Exclusive

Siliguri | দূরে যেতে নারাজ, পদোন্নতিতে না শিক্ষকদের

তমালিকা দে, শিলিগুড়ি: পছন্দের স্কুলে মেলেনি সুযোগ। দূরত্বের অজুহাত দেখিয়ে প্রধান শিক্ষক পদ গ্রহণে নারাজ নতুন ‘প্রধান শিক্ষক’-দের একাংশ। সমস্যা মেটাতে দ্বিতীয় প্যানেল তৈরিতে তোড়জোড় শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের। সাতটি সার্কেল মিলিয়ে মোট ১৭টি প্রধান শিক্ষকের (Head Master) পদ খালি রয়েছে বলে জানা গিয়েছে।

প্রায় দু’দশক পর এবছর প্রাথমিকে নিয়োগ (Recruitment) করা হল প্রধান শিক্ষক। ৩৫৩টি স্কুলে প্রধান শিক্ষক পদের জন্য প্রায় ৪১৩ জন আবেদন করেছিলেন। ২৭ ফেব্রুয়ারি থেকে সার্কেল অনুযায়ী কাউন্সেলিং শুরু হয়। শুক্রবার শিলিগুড়ি পশ্চিম সার্কেল হয়ে শিলিগুড়ি শিক্ষা জেলার প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শেষ হয়। তবে খালি ১৭টি আসনের জন্য কবে নতুন প্যানেল তৈরি হবে, সে বিষয়ে শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান দিলীপকুমার রায় বলেন, ‘বাতাসি সার্কেল বাদে বাকি ছয়টি সার্কেল থেকে প্রধান শিক্ষকের পদের জন্য অনেকেই আবেদন করেছিলেন। সেখান থেকে সরকারি নির্দেশিকা মেনে বাছাই করে প্যানেল তৈরি করা হয়েছিল। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যায়, শিক্ষক-শিক্ষিকাদের একাংশ কাউন্সেলিংয়ে থেকেও প্রধান শিক্ষক হতে নারাজ।’

কিন্তু কেন এই অনীহা? চেয়ারম্যানের জবাব, ‘সম্ভবত নিজেদের পছন্দের স্কুল না পেয়েই এই সিদ্ধান্ত।’

এই পরিস্থিতিতে যে স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদ খালি থেকে গেল, সেটা পূরণের জন্য অবিলম্বে দ্বিতীয় প্যানেল প্রকাশ করার কথা জানিয়েছেন দিলীপ। জানা গিয়েছে, সাতটি সার্কেলের মধ্যে একমাত্র শিলিগুড়ি নকশালবাড়ি সার্কেল ও নকশালবাড়ি সার্কেলের প্রধান শিক্ষকের সব পদ পূর্ণ হয়েছে। প্রধান শিক্ষকের খালি পদ অনুযায়ী কম আবেদন পড়েছিল বাতাসি সার্কেল থেকে। এছাড়া, বিধাননগর ও ফাঁসিদেওয়া সার্কেল থেকে প্রধান শিক্ষকের জন্য মোট ৬টি পদ ফাঁকা রয়েছে।

এদিন হাকিমপাড়া জিএসএফপি স্কুলে সকাল থেকেই শিলিগুড়ি পশ্চিম সার্কেলের কাউন্সেলিং শুরু হয়। এদিন শুধুমাত্র একটি পদ খালি ছিল।  কয়েকজন আবার কাউন্সেলিংয়ে উপস্থিত থেকেও ইচ্ছে করে নিজেদের অনুপস্থিত দেখিয়েছেন, যাতে প্যানেলে নাম থেকে যায়। পরবর্তীতে যদি নিজের পছন্দের স্কুলে প্রধান শিক্ষকের পদ পাওয়া যায়।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

বক্সিরহাট, ২৬ জুন: আন্তর্জাতিক মাদক বর্জন দিবসের আগেই সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। পাচারের পথে…

8 mins ago

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ।…

20 mins ago

Om Birla | ধ্বনি ভোটে জয়, টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত…

36 mins ago

Balurghat | আত্রেয়ীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে উদ্ধারকাজ

বালুরঘাট: আত্রেয়ীতে(Atreyi) সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ব্যক্তির নাম…

52 mins ago

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

2 hours ago

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে…

3 hours ago

This website uses cookies.