Wednesday, May 15, 2024
HomeExclusiveAlipurduar CPM | ডানপন্থীদের ধাঁচে অঞ্চল কমিটি সিপিএমের

Alipurduar CPM | ডানপন্থীদের ধাঁচে অঞ্চল কমিটি সিপিএমের

সুভাষ বর্মন, শালকুমারহাট: ডানপন্থী রাজনৈতিক দলগুলোতে বুথ কমিটি, অঞ্চল কমিটি রয়েছে। কিন্তু বামপন্থী রাজনৈতিক দলে এধরনের সাংগঠনিক গঠন চোখে পড়ে না। তবে লোকসভা নির্বাচনের আগে ডানপন্থীদের ধাঁচে অঞ্চল ও বুথ কমিটি গঠন করতে শুরু করল সিপিএম (Alipurduar CPM)। রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারহাটে (Salkumarhat) দলের নির্বাচনি অঞ্চল কমিটি গঠিত হয়। যদিও গত বিধানসভা ভোটের আগে এরকম অঞ্চল কমিটি গঠন করা হয়েছিল বলে দাবি সিপিএমের। একইসঙ্গে নেতৃত্বের স্পষ্ট বার্তা, এক্ষেত্রে ডানপন্থীদের অনুসরণ করা হচ্ছে না। সিপিএমের কৌশলকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি এবং তৃণমূল।

সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাসের কথায়, ‘বিধানসভা নির্বাচনের আগেও এরকম নির্বাচনি অঞ্চল কমিটি গঠন করা হয়েছিল। এবারও লোকসভা ভোটকে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার ৬৪টি অঞ্চল নির্বাচনি কমিটি গঠিত হবে। এখনও অবধি ২০টি অঞ্চল নির্বাচনি কমিটি গঠন করা হয়েছে।’

এদিন সন্ধ্যায় শালকুমারহাটের দলীয় কার্যালয়ে বৈঠকের মাধ্যমে শালকুমার-২ অঞ্চল নির্বাচনি কমিটি গঠন করে সিপিএম। ৪০ জনের কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন দলের আলিপুরদুয়ার-১ এরিয়া কমিটির সদস্য অরবিন্দ রায় এবং জনক সিংহ রায়। উপস্থিত ছিলেন আরও দুজন এরিয়া কমিটির সদস্য তপন বর্মন, রজনীকান্ত রায়। আহ্বায়ক অরবিন্দ রায় বললেন, ‘কোনও ডানপন্থীদের দলের ধাঁচে নয়। ভোটকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচি এবং তৃণমূল, বিজেপির বিরুদ্ধে প্রচারের উদ্দেশ্যে এরকম নির্বাচনি অঞ্চল কমিটি গঠিত হচ্ছে।’ ধাপে ধাপে আলিপুরদুয়ার-১ ব্লকের সব গ্রাম পঞ্চায়েতে এরকম অঞ্চল নির্বাচনি কমিটি গঠিত হবে বলে সিপিএমের আলিপুরদুয়ার-১ পশ্চিম এরিয়া সম্পাদক গুরুদেব বর্মন জানিয়েছেন।

তবে তৃণমূলের আলিপুরদুয়ার-১ ব্লক সভাপতি তুষারকান্তি রায়ের বক্তব্য, ‘বামেদের অনেকেই তো এখন রামে নাম লিখিয়েছেন। তাই আমাদের ধাঁচে কমিটি গঠন করলেও ভোটে সিপিএমের কোনও ফায়দা হবে না।’ বিজেপির জেলা সাধারণ সম্পাদক মিঠু দাসের কথায়, ‘সিপিএম এখন অপ্রাসঙ্গিক। তৃণমূল বিরোধী আন্দোলনে আমরাই মাঠে আছি। তাই সিপিএমের এসব কমিটি নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

0
রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের স্মৃতি আজও তাড়া করে ভোটকর্মীদের। তাঁর হত্যার বিচারের দাবিতে...

Cyber Crime | নেই প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা, সাইবার প্রতারকদের ধরতে নাজেহাল পুলিশ

0
রায়গঞ্জ: সাইবার অপরাধ (Cyber crime) পুরোটাই প্রযুক্তি নির্ভর। অথচ এই প্রযুক্তি সম্পর্কে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) পুলিশের সম্যক ধারণা নেই। ফলে সাইবার চক্রের মাথাদের...

Robbery | বাইকের ডিকি ভেঙে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর, ধরা পড়ল...

0
ডালখোলা: দিনদুপুরে বাইকের ডিকি ভেঙে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ডালখোলায় স্টেট ব্যাংকের কাছেই একটি বেসরকারি...

Travel | পথে পথেই ৭৫ দিন, ভিন্নধারার ভ্রমণে নজর কাড়লেন কলকাতার দম্পতি

0
শিলিগুড়ি: কথায় বলে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে। তবে পায়ের তলায় সর্ষে না হলেও সঙ্গে একটা গাড়ি থাকলে যেকোনও অ্যাডভেঞ্চারও যে তাঁর কাছে জলভাত...

Bride torture | কন্যা সন্তান জন্ম দেওয়াই অপরাধ! স্ত্রীকে মেরে বাড়ি থেকে তাড়ালেন স্বামী

0
রায়গঞ্জঃ অপরাধ, কন্যা সন্তানের জন্ম দেওয়া। তাই সব সময়ই রাগ সপ্তমে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের। প্রথমে স্বামী, স্ত্রীর মধ্যে বচসা। তারপর তা রূপ নিল...

Most Popular