Saturday, May 25, 2024
HomeExclusiveSiliguri | দূরে যেতে নারাজ, পদোন্নতিতে না শিক্ষকদের

Siliguri | দূরে যেতে নারাজ, পদোন্নতিতে না শিক্ষকদের

সমস্যা মেটাতে দ্বিতীয় প্যানেল তৈরিতে তোড়জোড় শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের। সাতটি সার্কেল মিলিয়ে মোট ১৭টি প্রধান শিক্ষকের (Head Master) পদ খালি রয়েছে বলে জানা গিয়েছে।

তমালিকা দে, শিলিগুড়ি: পছন্দের স্কুলে মেলেনি সুযোগ। দূরত্বের অজুহাত দেখিয়ে প্রধান শিক্ষক পদ গ্রহণে নারাজ নতুন ‘প্রধান শিক্ষক’-দের একাংশ। সমস্যা মেটাতে দ্বিতীয় প্যানেল তৈরিতে তোড়জোড় শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের। সাতটি সার্কেল মিলিয়ে মোট ১৭টি প্রধান শিক্ষকের (Head Master) পদ খালি রয়েছে বলে জানা গিয়েছে।

প্রায় দু’দশক পর এবছর প্রাথমিকে নিয়োগ (Recruitment) করা হল প্রধান শিক্ষক। ৩৫৩টি স্কুলে প্রধান শিক্ষক পদের জন্য প্রায় ৪১৩ জন আবেদন করেছিলেন। ২৭ ফেব্রুয়ারি থেকে সার্কেল অনুযায়ী কাউন্সেলিং শুরু হয়। শুক্রবার শিলিগুড়ি পশ্চিম সার্কেল হয়ে শিলিগুড়ি শিক্ষা জেলার প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শেষ হয়। তবে খালি ১৭টি আসনের জন্য কবে নতুন প্যানেল তৈরি হবে, সে বিষয়ে শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান দিলীপকুমার রায় বলেন, ‘বাতাসি সার্কেল বাদে বাকি ছয়টি সার্কেল থেকে প্রধান শিক্ষকের পদের জন্য অনেকেই আবেদন করেছিলেন। সেখান থেকে সরকারি নির্দেশিকা মেনে বাছাই করে প্যানেল তৈরি করা হয়েছিল। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যায়, শিক্ষক-শিক্ষিকাদের একাংশ কাউন্সেলিংয়ে থেকেও প্রধান শিক্ষক হতে নারাজ।’

কিন্তু কেন এই অনীহা? চেয়ারম্যানের জবাব, ‘সম্ভবত নিজেদের পছন্দের স্কুল না পেয়েই এই সিদ্ধান্ত।’

এই পরিস্থিতিতে যে স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদ খালি থেকে গেল, সেটা পূরণের জন্য অবিলম্বে দ্বিতীয় প্যানেল প্রকাশ করার কথা জানিয়েছেন দিলীপ। জানা গিয়েছে, সাতটি সার্কেলের মধ্যে একমাত্র শিলিগুড়ি নকশালবাড়ি সার্কেল ও নকশালবাড়ি সার্কেলের প্রধান শিক্ষকের সব পদ পূর্ণ হয়েছে। প্রধান শিক্ষকের খালি পদ অনুযায়ী কম আবেদন পড়েছিল বাতাসি সার্কেল থেকে। এছাড়া, বিধাননগর ও ফাঁসিদেওয়া সার্কেল থেকে প্রধান শিক্ষকের জন্য মোট ৬টি পদ ফাঁকা রয়েছে।

এদিন হাকিমপাড়া জিএসএফপি স্কুলে সকাল থেকেই শিলিগুড়ি পশ্চিম সার্কেলের কাউন্সেলিং শুরু হয়। এদিন শুধুমাত্র একটি পদ খালি ছিল।  কয়েকজন আবার কাউন্সেলিংয়ে উপস্থিত থেকেও ইচ্ছে করে নিজেদের অনুপস্থিত দেখিয়েছেন, যাতে প্যানেলে নাম থেকে যায়। পরবর্তীতে যদি নিজের পছন্দের স্কুলে প্রধান শিক্ষকের পদ পাওয়া যায়।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Vietnam Apartment Fire | ভিয়েতনামের বহুতলে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Vietnam Apartment Fire)। ভিয়েতনামের (Vietnam) রাজধানী হ্যানয়ের (Hanoi) একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহত...

Dead body recovered | পাটখেত থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে...

0
বালুরঘাটঃ পাটখেত থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চকফরিদ এলাকায়৷ ইতিমধ্যে...

Theft Case in Siliguri | নির্মীয়মাণ আবাসনে চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার লক্ষাধিক টাকার সামগ্রী

0
শিলিগুড়ি:  চার লক্ষ টাকার জিনিস চুরি (Theft case) করেও শেষ রক্ষা হল না। পুলিশের (Police) জালে ধরা পড়ল চোরের দল। উদ্ধার হল চুরি যাওয়া...

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ উড়ালপুল থেকে নীচে পড়ল গাড়ি, মৃত্যু মহিলার, আহত ৪

0
ওদলাবাড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ উড়ালপুল থেকে প্রায় ৫০ ফুট নীচে পড়ল ছোট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। আহত চালক এবং পরিবারের বাকি তিনজন।...

Weather observatory | শিলিগুড়ি কলেজের পর সূর্য সেনে, পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত আবহাওয়া দপ্তরের...

0
শিলিগুড়িঃ হিলকার্ট রোডে যখন মুষলধারায় বৃষ্টি হয়, তখন শুকনো থাকে ফুলবাড়ির রাস্তাঘাট। দেশবন্ধুপাড়ায় বৃষ্টির ছিটেফোটাও পড়ে না কলেজপাড়ায়। কাছাকাছি এলাকাগুলোর মধ্যে আবহওয়ার তারতম্যকে ঘিরে...

Most Popular