রাজ্য

বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে রায়গঞ্জ পুরসভার কর্মীরা

রায়গঞ্জ: বকেয়া বেতন, পেনশন, গ্র‍্যাচুইটি ও বোনাসের দাবিতে আন্দোলনে নামল রায়গঞ্জ পুরসভার শাসকদলের কর্মচারী সংগঠনের সদস্যরা। অভিযোগ, অস্থায়ী কর্মীরা দু’মাস ধরে যেমন বেতন পাচ্ছেন না, তেমনি অবসরপ্রাপ্তরা নভেম্বর মাস ধরে তিন মাসের পেনশন পাচ্ছেন না।

পুজোর আগে পুর কর্তৃপক্ষ ছটপুজোর আগে কর্মচারীদের দ্বিতীয় কিস্তি বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই বকেয়া বোনাস তাদের দেওয়া হয়নি। এমনকি অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র‍্যাচুইটির টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এনে এদিন সরব হন কর্মচারী সংগঠনের নেতৃত্ব। তারা রায়গঞ্জ পুরসভার ব্যর্থতাকে এজন্য দায়ী করেছেন। সেই সঙ্গে এদিন রায়গঞ্জ পুরসভার কর্মচারী ফেডারেশনের সম্পাদক শম্ভু ঘোষ অভিযোগ করেন, আমাদের সংগঠনের এক শ্রেণির নেতা চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা তুলেছেন। এরা নিয়মিত পুরসভায় আসেনা। সংগঠনের উচ্চস্থানে বসে তারা আমাদের দাবি দাওয়ার আন্দোলনকে বন্ধ করতে চাইছে। তাই এদের থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেন তিনি। আজ গেট মিটিংয়ের মাধ্যমে আমরা দাবি জানালাম, এরপর বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস বলেন, আমার অনুমতি নিয়ে গেট মিটিং করছে। গণতান্ত্রিক দেশে গেট মিটিং করা, শ্লোগান দেওয়া এটা আইনের মধ্যে পড়ে। টাকার অভাবের জন্য বেতন, পেনশন দিতে পাচ্ছি না। ট্যাক্স কালেক্টররা নিয়মিত রসিদ কাটতে পারছে না বলেই টাকা আসছে না। টাকা রাস্তায় পড়ে আছে। কর্মচারীদের একাংশের গাফিলতি আছে। ইতিমধ্যে ইউনিয়নের সঙ্গে বসেছি। বকেয়া ২৩০০ টাকা বোনাস দিতে গেলে কমপক্ষে ২০ লক্ষ টাকা লাগবে। এই টাকা জোগাড় হলে দেওয়া হবে। এক শ্রেণির কর্মচারীকে এখনও বেতন দিতে পারিনি। তাই যারা আন্দোলন করছে তাদের দাবি নায্য।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Buxa Tiger Reserve | চড়া রোদে পাহাড়ি নদী, ঝোরা শুকিয়ে কাঠ, ট্যাংকার থেকে জল কৃত্রিম জলাধারে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের তেষ্টা মেটাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে বন দপ্তর। বক্সা টাইগার রিজার্ভ…

2 mins ago

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই…

29 mins ago

North Bengal University | এনবিইউ-এর নয়া আবিষ্কার, আর্সেনিকের বিষ ঠেকাবে গুতুম মাছের ব্যাকটিরিয়া

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জীব সৃষ্টির আদি সময় থেকেই পৃথিবীর সর্বত্র তাদের অবাধ বিচরণ। নেদারল্যান্ডসের বিজ্ঞানী…

51 mins ago

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল…

1 hour ago

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

2 hours ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

2 hours ago

This website uses cookies.