Sunday, June 16, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরRaiganj | বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা

Raiganj | বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা

রায়গঞ্জ: বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের (TMC) কো-অর্ডিনেটর তপন দাস। রায়গঞ্জ (Raiganj) পুরসভার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর তথা তৃণমূল শ্রমিক সংগঠনের রায়গঞ্জ শহর কমিটির সভাপতি পদে রয়েছেন তপন দাস। নিজের ওয়ার্ডে এক বিস্কুট কারখানার মালিক দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ করে কারখানা চালাচ্ছেন বলে অভিযোগ। অথচ পুরসভা কোনও ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়রাও সমস্যার মধ্যে আছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তপন দাস বলেন, ‘এলাকায় গড়ে ওঠা বেআইনি নির্মাণের ব্যাপারে পুরসভা সিদ্ধান্ত নেবে। কারণ আইনের তোয়াক্কা না করে কারখানার মালিক সীমানা প্রাচীর দিয়েছেন। ফলে পাশের বাড়িগুলিতে আলো বাতাস ঢুকছে না। মশা, মাছির উপদ্রব বাড়ছে।’ তিনি বলেন, ‘এই নিয়ে অভিযোগ করা হয়েছে পুরসভায়। যা করার করবে পুরসভা। আগামী ৪ জুনের পর পুরসভা কি ভূমিকা নেয় সেটা দেখার। তবে পুরসভা যদি ব্যবস্থা না নেয় তবে আমরা এসডিও-কে জানাব। প্রশাসনকে জানাব। আদালতে যাব।’

সম্প্রতি স্থানীয় একটি ক্লাবের ছেলেরা ওই বিস্কুট বেকারির মালিকের কাছে ২৫ লক্ষ টাকা তোলা দাবি করে বলে জানা যায়। দাবিমতো তোলা দেননি ওই ব্যক্তি। ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়। অভিযোগ, বিস্কুট বেকারির মালিক তোলাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় অবৈধ নির্মাণের কথা প্রকাশ্যে এনে আসল অভিযোগকে আড়াল করার চেষ্টা চলছে। যদিও বিস্কুট কারখানার মালিক ছেলের চিকিৎসার জন্য বাইরে থাকায় এবিষয়ে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যায়নি।

জানা গিয়েছে, ওই ব্যক্তির বেআইনি নির্মাণ রয়েছে ২১ নম্বর ওয়ার্ডেও। সরব হয়েছেন ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদারও। এদিন বিস্কুট কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘কারখানা করার সময় আমাকে জানায়নি। ড্রেন ঢেকে পুরো নির্মাণ করেছে, যা বেআইনি।’ যদিও রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকারের কথায়, বেআইনিভাবে করা হলে, তা নিশ্চয়ই দেখা হবে। কিন্তু কোনও প্রতিহিংসামূলক বিষয় থাকলে তবে কাউকে মদত দেওয়া হবে না।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | কাশ্মীরে ‘জিরো টেরর প্ল্যান’ তৈরির নির্দেশ, নিরাপত্তায় বিশেষ জোর শা’র

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। রবিবার কাশ্মীরে (Kashmir) সন্ত্রাসদমন নিয়ে উচ্চ...

Boat Sinks In Ganga | বিহারে গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ৬ তীর্থযাত্রী

0
পাটনা: ১৭ তীর্থযাত্রী বোঝাই নৌকা ডুবে গেল নদীতে। রবিবার বিহারের পাটনার কাছে বারহ এলাকায় গঙ্গায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৬ জন এখনও নিখোঁজ। একটি সর্বভারতীয়...

Siliguri | পুরনিগমের কর্মী পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার যুবক

0
শিলিগুড়ি: পুরনিগমের কর্মী পরিচয় দিয়ে প্রতারণার(Fraud) অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃতের নাম নিতেশ মণ্ডল ওরফে রাজা। সে শিলিগুড়ির(Siliguri) রথখোলার বাসিন্দা। অভিযোগ, বাড়িতে...

Narendra Modi | ইদের শুভেচ্ছা জানিয়ে হাসিনাকে চিঠি মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পবিত্র ইদ-উল-আজহা উৎসবের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) চিঠি লিখে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চিঠিতে...

Calcutta High Court | সরকারি চাকরির সুযোগ পাক রূপান্তরকামীরাও, সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

0
কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য এক শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক রূপান্তরকামীর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট এই...

Most Popular