Exclusive

Rahul Gandhi | রাহুলের ছোঁয়ায় মাঠে ফিরছেন নিষ্ক্রিয় কর্মীরা

সাগর বাগচী, শিলিগুড়ি: রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) দার্জিলিং জেলার ওপর দিয়ে চলে গিয়েছে বেশ কয়েকদিন হল। তবে যাত্রার ঢেউতে এত বছর পর কংগ্রেসের (Congress) বসে যাওয়া কর্মী-সমর্থকরা যে উজ্জীবিত তা মানছে দার্জিলিং জেলা কংগ্রেসের নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধির সফরের সেই ঢেউকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। সেই কারণে ন্যায় যাত্রা শেষ হতে না হতেই কংগ্রেসের তরফে প্রতিটি ব্লকে বুথভিত্তিক কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। কংগ্রেসের নীচুতলার কর্মীরা তৃণমূলের সঙ্গে জোটের যে বিপক্ষে, সেই বার্তা ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে।

দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকারের কথায়, ‘ব্লকভিত্তিক কর্মীসভা করা হচ্ছে। সেখানে আমরা যোগ দিচ্ছি। বুথভিত্তিক সংগঠনকে মজবুত করাই প্রধান লক্ষ্য। সেই মতো নির্বাচনের আগে পর্যন্ত টানা কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে বাড়ি বাড়ি প্রচার চালানোর মতো সংগঠন আমাদের নেই।’

গত বিধানসভা নির্বাচনের আগেও শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় কংগ্রেসের শক্তিশালী সংগঠন ছিল। তবে তৃণমূলের দল ভাঙানোর নীতিতে কংগ্রেসের সেই সংগঠন এখন তলানিতে ঠেকেছে। যে কয়েকজন নেতা-কর্মী ব্লক বা বুথ স্তরে রয়েছেন, তাঁরাও হাত গুটিয়ে বসেছিলেন। রাহুলের ন্যায় যাত্রার পর তাঁরাও এবার মাঠে নামতে চাইছেন আরেকবার।

তবে নতুন করে সংগঠন করার আগে নীচুতলার কর্মীরা বেশ কিছু শর্ত আরোপ করছেন। নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমিতাভ সরকারের কথায়, ‘তৃণমূলের সঙ্গে কোনও ধরনের জোট নীচুতলার কর্মীরা চান না। তৃণমূল ছাড়া অন্য যে কোনও দলের সঙ্গে কর্মীরা জোট মেনে নিতে প্রস্তুত। নকশালবাড়ি এলাকায় ১৫৬টি বুথের মধ্যে ১৩২টিতে কমিটি রয়েছে। সংগঠন মজবুত করতে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ‘নেতৃত্ব সম্মেলন’ শুরু করব।’

রাহুল গান্ধি শিলিগুড়ি (Siliguri) ছাড়তেই শিলিগুড়ি পুরনিগম এলাকায় সংগঠনের কাজে জোর দেওয়া হচ্ছে। দু’দিন আগেই ৪৬ নম্বর ওয়ার্ডে বসে যাওয়া পুরোনো কর্মীদের সঙ্গে জেলা নেতৃত্ব বৈঠক করে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর কথায়, ‘সংগঠনকে সাজাতে বুথ স্তরের সম্মেলন সবচেয়ে জরুরি। ৪৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি নেওয়া হচ্ছে। রাহুল গান্ধিকে দেখে অনেক মানুষ কংগ্রেসের হাত ধরতে প্রস্তুত।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

গরম ভাতের সঙ্গে পাতে পড়ুক ‘ঢাকাই ভুনা চিংড়ি’, রইল রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিংড়ির মালাইকারি, সরষে চিংড়ি বা চিংড়ি মাছের পাতলা ঝোল তো মাঝেমধ্যেই…

15 mins ago

Siliguri | ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি, গ্রেপ্তার ১

শিলিগুড়ি: চুরির অভিযোগে (Theft Case) এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। সোমবার…

16 mins ago

হঠাৎই হাতে-পায়ে ঝিঁঝিঁ ধরে যায়? হতে পারে কঠিন রোগ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পা ঝুলিয়ে অনেকক্ষণ বসে থাকলে আচমকাই ঝিঁঝিঁ ধরে যায়। অনেক সময়…

24 mins ago

Balurghat Fire | নিমেষে পুড়ে ছাই হল ব্যবসায়ীর বাড়ি, ক্ষতিপূরণের আশ্বাস বিডিও-র

কুমারগঞ্জ: আগুনে (Fire) ভস্মীভূত হল এক ব্যবসায়ীর বাড়ি। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ (Kumarganj)…

36 mins ago

Swati Maliwal | কেজরিওয়ালের বাড়িতে হেনস্তার শিকার স্বাতী মালিওয়াল! অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশে ফোন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে আপের (AAP) রাজ্যসভার…

50 mins ago

Mal River | ভারী বৃষ্টিতে গতিপথ বদলের আভাস, মাল নদীতে বিপদের শঙ্কা

বিদেশ বসু, মালবাজার: রবিবার সকালের প্রবল বৃষ্টিতে মালবাজারের (Malbazar) মাল নদীর (Mal River) গতিপথ পরিবর্তনের…

1 hour ago

This website uses cookies.