Monday, May 13, 2024
Homeজাতীয়জি-২০ আবহে রাহুল গান্ধির ইউরোপ সফর ঘিরে জল্পনা

জি-২০ আবহে রাহুল গান্ধির ইউরোপ সফর ঘিরে জল্পনা

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: ফের বিদেশ ভ্রমণে যাচ্ছেন কংগ্রেল নেতা রাহুল গান্ধি। লোকসভায় সাংসদ পদ ফিরে পাওয়ার পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ওয়ানাড়ের সাংসদ। কংগ্রেস সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইউরোপ পাড়ি দেবেন রাহুল। তাৎপর্যপূর্ণভাবে দিল্লিতে যে সময়ে জি-২০ সম্মেলন ঘিরে ব্যস্ততা তুঙ্গে থাকবে কেন্দ্রীয় সরকারের, তখনই ইউরোপের তিনটি দেশে সফর করবেন রাহুল, বক্তব্য রাখবেন বিভিন্ন অনুষ্ঠানে, এবং তাঁর বক্তব্যের মূলস্বর যে বাঁধা থাকবে মোদি সরকারি বিরোধিতায়, তা অবশ্যম্ভাবী বলে মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ৷ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের পরই রাহুলের আসন্ন ইউরোপ সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

প্রসঙ্গত, দেশের মাটিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজনকে হাতিয়ার করে যখন পায়ের তলার জমি আরও শক্ত করার পরিকল্পনা করছে মোদি সরকার, কার্যত তখনই সরাসরি সরকারপক্ষকে চ্যালেঞ্জ ছুড়তে একই সময়ে ইউরোপ সফরে যাচ্ছেন রাহুল গান্ধি৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রথমে বেলজিয়াম, পরে ফ্রান্স এবং সব শেষে নরওয়েতে আয়োজিত চারটি অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের সম্বোধন করবেন রাহুল।

এই আবহে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, জি-২০ শীর্ষ সম্মেলন এবং রাহুল গান্ধির বিদেশ সফরে আয়োজিত সম্মেলন, দুটি পর্যায়ের অনুষ্ঠানসূচির মধ্যে যে সামঞ্জস্য দেখা যাচ্ছে তা কি নিতান্তই কাকতালীয়? নাকি পূর্ব পরিকল্পিত বিরোধী পন্থার অঙ্গ?
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনের সময়ে বিদেশে গিয়ে অনাবাসী ভারতীয়দের সম্বোধন করার পরিকল্পনা রাহুল করেছেন অনেকদিন আগেই৷ তাঁর অনুষ্ঠানসূচিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে কাজ করছে রাহুল ঘনিষ্ঠ কংগ্রেসের কোর গ্রুপের সদস্যরা৷ এই উপলক্ষ্যে আগামী ৭, ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর ইউরোপের বুকে রাহুল গান্ধির চারটি কর্মসূচি সফল হবেই, আশাবাদী কংগ্রেস নেতৃত্ব৷

তাত্‍পর্যপূর্ণ হল, দিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে নিজেদের ঢাক পিটিয়ে ভারতের সার্বিক প্রগতির দাবি জানাবে মোদি সরকার, এমনই অনুমান করছে কংগ্রেস হাইকমান্ড৷ এর পাল্টা কৌশলে একই সময়ে বিদেশের বুকে চারটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যেখানে মোদি সরকারের যাবতীয় দাবি খন্ডনে রাহুল গান্ধির মতো ব্যক্তিত্বকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে কংগ্রেস, এমনটাই দাবি রাজনৈতিক মহলের৷ দেশে জি-২০-র মঞ্চে মোদি সরকারের আস্ফালন আসলে বাগাড়ম্বর, ভারতের অর্থনীতি, ধর্মীয় বাতাবরণ থেকে শুরু করে সাংবিধানিক মূল্যবোধ সবকিছুই সর্বগ্রাসী ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে, এই তত্ব তুলে ধরার লক্ষ্যে রাহুল গান্ধির এই বিদেশ সফর কতটা সফল হয় সেদিকেই এখন তাকিয়ে গোটা কংগ্রেস শিবির৷

ভারতে আগত বিদেশি অভ্যাগতদের সামনে তুলে ধরা মোদি সরকারের ভাবধারাকে খন্ডন করে রাহুল কিভাবে ইউরোপের বুকে ‘অন্য ভারত’-র ছবি তুলে ধরেন সেদিকেই লক্ষ্য থাকবে সবার৷ কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধির প্রস্তাবিত এই বিদেশ সফরে গত দশ বছরের বিভিন্ন কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে মোদি সরকারকেই কাঠগড়ায় তোলা হবে৷ এই মর্মে বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে রাহুলের সাক্ষাৎ, প্যারিসে অবস্থিত খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে রাহুলের বক্তৃতা, ফ্রান্সের শ্রমিক সংগঠনের নেতা-সদস্যদের সঙ্গে রাহুলের বৈঠক এবং নরওয়ের অনাবাসী ভারতীয়দের সামনে রাহুলের ভাষণ- পরপর সাজানো চারটি ইভেন্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে৷ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের এক সপ্তাহের মধ্যে রাহুলের এই বিদেশ সফর কতটা সাফল্যমন্ডিত হয় সেদিকে লক্ষ্য রাখবে ইন্ডিয়া শিবিরের প্রতিনিধি সব রাজনৈতিক দলই৷

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mumbai | মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮, আহত প্রায় ৬০ জন। ভেঙে পরা হোর্ডিংয়ের নীচে...

CBSE 2024 | সিবিএসই-র দশমে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম দেবাং কৌশিক শর্মা, দ্বাদশে সেরা...

0
শিলিগুড়ি: সিবিএসই (CBSE 2024) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম হল জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের ছাত্র দেবাং কৌশিক শর্মা।  এছাড়াও ওই স্কুলেরই...

Maharashtra | গড়চিরৌলিতে বড় অভিযান, নিকেশ দুই মহিলাসহ ৩ মাওবাদী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলাসহ তিন মাওবাদীর। গড়চিরৌলির পুলিশ সুপার নীলোৎপল এদিন জানান, নির্দিষ্ট...

Itahar | বাড়িতে বিজেপির ক্যাম্প করার মাশুল! ইটাহারে ঘরছাড়া পরিবার

0
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: নির্বাচনের দিন বাড়িতে বিজেপির ক্যাম্প অফিস (BJP Camp Office) করায় আক্রান্ত হতে হয়েছে গোটা পরিবারকে। প্রাণ বাঁচাতে রায়গঞ্জ (Raiganj) শহরের একটি...
Malda North BJP candidate Khagen Murmu filed nomination

Khagen Murmu | উত্তর মালদার ‘ভোট পাটিগণিতে’ মগ্ন পদ্ম শিবির, মার্জিন বাড়বে, আশাবাদী খগেন

0
মালদা: পরনে লুঙ্গি। খালি গা, শুধুমাত্র একটা গামছা জড়ানো। সামনের টেবিলে প্রচুর কাগজ ডাঁই হয়ে রয়েছে। প্রায় সবটাই হিসাব, কোন বুথে কত ভোট, কে...

Most Popular