কে কতটা গর্বিত দেখাচ্ছিল। কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি। আবার বলছি, আমি বেশি রোমাঞ্চিত কারণ দ্রাবিড়ের জন্যই আমাদের এই অর্জন। আমাদের ভারতের ক্রিকেটে এই মানুষটার অবদান প্রচুর। অনেক, অনেক কিছু দিয়েছেন।’’

রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে শেষ ১২ মাসে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলল ভারতীয় দল। টেস্ট এবং এক দিনের ক্রিকেট ও টি২০ বিশ্বকাপ। টেস্ট ও একদিনের ক্রিকেট বিশ্বকাপে পরাজিত হলেও টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্রাবিড় খেলে গিয়েছেন একদিনের বিশ্বকাপ। খালিহাতে ফিরতে হয়েছিল তাঁদের। ভারতীয় দলের কোচ হিসাবে নিজের শেষ ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজ থেকেই বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবেন কোচ দ্রাবিড়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CV Anand Bose | শ্লীলতাহানি কাণ্ডের জের! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়াকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ...

Falakata | খুদেদের বিনামূল্যে চারা বিলি করেন গাছকাকু, পড়ুয়াদের সবুজের গুরুত্ব বোঝাতে উদ্যোগ ঈশ্বরের...

0
ফালাকাটা: ছোটরা ফুলের ভাষা বোঝে। ওদের কাছে পৃথিবীকে সবুজ করার দায়িত্ব অনায়াসে দেওয়া যেতে পারে। এই কথায় মনেপ্রাণে বিশ্বাস করেন ঈশ্বর রায়। সবুজের গুরুত্ব...

Hina Khan | অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকেই হাসপাতালে! প্রথম কেমোথেরাপির ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ হিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেজ থ্রি স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina Khan)। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন নিজেই। কিছুদিন আগে পর্যন্তও...

C V Ananda Bose | ‘আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী’, শিলিগুড়িতে তোপ রাজ্যপালের

0
শিলিগুড়ি: রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক ঘটনায় নাম জড়িয়েছে শাসকদল তৃণমূলের। ইতিমধ্যেই কোচবিহার ও চোপড়ায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে...

ব্যর্থ চিকিৎসা, না ফেরার দেশে সাহাপাড়ার ‘কালটু’

0
জামালদহ: সোমবার বিকেল চারটে। আর্থমুভার দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছে। গর্তের মধ্যে সমাধিস্থ করা হল কালটুকে। গায়ের রং কালো হওয়ায় জামালদহের সাহাপাড়ার বাসিন্দারা ষাঁড়টির...

Most Popular