উত্তরবঙ্গ

রাজ্যসভার প্রার্থীপদে ফের রথীন্দ্র, চর্চা

শিলিগুড়ি: মুখবন্ধ খামে কাদের নাম রয়েছে, জানেন না কেউ। তাই কার পক্ষে ভোট দিতে হবে, অজানা বিজেপি বিধায়কদের। মঙ্গলবার খামের মুখ খোলার সম্ভাবনা রয়েছে। কারণ, বাজেট অধিবেশন এবং রাজ্যসভা নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে ওই দিন রয়েছে বিজেপির বৈঠক। তবে তার আগে রাজ্য বিজেপিতে উত্তর এবং দক্ষিণের ‘লড়াই’ শুরু হয়ে গিয়েছে। ভিত যখন শক্ত, তখন উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে এখান থেকে প্রার্থী করার দাবিদার উত্তরবঙ্গের একাধিক বিধায়ক। তবে বারবার উত্তরের শিকে ছিঁড়বে, মানতে নারাজ দক্ষিণের বিধায়করা। সাংসদ এবং বিধায়কের সংখ্যা তাঁদের ঝুলিতে বেশি- এই তত্ত্ব খাড়া করছেন তাঁরা। এই পরিস্থিতিতে কৌশলগত কারণে রাজ্য নেতৃত্ব সামনে নিয়ে আসছে ‘কেন্দ্রের পছন্দ’-র বিষয়টি।

নগেন রায়ের (অনন্ত) প্রার্থী হওয়ার সময় তিনি ছিলেন ‘ডামি’। নথিতে কোনও ত্রুটি ধরা না পড়ায় অনায়াসেই রাজ্যসভায় পা রাখেন কোচবিহারের নগেন। রথীন্দ্র বসুর ভাগ্যের চাকা আর ঘোরেনি। দলীয় সূত্রে খবর, পরবর্তীতে তাঁর নাম বিবেচনার মধ্যে রাখা হবে, এই আশ্বাস দেওয়া হয়েছিল রথীন্দ্রকে। তাহলে কি মুখবন্ধ খামে যে চারজনের নাম রয়েছে, তার মধ্যে রয়েছেন রথীন্দ্র? জানতে চাইছেন মূলত উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক এবং দলের অনেক নেতা।

বিষয়টি নিয়ে অবশ্য তাঁর কোনও ধারণা নেই বলে দাবি রথীন্দ্রর। তিনি বলছেন, ‘রাজ্যসভার প্রার্থীপদ নিয়ে আমার সঙ্গে দলের তেমন কেউ কোনও আলোচনা করেননি। ফলে কে প্রার্থী হবেন বা কাদের নাম রয়েছে প্রার্থীতালিকায়, তা নিয়ে আমার কোনও ধারণা নেই।’ দল যে দায়িত্ব দেবে, দলের একজন কর্মী হিসেবে সেটা পালন করবেন বলে জানাচ্ছেন বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি।

এদিকে তাঁর কোনও ধারণা না থাকলেও বিজেপির অনেক বিধায়ক মনে করেন, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে রথীন্দ্রর রাজ্যসভায় যাওয়া উচিত। মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বললেন, ‘কার নাম রয়েছে আমার অন্তত জানা নেই। মনে হয় না দলের অন্য বিধায়করা জানেন। তবে রথীনদার নাম থাকলে অবাক হব না। কেননা, এর আগে তাঁকে ডামি প্রার্থী করা হয়েছিল।’ যাঁকেই রাজ্যসভায় পাঠানো হোক, তিনি যাতে উত্তরবঙ্গের হন, সেদিকটা দলের দেখা উচিত বলে মনে করছেন এখানকার নেতা থেকে জনপ্রতিনিধিরা।

তবে যেহেতু নগেন রায় উত্তরবঙ্গের, তাই এবার জায়গা ছাড়তে নারাজ দক্ষিণবঙ্গের পদ্ম নেতারা। সেখানকার অনেক বিধায়কের বক্তব্য, ‘শক্ত ভিত বলে বারবার উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হলে, সেটার নেতিবাচক প্রভাব পড়তে পারে দলীয় সংগঠনের ক্ষেত্রে।’ বিষয়টি দক্ষিণবঙ্গের কয়েকজন বিধায়ক রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বলে সূত্রের খবর। যা নিয়ে জানতে চাইলে উত্তর-দক্ষিণের লড়াই মানতে চাননি বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলছেন, ‘আঞ্চলিকতায় বিশ্বাসী নয় বিজেপি। যোগ্যতার নিরিখে বাংলা থেকে রাজ্যসভায় দলের প্রতিনিধি পাঠানো হবে। কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে।’

প্রসঙ্গত, রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Jalpaiguri | সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু চোরাকারবারির!

রাজগঞ্জ: রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক চোরাকারবারির মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম কাজিরুল…

9 mins ago

Fire at Income Tax Office | ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির আয়কর অফিসে, আহত ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির আয়কর অফিসে অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ আইটিও মোড়ের কাছে…

33 mins ago

Kerala | বিনোদন পার্কে মহিলার যৌন হেনস্তা, গ্রেপ্তার কেরালার অধ্যাপক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিনোদন পার্কের ভেতর এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হল…

38 mins ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নীচে পড়ল ডাম্পার, মৃত্যু চালকের

আসানসোল: ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভার থেকে রেলিং ভেঙে নীচে সার্ভিস রোডে পড়ল একটি ডাম্পার।…

44 mins ago

Business strike | ভোট পেরোতেই বেড়েছে পুরকর, প্রতিবাদে ১৭ মে ব্যবসা বনধের ডাক কোচবিহারে

কোচবিহারঃ কোচবিহার শহরে এমনিতেই তৃণমূলের শক্তি কমেছে। লোকসভা নির্বাচনে খারাপ ফলের আশঙ্কায় মুখ্যমন্ত্রী কর না…

56 mins ago

Noida | ‘কিডন্যাপিং’ রিল শুট করতে গিয়ে বিপত্তি! পুলিশের হাতে গ্রেপ্তার তিন যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক যুবকের হাত বেঁধে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন অপর…

60 mins ago

This website uses cookies.