Sunday, May 12, 2024
HomeBreaking NewsShahjahan Sheikh | এখনও অধরা শাহজাহান, এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল...

Shahjahan Sheikh | এখনও অধরা শাহজাহান, এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট

কলকাতা: সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali incident) অন্যতম অভিযুক্ত শাহজাহান শেখ (Shahjahan Sheikh) এখনও অধরা। এই ঘটনায় এবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের (Calcutta High court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার সন্দেশখালি সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলায় প্রধান বিচারপতি বলেন, ‘এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কি না আমরা জানি না। তবে মনে হচ্ছে, হয় রাজ্য পুলিশ তাঁকে রক্ষা করছে, না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন।’ আদালতের তরফে বলা হয়, ওই ব্যক্তির (শাহজাহান শেখ) বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ইডির অফিসারদের উপর হামলার অভিযোগও রয়েছে। অথচ রাজ্য পুলিশ এখনও তাকে আটক করতে পারেনি। এটা আশ্চর্যের বিষয়, যে ব্যক্তি গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে। আমরা জানি না তাকে আড়াল করে রাখা হয়েছে কি না, কিন্তু এটা দেখতে পারছি পুলিশ তাকে এখনও ধরতে পারেনি।’

একইসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, শাহজাহানকে তাঁরা এই মামলায় ইডি, সিবিআই, পুলিশের সামনে কলকাতা হাই কোর্টে এসে আত্মসমর্পণ করতেও বলতে পারেন। বিচারপতির কথায়, ‘এতদিন ধরে ওই ব্যক্তিকে কেন্দ্র করে এত সমস্যা। শাহজাহান প্রকাশ্যে এসে তো বলতে পারেন এই সব অভিযোগ সঠিক নয়। কারও জমি নেওয়া হয়নি।’

সন্দেশখালির ঘটনা নিয়ে এক সপ্তাহ আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এদিন সেই মামলা পাঠানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানেই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি জানান, এক ব্যক্তি পুরো সমস্যার জন্য দায়ী। অথচ তিনি কি না জনপ্রতিনিধি! মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যেখানে জনগণের স্বার্থে ওই ব্যক্তির কাজ করা উচিত, সেখানে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি জনগণের ক্ষতিই করেছেন। ইডি অফিসারদের উপর হামলার ঘটনার পর থেকেই পলাতক শাহজাহান শেখ। আদালতের এই পর্যবেক্ষণের পর রাজ্য পুলিশের উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
রাজমিস্ত্রির মেয়ে উচ্চ মাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায়, বাঁধা অর্থ । তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই দেখে আসা শিক্ষিকার স্বপ্ন দুচোখে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ...
bee problem in dhupguri

গরমে বিগড়েছে মেজাজ, হানাদারি বাড়ছে পরিযায়ী মৌমাছিদের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ‘পরিযায়ী’র দাপটে বিপদ বাড়ছে। তা এড়াতে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেউ বা সটান পুকুরে ঝাঁপ। ‘পরিযায়ী’ শব্দটার একটা আলাদা মাহাত্ম্য আছে। বাড়ি...

Heavy Rain | ধেয়ে আসছে ঝড়, দোসর প্রবল বৃষ্টি

0
শিলিগুড়ি: ধেয়ে আসছে কালবৈশাখী। কয়েক ঘণ্টার মধ্যে মূলত গৌরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘণ্টায়...

Iran-Israel | মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! ইজরায়েলে পরমাণু হামলার হুঁশিয়ারি ইরানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আবহেই ইজরায়েলে পরমাণু হামলার (Nuclear attack) হুঁশিয়ারি দিল ইরান। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছাড়া এখনও পর্যন্ত ইরান (Iran-Israel)...
Multiple complaints against Cooch Behar Municipality

Cooch Behar | কোচবিহার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বনধের ডাক ব্যবসায়ী সমিতির

0
কোচবিহার: কোচবিহার(Cooch Behar) পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ১৭ মে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দিল ব্যবসায়ী সমিতি। বিষয়টি নিয়ে রবিবার...

Most Popular