Friday, May 10, 2024
HomeExclusiveRepublic day | আজ শহরে মল, পিকনিক স্পটে বাড়তি নজরদারি

Republic day | আজ শহরে মল, পিকনিক স্পটে বাড়তি নজরদারি

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: প্রজাতন্ত্র দিবসে (Republic day) যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহর শিলিগুড়িকে (Siliguri)। তার আগে চলতি সপ্তাহের প্রথম থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। শুক্রবার প্রজাতন্ত্র দিবসেও সকাল থেকে শহরের পিকনিক (Picnic) স্পটগুলিতে নজরদারি চালানো হবে। মলগুলোতেও বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিশৃঙ্খলা রুখতে শহরের মোড়গুলোতে সকাল থেকে পুলিশ (Police) মোতায়েন থাকবে। রাস্তায় অতিরিক্ত গতিতে যান চলাচলে লাগাম দিতে ব্যারিয়ার বসানো হয়েছে। ছুটির দিন, সন্ধ্যা হতেই মলগুলোতে ব্যাপক ভিড় হয়। ফলে যানজটও সৃষ্টি হয়। সে ব্যাপারে বিশেষ নজরদারি চালাবে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ট্রাফিক) অভিষেক গুপ্তা বলেন, ‘আমাদের একটা অতিরিক্ত টিম সকাল থেকে শহরের রাস্তায় থাকবে। সব জায়গায় মনিটরিং করা হবে।’

তাঁর সংযোজন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ ড্রাইভ, সেভ লাইফের সচেতনতামূলক অভিযান চালাচ্ছি। পিকনিকে যাওয়া গাড়ির চালকদের সচেতন করা হচ্ছে, যাতে মদ্যপান করে তাঁরা গাড়ি না চালান। শুক্রবারও সে ব্যাপারে বিশেষ নজরদারি থাকবে। বিশেষ করে এশিয়ান হাইওয়ে, ব্যারেজ রোডে বিশেষ নজরদারি থাকবে।’

প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শহরের রেলস্টেশনগুলোতে নিরাপত্তার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। শুধু রেলস্টেশনগুলোতেই নয়, বিশেষ নজর দেওয়া হয়েছে নাকা চেকিংয়েও। প্রজাতন্ত্র দিবসে বাজে পরিস্থিতি এড়াতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। ডিসিপি (ট্রাফিক)-র কথায়, ‘মলগুলোর ওপর আমাদের সবসময়ই নজর থাকে। প্রজাতন্ত্র দিবসে মলগুলোয় নজরদারিটা বাড়বে।’ সবমিলিয়ে, প্রজাতন্ত্র দিবসে শহর সামলাতে তৎপর পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bagdogra Airport | প্রবেশপথে লাইনে দাঁড়ানোর দিন শেষ, বাগডোগরা বিমানবন্দরে মুখ চিনবে প্রযুক্তি

0
খোকন সাহা, বাগডোগরা: আর মাত্র মাসখানেকের অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) প্রবেশের মুখে সচিত্র পরিচয়পত্র হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দিন ফুরোতে চলেছে। এবার থেকে...

North Bengal University | কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড়, কোর্সে বদল আনছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কলেজ স্তরের নয়া ভর্তিতে (College Admission) কোর্সের ক্ষেত্রে রদবদল করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। নতুন শিক্ষানীতি-২০২০ অনুযায়ীই (New Education Policy)...
water-crisis

Siliguri Water Crisis | শিয়রে জলসংকট, ট্যাংকার-পাউচ দিয়ে তেষ্টা মেটানোর মরিয়া চেষ্টা

0
ভাস্কর বাগচী ও রাহুল মজুমদার, শিলিগুড়ি: সাতসকালে কিছু ওয়ার্ডে জল মিলেছে বটে, কিন্তু বিকেল হতেই বদলে গেল ছবিটা (Siliguri Water Crisis)। ঘড়ির কাঁটায় চোখ...

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

0
তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ দুই ভাই অঞ্জনাভ পাল ও অমৃতাভ পাল। তাদের প্রাপ্ত...

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

0
শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ নম্বর টানেলে মারা যান প্রকল্পের কাজে যুক্ত...

Most Popular