Saturday, May 11, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গSevoke-Rangpo Railway Project | সেবক টানেলের দুই প্রান্তে সংযোগ, রেললাইন পাতায় জোর

Sevoke-Rangpo Railway Project | সেবক টানেলের দুই প্রান্তে সংযোগ, রেললাইন পাতায় জোর

সানি সরকার, শিলিগুড়ি: রংপো স্টেশনের (Rangpo railway station) শিলান্যাসের ২৪ ঘণ্টার মধ্যেই সেবক টানেলের দুই প্রান্তের সংযোগ ঘটালো রেল। সেবক-রংপো রেল প্রকল্পের (Sevoke-Rangpo Railway Project) দ্বিতীয় বৃহত্তম টানেনের ‘ব্রেক-থ্রু’ সফলভাবে ঘটায় মঙ্গলবার উচ্ছ্বাসে ভাসলেন নির্মাণকারী সংস্থা এবং রেলের পদস্থ কর্তারা। কিছুদিনের মধ্যে টানেলটির মধ্যে রেললাইন পাতার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, সেবক স্টেশনের থেকে টানেল পর্যন্ত রেললাইন টেনে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

ইন্ডিয়ান রেলওয়ে (Indian railway) কনস্ট্রাকশন ইন্টার ন্যাশনাল লিমিটেডের (ইরকন) প্রকল্প আধিকারিক মহিন্দার সিং বলেন, ‘এক নম্বর টানেলের ব্রেক-থ্রু ঘটানো আমাদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় সেই কাজ আমরা করতে পেরেছি। এখন এই টানেলের বাকি প্রক্রিয়ার দিকে জোর দেওয়া হবে। প্রকল্পের সমস্ত কাজ আমরা দ্রুত শেষ করতে চাইছি।’

আগামী বছর ১৫ অগাস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে অশ্বিনী বৈষ্ণোর মন্ত্রক। এমন নির্দেশ পেয়ে সেবক-রংপো রেল প্রকল্পটিতে গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরকন। একারণেই যেখানে টানেলের কাজ শেষ হয়েছে, সেখানে রেললাইন পাতা বা ট্র্যাক তৈরির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাণকারী সংস্থাটি। বর্ষা শুরুর আগে অসম্পূর্ণ থাকা টানেলগুলির কাজও শেষ করতে চাইছে ইরকন।

এদিন ১ নম্বর টানেলের দুই প্রান্তের সংযোগ ঘটায় প্রকল্পের ১৪টি টানেলের মধ্যে ৯টির খননকার্য শেষ করতে পেরেছে ইরকন। গোটা বিষয়টি তদারকি করতে মহিন্দার সিং ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য প্রশাসনিক আধিকারিক (নির্মাণ-৩) রাজীবকুমার সিং, সিই (নির্মাণ-৩) অজয় প্রধান। রেল সূত্রে জানা গিয়েছে, সেবক থেকে টানেলটি কালিঝোড়া পর্যন্ত বিস্তৃত।

গতকাল ভার্চুয়ালি রংপো স্টেশনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। ২০২৫-র পুজোর মুখে রেল মানচিত্রে সিকিমের প্রবেশ এবং দুই রাজ্যের মধ্যে ট্রেন চালাচল শুরু হয়ে যাবে বলে দাবি করেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম। ইরকন সূত্রে জানা গিয়েছে, বর্ষার সময় কাজ যাতে বন্ধ না থাকে, তার জন্য ভীত এবং খনন সংক্রান্ত কিছু কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে রেললাইন পাতার ক্ষেত্রে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, করোনা এবং সাউথ লোনাক সেতুর বিপর্যয়ে কাজ বন্ধ না হলে এতদিনে প্রকল্পটি চালু হয়ে যেত। ২০২৫-এ দুই রাজ্যের মধ্যে ট্রেন চলবে বলে আশাবাদী তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Maldives | মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিল ভারত, দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ১০ মে-এর মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাকে সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মহম্মদ মুইজ্জু। সেই সময়সীমা শেষ হওয়ার...

Arvind Kejriwal | ‘বিজেপি ক্ষমতায় এলে মমতাকে জেলে পাঠাবে!’ দাবি কেজরিওয়ালের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেল মুক্ত অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বন্দি দশা কাটতেই শনিবার সকাল থেকে পুরোন মেজাজে দেখা গেল আপ (APP) সুপ্রিমোকে। এদিন...

Solar Storm | আঘাত হানল শক্তিশালী সৌরঝড়! ব্যাহত হতে পারে বিদ্যুৎ-যোগাযোগ ব্যবস্থা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পৃথিবীর বুকে আছড়ে পড়ল শক্তিশালী সৌরঝড় (Solar storm)। বিগত দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড় বলে...

Ekta Kapoor | বিয়ে করতে নারাজ, সারোগেসিতেই ফের মা হতে চলেছেন একতা কাপুর!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি বিয়ে করেননি। বিয়ের সম্পর্কে বিশ্বাসও করেন না। কিন্তু শুধুমাত্র মা হতে চেয়েছিলেন টেলিভিশন জগতের জনপ্রিয় প্রযোজক একতা কাপুর(Ekta Kapoor)।...

Most Popular