Tuesday, May 14, 2024
HomeTop News১৮ বছর ধরে ঘুমোচ্ছেন সৌদি রাজপুত্র! কোমা থেকে একদিন ফিরবেই, আশায় বাবা...

১৮ বছর ধরে ঘুমোচ্ছেন সৌদি রাজপুত্র! কোমা থেকে একদিন ফিরবেই, আশায় বাবা   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় ১৮ বছর ধরে কোমায় আচ্ছন্ন সৌদি রাজপুত্র। ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবেই বিশ্বের কাছে পরিচিত আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। তারপর থেকেই ঘুমিয়ে রাজপুত্র। হাজার চেষ্টা চালানোর পরেও ঘুম ভাঙেনি রাজপুত্রের। তাঁকে বাচিয়ে রাখতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু কোনও লাভ হয়নি।

জানা গিয়েছে, ২০০৫ সালে মাত্র সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। গুরুতর আঘাত লাগে তাঁর মাথায়। এই অবস্থাতেই তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা বলেন, মস্তিষ্কে চোট লাগায় ওয়ালিদ কোমায় চলে গেছেন। এখনও কোমা থেকে ফেরেননি তিনি। রিয়াদের হাসপাতালে ১১ বছরের চিকিৎসার পর ২০১৬ সালে ওয়ালিদকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এখন তিনি নিজের বাড়িতেই লাইফ সাপোর্টে রয়েছেন। টানা ১৫ বছর কোমায় থাকার পর ২০২০ সালের অক্টোবরে ওয়ালিদ তার আঙুল নাড়াতে পেরেছিলেন বলে দাবি করেছে ওয়ালিদের পরিবার। এরপর থেকে তার অবস্থার আর কোনও উন্নতি হয়নি।

সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে ওয়ালিদ আল খালিদ। তার চাচা আল ওয়ালিদ বিন তালাল একজন ধনকুবের। তারা ওয়ালিদকে কোমা থেকে ফিরিয়ে আনতে কম চেষ্টা করেননি। তাঁর ঘুম ভাঙাতে কোটি কোটি ডলার খরচ করে চলেছেন। তার পরও শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি তাঁর। চিকিৎসকরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ত্যাগ করেছেন। কিন্তু বাবা খালিদের আশা, ছেলে একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। ফিরবেই স্বাভাবিক জীবনে।

খালিদ বিন তালাল জানিয়েছেন, ‘চিকিৎসকরা আমার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে বলেছিল। আমি বলেছি, দুর্ঘটনায় মৃত্যু হলে ছেলেকে কবর দিতাম। কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে, ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব। বাবার আশা, একদিন অলৌকিক কোনো ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে ফিরে আসবে’।

বর্তমানে ওয়ালিদকে দেখভাল করার জন্য নিয়োগ করা হয়েছে ১০ জন প্রশিক্ষিত কর্মচারী। এজন্য বছরে কোটি কোটি টাকা গুনতে হয় রাজ পরিবারকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একবার গুজব রটেছিল ওয়ালিদ আর জীবিত নেই। বেশ কয়েক বছর আগেই নাকি তার মৃত্যু হয়েছে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এই দাবি গুজব বলে উড়িয়ে দেওয়া হয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
Get Rid of Ants গরমে সারা বাড়িতে পিঁপড়ের জ্বালা, কীভাবে পাবেন রেহাই? জেনে রাখুন গরম বাড়লেই তাদের দেখা মেলে। রান্নাঘর থেকে বইয়ের তাক, জানলার কোনা...

Buxa Tiger Reserve | আসন্ন বর্ষায় বক্সায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ বন দপ্তরের

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) আসন্ন বর্ষায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জাতের নানা প্রজাতির ঘাস চাষেই...

Siliguri | পানীয় জলের অভাবে শিলিগুড়ি, সমস্যা মেটাতে চালু হচ্ছে পাম্পিং স্টেশন

0
শিলিগুড়ি: বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে শহর শিলিগুড়ি (Siliguri)। এবার এই সমস্যা সমাধানে দুটি পাম্পিং স্টেশন (Pumping station) চালু করছে শিলিগুড়ি পুরনিগম...
Hand siren to prevent leopard attack

Leopard Attack | চিতাবাঘ ঠেকাতে ব্যবস্থা, হামলা থেকে বাঁচতে হ্যান্ড সাইরেন

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা বাগানে চিতাবাঘের হামলা (Leopard Attack) প্রায় নিত্যদিনের। এতে একদিকে যেমন মানুষ জখম হয়। অন্যদিকে বুনোরাও উত্তেজিত জনতার কবলে প্রায়শই বিপন্ন...

আবর্জনা জমে নরককুণ্ড খেঁচগাঁজা খাল, খড়িবাড়িতে ব্যর্থ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প

0
খড়িবাড়ি: খড়িবাড়িতে মুখ থুবড়ে পড়েছে সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বাজারের সমস্ত আবর্জনা খেঁচগাঁজা সেতুর উপর থেকে নীচে খালে ফেলা হচ্ছে। অভিযোগ, এতে...

Most Popular