Monday, July 1, 2024
HomeTop NewsNEET UG 2024 Result | নিটে দেশের সেরা শিলিগুড়ির সক্ষম

NEET UG 2024 Result | নিটে দেশের সেরা শিলিগুড়ির সক্ষম

তমালিকা দে, শিলিগুড়ি: প্রথমবারেই বাজিমাত। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় (Medical Entrance Exam) দেশের সেরা শিলিগুড়ির (Siliguri) সক্ষম আগরওয়াল। মঙ্গলবার চলতি বছরের নিট ইউজির ফলাফল (NEET UG 2024 Result) প্রকাশ হতেই দেখা গেল ৭২০ নম্বরের মধ্যে ৭২০-ই পেয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের ওই কৃতী পড়ুয়া।

সক্ষম জানাল, প্রস্তুতিপর্বে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছে সে। শুধুমাত্র লেখাপড়ায় টেকনলজি ব্যবহার করত। বাড়িতে পড়াশোনায় ছয় ঘণ্টা সময় দিত রোজ। এই পথে এল সাফল্য। বাবা চিকিৎসক। তাই ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। কারণ, এই পেশায় এলে মানুষকে সেবা করার সুযোগ মেলে। বরাবর লক্ষ্য ছিল দিল্লি এইমস। এদিন ফল প্রকাশের পর সেই স্বপ্নপূরণের পথে এগিয়ে গেল সে।

স্কুলে মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিত সক্ষম চলতি বছর দ্বাদশের পরীক্ষায় ৯০.২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। বোর্ডের পরীক্ষার পাশাপাশি কীভাবে নিটের প্রস্তুতি নিলে? উত্তরে কৃতী বলল, ‘ইচ্ছেশক্তিটাই আসল। রোজ রুটিন মেনে পড়াশোনা করেছি। শিক্ষকদের পরামর্শ মেনে প্রস্তুতি নিয়েছি এতদিন। তবে বোর্ড পরীক্ষার থেকে নিটের প্রস্তুতিতে আমি বেশি জোর দিয়েছিলাম।’

ভালো ফল করা নিয়ে আত্মবিশ্বাস ছিল বটে, তবে নিটে দেশে সেরা হওয়া তার কাছেও অপ্রত্যাশিত যেন। এই পরীক্ষার জন্য স্কুলের পাশাপাশি সেবক রোডের আকাশ ইনস্টিটিউটে প্রস্তুতি চলেছে। সক্ষম বলছিল, ‘স্কুলের পাশাপাশি ইনস্টিটিউটের শিক্ষকরা আমাকে ভীষণ সাহায্য করেছে। নিয়মিত তাঁদের ক্লাস করে অনেক কিছু জানতে পেরেছি।’

ছেলের নম্বর দেখে আনন্দে চোখে জল চলে এসেছিল সক্ষমের বাবা ডাঃ চেতনকুমার আগরওয়াল ও মা মায়াকুমারী আগরওয়ালের। চেতনকুমার বললেন, ‘ছেলের স্বপ্নপূরণ হোক, এটাই চেয়েছি সবসময় ও ছোট থেকে পড়াশোনায় মনোযোগী। তার ফল পেল।’ সক্ষমের কথা, ‘যখন পড়াশোনায় কোনও অসুবিধা হয়েছে, বাবা সাহায্য করেছেন। মন খারাপ হলে তিনিই বোঝাতেন। বাবা আমার অনুপ্রেরণা। নিটের ফল জানার পর বাবাকে আমি কাঁদতে দেখেছি। বাবা-মা ছাড়া এটা সম্ভব ছিল না।’ আর্যবীর সিং, দেপদীপ পণ্ডিত, উর্বি রাহা, অভিজ্ঞান সরকার ও রহিত বর্ধন ৭০৫ নম্বর পেয়ে নিট পাশ করেছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের। ইতিমধ্যেই আমজনতার মোবাইলের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাড়ল...

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

0
নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা বস্তিতে ৩ টি  ও সুখানী বস্তিতে ২ টি বাড়ি।...

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

0
আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান ডক্টরস কলোনিতে। সেই রাতে একদল ডাকাত হানা...

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে  

0
দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো রয়েছে দেওয়ালে দেওয়ালে। আর সেই পোস্টারের উপরে লেখা ‘চোর...

Hemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

0
হেমতাবাদঃ দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।...

Most Popular