Thursday, July 4, 2024
HomeBreaking NewsKrishna Kalyani | উপনির্বাচনে প্রার্থী হতে চান? সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণের পোস্ট ঘিরে...

Krishna Kalyani | উপনির্বাচনে প্রার্থী হতে চান? সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণের পোস্ট ঘিরে জল্পনা

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: ভোটের আগেই ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। লোকসভায় হেরেছেন পদ্ম প্রার্থীর কাছে। কর্মী-সমর্থকদের কাছে এখন তিনি একপ্রকার ব্রাত্য। এরই মধ্যে শোনা যাচ্ছে, সংসদীয় রাজনীতিতে পুনর্জন্ম দিতে রায়গঞ্জ (Raiganj) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Raiganj Assembly Bypoll) তাঁকে ফের প্রার্থী করতে পারে তৃণমূল। সেই ইঙ্গিত পেতেই ভোলবদল কৃষ্ণের (Krishna Kalyani)।

লোকসভায় হারের পর কৃষ্ণ কল্যাণী দলের একাংশের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। হারের জন্য দায়ী করেন দলের গোষ্ঠী কোন্দলকে। কিন্তু সেই কৃষ্ণই রবিবার সামাজিক মাধ্যমে লেখেন, ‘লোকসভা নির্বাচনে ৪ লক্ষ ৯২ হাজার ভোটার আমাকে ভোট দিয়েছেন। তাঁদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও নতমস্তকে প্রণাম জানাচ্ছি। যাঁরা আমাকে সমর্থন করেননি, তাঁদের প্রতিও আমার প্রণাম রইল। ভোটের সময় দলের যে কর্মী-সমর্থকরা আমার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের অনেক কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদকে।’

কৃষ্ণ আরও লেখেন, ‘আমি তিন বছর রায়গঞ্জের বিধায়ক ছিলাম। সাধ্যমতো চেষ্টা করেছি নিজের বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক প্রকল্পের সুবিধে মানুষের কাছে পৌঁছে দিতে। আমি নিজের মনের কাছে স্পষ্ট, যে উদ্দেশ্য নিয়ে জনপ্রতিনিধি হয়েছিলাম সেই উদ্দেশ্য আমার সফল। আমি আমার ১০০ শতাংশ দিয়েছি। সততার সঙ্গে কাজ করেছি। তারপরও যদি আমার পরিষেবায় কোনও ভুল-ত্রুটি হয়ে থাকে, তার জন্য ক্ষমাপ্রার্থী। লোকসভা নির্বাচনে জয়ী হতে না পারলেও রায়গঞ্জবাসীর জন্য আমি নিরন্তর কাজ করে যাব।’

তৃণমূলের পরাজিত প্রার্থীর হঠাৎ এমন পোস্ট কেন? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলের অনেকেই মনে করছেন, উপনির্বাচনে টিকিট পেতেই কৃষ্ণের এই পালটি। আগামী ১০ জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচনে টিকিট পেতে সামাজিক মাধ্যমে এমন লিখে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দল ও মানবদরদী হওয়ার বার্তা দিয়েছেন। রায়গঞ্জ পুরসভার কোঅর্ডিনেটররা অবশ্য বলতে শুরু করেছেন, ‘আমাদের সমর্থন ছাড়া জেতা সম্ভব নয়। দলের স্বার্থে একসঙ্গে লড়াই চাই আমরা।’ কৃষ্ণ অবশ্য বলছেন, ‘দল যা নির্দেশ দেবে, সেটাই মেনে চলব। প্রার্থী কে হবেন, সেটা নেত্রী সিদ্ধান্ত নেবেন।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mid Day Meal | মিড-ডে মিলে মরা সাপ! প্যাকেট খুলতেই আঁতকে উঠলেন শিশুর বাবা-মা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিড-ডে মিলে (Mid Day Meal) আরশোলা, টিকটিকি এরকম খবর আগেও অনেকবার সামনে এসেছে। কিন্তু এবার মিড-ডে মিলের প্যাকেটে পাওয়া গেল...

Wedding special | তৃণমূলনেত্রীকে প্রণাম করে পঞ্চায়েত অফিসে বসেই আইবুড়ো ভাত খেলেন বিডিও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত বর বা কনের মা বিয়ের আগে শেষ বারের মতো পরিপাটি করে আইবুড়ো জীবনের রান্না খাওয়ান আদরের সন্তানকে। তবে কালের...

Balurghat | স্বনির্ভর গোষ্ঠীর ৩০ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ

0
বালুরঘাট: বালুরঘাট(Balurghat) ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর(self-help groups) সংঘ নেত্রীরা প্রায় ৩০ লক্ষ টাকা নয়ছয় করেছে। বিভিন্ন সরকারি কাজের কোনও হিসাব দিচ্ছেন না।...

Kashmir Heatwave | ভাঙল গত ২৫ বছরের রেকর্ড, তাপমাত্রায় কলকাতাকে হারাল কাশ্মীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কবলে ভূস্বর্গ। গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে এত গরম পড়েনি জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। স্বাভাবিকের থেকে...

Pakistan | ফের রক্তাক্ত পাকিস্তান, উপনির্বাচনের প্রচারে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত প্রাক্তন সেনেটর সহ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। আফগান সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে (Bomb blast) মৃত্যু হয়েছে প্রাক্তন পাক সেনেটর সহ ৪ জনের। ঘটনাকে...

Most Popular