Exclusive

Republic day | আজ শহরে মল, পিকনিক স্পটে বাড়তি নজরদারি

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: প্রজাতন্ত্র দিবসে (Republic day) যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহর শিলিগুড়িকে (Siliguri)। তার আগে চলতি সপ্তাহের প্রথম থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। শুক্রবার প্রজাতন্ত্র দিবসেও সকাল থেকে শহরের পিকনিক (Picnic) স্পটগুলিতে নজরদারি চালানো হবে। মলগুলোতেও বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিশৃঙ্খলা রুখতে শহরের মোড়গুলোতে সকাল থেকে পুলিশ (Police) মোতায়েন থাকবে। রাস্তায় অতিরিক্ত গতিতে যান চলাচলে লাগাম দিতে ব্যারিয়ার বসানো হয়েছে। ছুটির দিন, সন্ধ্যা হতেই মলগুলোতে ব্যাপক ভিড় হয়। ফলে যানজটও সৃষ্টি হয়। সে ব্যাপারে বিশেষ নজরদারি চালাবে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ট্রাফিক) অভিষেক গুপ্তা বলেন, ‘আমাদের একটা অতিরিক্ত টিম সকাল থেকে শহরের রাস্তায় থাকবে। সব জায়গায় মনিটরিং করা হবে।’

তাঁর সংযোজন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ ড্রাইভ, সেভ লাইফের সচেতনতামূলক অভিযান চালাচ্ছি। পিকনিকে যাওয়া গাড়ির চালকদের সচেতন করা হচ্ছে, যাতে মদ্যপান করে তাঁরা গাড়ি না চালান। শুক্রবারও সে ব্যাপারে বিশেষ নজরদারি থাকবে। বিশেষ করে এশিয়ান হাইওয়ে, ব্যারেজ রোডে বিশেষ নজরদারি থাকবে।’

প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শহরের রেলস্টেশনগুলোতে নিরাপত্তার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। শুধু রেলস্টেশনগুলোতেই নয়, বিশেষ নজর দেওয়া হয়েছে নাকা চেকিংয়েও। প্রজাতন্ত্র দিবসে বাজে পরিস্থিতি এড়াতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। ডিসিপি (ট্রাফিক)-র কথায়, ‘মলগুলোর ওপর আমাদের সবসময়ই নজর থাকে। প্রজাতন্ত্র দিবসে মলগুলোয় নজরদারিটা বাড়বে।’ সবমিলিয়ে, প্রজাতন্ত্র দিবসে শহর সামলাতে তৎপর পুলিশ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Theft Case | দিনদুপুরে সরকারি স্কুলে চুরি

নিশিগঞ্জ: দিনদুপুরে সরকারি স্কুলের চুরির (Theft Case) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Coochbehar) নিশিগঞ্জে (Nishiganj)।…

31 mins ago

জাতীয়স্তরে বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় দ্বিতীয় জলপাইগুড়ির অদিতি

নাগরাকাটা: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম…

33 mins ago

Sand smuggling | দিনে দুপুরে ট্রলি বোঝাই করে বালি পাচার! নাম জড়াল তৃণমূল নেতার

রতুয়া: দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলিবোঝাই বালি। এই বালিপাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল…

56 mins ago

Smriti Mandhana | ‘এমন প্রত্যাবর্তনে দম লাগে’, বিরাটদের প্রশংসায় স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

1 hour ago

Lok Sabha Election 2024 | উন্নয়নের দাবিতে ভোট বয়কট উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের ৩ গ্রামে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯…

1 hour ago

Drinking water crisis | স্বাধীনতার ৭৫ বছর পরেও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গাজোলের গ্রাম

গাজোল: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। চারিদিকে হোর্ডিং-ব্যানারে বিকশিত ভারতের প্রচার। অথচ এখনও বহু গ্রামে…

1 hour ago

This website uses cookies.