Must-Read News

সমরেশের নামে গবেষণাকেন্দ্র হতে পারে গয়েরকাটার সেই বাড়িতে

জ্যোতি সরকার, জলপাইগুড়ি: গয়েরকাটা থেকে ধূপগুড়ি যে রাস্তাটা চলে গিয়েছে, তার ডানদিকে পড়ে একটা মাঠ। মাঠ লাগোয়া সেই বাড়িতে থাকতেন কিংবদন্তি লেখক সমরেশ মজুমদার। সেখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সেই বাড়িতে বিশিষ্ট লেখকের নামে গবেষণাকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হল। এ জন্য গয়েরকাটার সব স্তরের বাসিন্দারা গয়েরকাটা চা বাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। লক্ষ্য হল দু’হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করা। ইতিমধ্যেই গণস্বাক্ষর সংগ্রহের অভিযানে নেমেছেন সমরেশ মেমোরিয়াল সোসাইটির সদস্য কানাই চট্টোপাধ্যায়, কৃষ্ণ দাস, জয়দীপ তলাপাত্রের নেতৃত্বে এলাকার মানুষ।

সোসাইটির সচিব সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার জানিয়েছেন, তাদের সংস্থা ‘স্মরণে সমরেশ’ স্মারক পুরস্কার দেবে। এবার এই পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কলকাতা বইমেলায় ২৬ জানুয়ারি পুরস্কার দেওয়ার কথা। শীর্ষেন্দুর হাতে পুরস্কার তুলে দেবেন অন্য কিংবদন্তি লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। দোয়েলের কাছে জানা গেল, উত্তরবঙ্গের সেরা প্রতিশ্রুতিবান লেখককেও পুরস্কার দেওয়া হবে।

গয়েরকাটার স্টাফ কোয়ার্টারে যেখানে সমরেশের জন্ম, সেখানে কী করার পরিকল্পনা? এই কোয়ার্টারে বর্তমানে থাকেন জয়দীপ ও তাঁর পরিবার। জয়দীপ বাড়িটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। সমরেশের স্মরণে মাঠে গাছও লাগানোর প্রধান উদ্যোগ তাঁর।

জয়দীপ পরের মাসে অবসর নেবেন। তিনি চান, সমরেশ মজুমদার গবেষণাকেন্দ্র তৈরি হোক দ্রুত। তাঁর মনে হয়, এতে গয়েরকাটাবাসীর আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হবে। সমরেশ-কন্যা এবং লেখকের শুভানুধ্যায়ীদের স্বপ্ন, এই গবেষণাকেন্দ্রে লেখকের সব বই যেমন থাকবে, তেমন এখানে সেমিনার হবে বিভিন্ন বিষয়ে। সাহিত্যচর্চার এক কেন্দ্র হয়ে উঠবে এই বাড়ি।

গয়েরকাটা চা বাগান কর্তাদের কাছে এই গণস্বাক্ষরের চিঠি যেমন যাচ্ছে, তা যাচ্ছে এডিটর্স গিল্ডের কাছেও, যাতে এই আবেদনপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পৌঁছায়। গয়েরকাটা থেকে সমরেশ মেমোরিয়াল সোসাইটির সদস্য কৃষ্ণ দাস বললেন, ‘গণস্বাক্ষর অভিযানে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। গয়েরকাটার সর্বস্তরের মানুষ চান তাঁর জন্মভিটেতেই হোক সমরেশ মজুমদার গবেষণাকেন্দ্র।’ তাঁকে সমর্থন করেন গয়েরকাটার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব অন্তু চট্টোপাধ্যায়। এখন অপেক্ষা, গবেষণাকেন্দ্র শেষপর্যন্ত কবে হয়।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Fire arms | ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়, গত দু’দিনে উদ্ধার তিনটি পিস্তল

দিনহাটা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার…

55 mins ago

Darjeeling | পর্যটকদের জন্য সুখবর! এবার এই নয়া রুটে বাসে করেই পৌঁছে যাবেন দার্জিলিং

শিলিগুড়ি: পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও…

1 hour ago

Theft Case | গভীর ঘুমে বাড়ির সদস্যরা, গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

হেমতাবাদ: গভীর ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কার্যত লুঠতরাজ (Theft case)…

1 hour ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬

কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি।…

2 hours ago

Neeraj Chopra | ফের সাফল্য, তিন বছর পর দেশের মাটিতে নেমেই সোনা জয় নীরজের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর পর দেশের মাটিতে ইভেন্টে নেমেই সোনা জয় অলিম্পিক চ্যাম্পিয়ন…

2 hours ago

Cooch Behar | পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, জলে ডুবে মৃত ২ স্কুল পড়ুয়া

দেওয়ানহাট: পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। জলে ডুবে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.