Sunday, April 28, 2024
HomeExclusiveRam Mandir | বুকে শুধুই রাম, ধর্মচর্চায় ভাসছে শিলিগুড়ি

Ram Mandir | বুকে শুধুই রাম, ধর্মচর্চায় ভাসছে শিলিগুড়ি

শিলিগুড়ি ও বাগডোগরা: শিলিগুড়ি (Siliguri) এখন রাম–ময়। সোমবার অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের আগেই গোটা শহরের পাশাপাশি মহকুমার হিমও যেন ‘গেরুয়া’। রবিবার সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়া মনোজ বর্মার সঙ্গে যাত্রীর বাক্যালাপ ‘জয় শ্রীরাম’ দিয়েই শুরু হল। রাস্তাঘাটে একে অপরের সঙ্গে দেখা, কথাবার্তার সময়ও সেই একই স্লোগান। মোড়ে মোড়ে রামের ছবি দেখে ভক্তিভরে সবার নমস্কার, পাড়ায় পাড়ায় চায়ের দোকানগুলিতে রামলালাকে নিয়েই চর্চায় পরিষ্কার শিলিগুড়ি পুরোপুরিভাবে রামেই মজেছে।

দীপাবলিতে প্রদীপের চাহিদা বাড়ে। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শিলিগুড়িতে বর্তমানে প্রদীপের চাহিদা তুঙ্গে। এদিন বাজারে প্রদীপ কিনতে এসে মিনা ভগত বললেন, ‘১৪ বছর বনবাস শেষে রাম অযোধ্যায় পৌঁছোনোর দিন এলাকা প্রদীপে সেজে উঠেছিল। সোমবার রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। তাই শিলিগুড়িতেও বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালাতেই হবে।’ মিতালি রায় আগে কোনওদিন রামের পুজো করেননি। এদিন থানা মোড় থেকে তাঁকে ৬০ টাকায় ১০০ প্রদীপ কিনতে দেখা গেল। তিনি বলেন, ‘বন্ধুরা সবাই বাড়িতে প্রদীপ জ্বালাবে, আমাকেও জ্বালাতে হবে।’ এদিন দুপুরে আনন্দময়ী কালী মন্দিরের সামনে বসা মিনতি বর্মন, বাসন্তী রায়দের চর্চাতেও রামলালাই ছিলেন।

বাগডোগরার রামলালা সমারোহ সমিতির আয়োজনে এদিন একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। গেরুয়া পোশাকে সেজে হাতে পতাকা নিয়ে, মাথায় ফেট্টি বেঁধে আট থেকে আশির অনেকেই তাতে শামিল হয়েছিলেন। খড়িবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়ার মতো এলাকাও এদিন রাম আবেগে ভাসে। অযোধ্যার সোমবারের কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়িতেও বেশ কয়েকটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরে একটি মহাযজ্ঞ হবে। লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখার তরফে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দোমাইলের শ্যাম মন্দির থেকে শুরু হয়ে সেটি খালপাড়ার হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে। ৪৩ নম্বর ওয়ার্ডের রামভক্ত সেবা সমিতির তরফে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বিজেপির বিধায়ক শংকর ঘোষ বললেন, ‘কল্পনা বাস্তব হলে মানুষের আবেগপ্রবণ হয়ে পড়াটা স্বাভাবিক।’ মেয়র গৌতম দেব ও সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার অবশ্য বিজেপিকে বিঁধেছেন। গৌতম বলেন, ‘রাজনীতির উদ্দেশ্যে এসব করা হচ্ছে।’ জীবেশের কথায়, ‘যা হচ্ছে, তা দেশের ঐতিহ্য ও ভবিষ্যৎকে বিপদের দিকে নিয়ে যাবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Manipur Gunfight | ফের উত্তপ্ত মণিপুর, গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। রবিবার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে দু’পক্ষের মধ্যে...
Initiative to increase grassland in Jaldapara to provide food for wildlife

Jaldapara | বন্যপ্রাণীদের খাবার জোগানে জলদাপাড়ায় তৃণভূমি বাড়ানোর উদ্যোগ

0
মণীন্দ্রনারায়ণ সিংহ ও নীহাররঞ্জন ঘোষ, আলিপুরদুয়ার: হরিণ, বাইসন, গন্ডার, হাতিদের খাবারের জন্য জলদাপাড়া(Jaldapara) বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নতুন করে তৃণভূমি তৈরির উদ্যোগ নিয়েছে বন দপ্তর(Forest...

Loksabha Election 2024 | ভোটের মাঝেই বড়সড়ো ধাক্কা! পদত্যাগ দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Loksabha Election 2024) মধ্যেই বড়সড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। এবার দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং...

TMC Conflict | গোষ্ঠীদ্বন্দ্বের জের! তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বাগুইআটিতে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খাস কলকাতায়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটির অর্জুনপুর এলাকার পশ্চিমপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,...

Archery World Cup | তিরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, কোরিয়াকে হারিয়ে সোনা জয় পুরুষ রিকার্ভ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাফল্যের ধারা অব্যাহত রাখল ভারত (India)। শনিবারের পর রবিবারও তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) জয়জয়কার ভারতীয় তিরন্দাজদের। শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ...

Most Popular