রাজ্য

Bengal Safari | পুরোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা, দিনে গাড়ি চালিয়ে সিংহ নিয়ে শিলিগুড়িতে

শিলিগুড়ি: সঙ্গী পশুরাজ। তাই সাবধানতা অবলম্বন করে রাতে গাড়ি চালাচ্ছেন না সাফারি পার্কের বনকর্মীরা। রাজ্য জু অথরিটির নির্দেশিকা অনুযায়ী এই সিদ্ধান্ত। সারাদিন গাড়ি চালানোর পর রাতে বিশ্রাম নিচ্ছেন চালকরা। আবার ভোরের আলো ফুটতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন।

গত বৃহস্পতিবার ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানা থেকে দুটি সিংহ এবং দুটি চশমামুখো বাঁদর নিয়ে রওনা হন সাফারি পার্কের বনকর্মীরা। রাতে বিশ্রাম নিয়ে গাড়ি চালানোয় রবিবার বিকেল কিংবা সোমবার দুপুরে সাফারি পার্কে এসে পৌঁছাবেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক সাফারির এক কর্তার বক্তব্য, ‘এর আগে রাতে গাড়ি নিয়ে আসায় একটা বড় বিপদ হয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাতে গাড়ি চালাতে মানা করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০ ডিসেম্বর জামশেদপুরের টাটা স্টিল জুলজিকাল পার্ক থেকে দুটি ম্যানড্রিল বাঁদর আনার সময় দুর্ঘটনার কবলে পড়ে পার্কের ডিরেক্টরের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালকের। সহকারী চালক দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা কি না, সেটা ভাবাচ্ছে বনকর্তাদের।

ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে সাফারি পার্কের জন্যে কোনও প্রাণী আনতে হলে রাতে গাড়ি চালানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই সিংহ নিয়ে সিপাইজলা থেকে রওনা হয়ে দিনেই গাড়ি চালানো হচ্ছে। এর পাশাপাশি সিংহর জন্যে একটি বিশেষ গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আটটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে। সঙ্গে রয়েছে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Bangladesh MP Death | বাংলাদেশের সংসদ সদস্য খুনে পুলিশের জালে কসাই, হাজির করা হল আদালতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে বাংলাদেশের সংসদ সদস্য (Bangladesh…

16 mins ago

Alipurduar | ‘যত ভোট তত গাছ’, সংকল্প দুই সংগঠনের

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ‘যত ভোট, তত গাছ।’ আপাতত এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি নিচ্ছে আরএসপির…

34 mins ago

BSNL | নেটওয়ার্কহীন বিন্দু থেকেই সূচনা, ৫জি-র জমানায় ৪জি চালু বিএসএনএল-এর

শিলিগুড়ি: অন্যরা ছুটছে ৫জির গতিতে। সেখানে চলতি মাসে উত্তরবঙ্গে ফোর-জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল।…

51 mins ago

অভিজিতের মুখের ভাষায় বহু স্বপ্নের অপমৃত্যু

রূপায়ণ ভট্টাচার্য যা করে দেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরপর কোনও অরাজনৈতিক বাঙালি ভদ্রলোক রাজনীতিতে এলে তাঁর…

1 hour ago

Helicopter Emergency Landing At Kedarnath | পাক খেতে খেতে দাঁড়াল কপ্টার! পাইলটের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় কেদারনাথ ধামে…

1 hour ago

Supreme Court | নির্বাচনি বিজ্ঞাপন মামলায় সুপ্রিম দুয়ারে বিজেপি, আর্জি দ্রুত শুনানির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি বিজ্ঞাপন মামলায় সুপ্রিম (Supreme Court) দুয়ারে গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্টের…

1 hour ago

This website uses cookies.