জাতীয়

মহিলা সংরক্ষণ বিলে সরব রাহুল গান্ধি, পালটা জবাব অমিত শাহের

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ বুধবার রাতে লোকসভায় ভোটাভুটির মাধ্যমে পাস হল মহিলা সংরক্ষণ বিল৷ তাৎপর্যপূর্ণভাবে দিনের শেষে বিল নিয়ে সংসদে বক্তব্য পেশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আলোচনার সূচনালগ্নে মা সনিয়া গান্ধি যেখানে শেষ করেন, ঠিক সেখান থেকেই বুধবার রাতে এই বিল নিয়ে লোকসভায় বক্তব্য রাখার সময়ে মোদি সরকারকে তীব্রভাবে নিশানা করেন ওয়ানাড় সাংসদ রাহুল গান্ধি৷ তাঁর মতে, ‘এই বিল অসম্পূর্ণ, কারণ এখানে ওবিসি সংরক্ষণ নেই৷’ এই প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধি বলেন, ‘এই বিলের মাধ্যমে জনতার নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে৷ আদানি ইস্যু সহ অন্যান্য ইস্যু আছে৷ আমাদের দেশ চালান আমলারা, আছেন মোট ৯০ জন সচিব৷ এই ৯০ জন সচিবের মধ্যে মাত্র তিনজন ওবিসি শ্রেণীর, যারা কেন্দ্রীয় বাজেটের মাত্র ৫ শতাংশের অধিকারী। এটা ওবিসি শ্রেণীর প্রতি অপমান- তাদের অসম্মান৷’ এই প্রসঙ্গেই রাহুলের দাবি, ‘এত ভয়  কিসের? দ্রুত জাতিগত জনগণনা করে ফেলুন৷ ৩৩ শতাংশ আসন মহিলাদের সরাসরি দিয়ে দিন৷ ডেটা রিলিজ করুন৷ না’হলে আমরা করব।’

রাহুল গান্ধির বক্তব্যকে খন্ডন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজে৷ তাঁর পাল্টা দাবি, ‘কয়েকটি দলের কাছে মহিলা স্বশক্তিকরণ রাজনৈতিক এজেন্ডা হতে পারে৷ আমার দল এবং আমার নেতা নরেন্দ্র মোদির কাছে মহিলা সংরক্ষণ বিল রাজনৈতিক ইস্যু নয়, এটা মহিলাদের সম্মান জানানো, তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া৷’ মহিলাদের সরাসরি ৩৩ শতাংশ আসন দিয়ে যাওয়ার যে দাবি তুলেছেন রাহুল গান্ধি সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কটাক্ষ, ‘আপনারা তো নিজেরাই সরাসরি আসন বন্টন করতে  বলছেন৷ ওয়ানাড় (রাহুল গান্ধির নির্বাচনী কেন্দ্র) সংরক্ষিত হয়ে গেলে কী হবে? ওয়েসি সাহেবের হায়দরাবাদ সংরক্ষিত হয়ে গেলে কী হবে?’ স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় হেসে ওঠে সভাকক্ষ৷ কংগ্রেসের আমলের তথাকথিত নীতিপঙ্গুত্বকে এদিন আরও একবার তীব্র নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী৷ শেষে বিল পাসের জন্য সব দলের কাছে স্বরাষ্ট্র মন্ত্রীর আবেদন, ‘আমার একান্ত অনুরোধ, আসুন দলগত রাজনীতির উর্ধ্বে উঠে সবাই মিলে এই বিল পাস করি৷  আপনাদের যদি মনে হয় এই বিলে কিছু ভুল আছে, তাহলে আগামী দিনে তা শুধরে নেব।’

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভোটাভুটির ঠিক আগের মুহূর্তে বিলের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে তীব্র ভাবে নিশানা করেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘোয়াল৷  ‘কংগ্রেস ওবিসির কথা বলছে কী ভাবে? ওরা তো বাবাসাহেব আম্বেদকরকে দুবার ভোটে হারিয়েছিল৷ তারপরেও থেমে না থেকে সংসদের সেন্ট্রাল হলে বাবাসাহেব আম্বেদকরের তৈলচিত্র বসাতে দেয়নি, এমনকি তাকে ভারতরত্ন সম্মানও দেয়নি কংগ্রেস, দিয়েছিল ভিপি সিং সরকার’- অভিযোগ করেন মেঘোয়াল৷ প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ একসময়ে মহিলাদের ক্ষমতায়নের জন্য এই বিল পাসের উপরে জোর দিয়েছিলেন৷ সুষমার সেই স্বপ্ন সার্থক করছে এই বিল, যা পাস করার উপযুক্ত সময় হল প্রধানমন্ত্রীর উল্লিখিত অমৃতকাল, লোকসভায় দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘোয়াল৷

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা…

7 hours ago

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের।…

8 hours ago

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের…

9 hours ago

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে…

9 hours ago

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর…

10 hours ago

Banarhat | চা বাগানে ঘাঁটি গেড়েছে চিতাবাঘ, শ্রমিকদের আতঙ্ক কাটাতে সচেতনতা শিবির বনদপ্তরের

বানারহাট: বানারহাটের (Banarhat) লক্ষ্মীপাড়া চা বাগানের বিভিন্ন সেকশনে ঘাঁটি গেড়েছে বেশ কয়েকটি চিতাবাঘ (Leopard)। তাই…

10 hours ago

This website uses cookies.