Wednesday, May 15, 2024
HomeTop NewsShankar Auddy | দুর্নীতির টাকা যেত দুবাইয়ে! দাবি ইডির, তদন্তকারীদের নজরে শংকরের...

Shankar Auddy | দুর্নীতির টাকা যেত দুবাইয়ে! দাবি ইডির, তদন্তকারীদের নজরে শংকরের আত্মীয়রাও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোটি কোটি টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করে পাঠানো হয়েছে দেশের বাইরে। আর এই বিপুল অঙ্কের টাকা বিদেশে পাঠানো হয়েছে ফরেক্স সংস্থার মাধ্যমে। র‍্যাশন দুর্নীতি মামলায় (Ration Scam Case) বনগাঁর (Bangaon) প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যকে (Shankar Auddy) আদালতে হাজির করিয়ে এমনটাই দাবি করেছে ইডি (ED)। এমনকি, শংকর ছাড়াও তাঁর আটজন আত্মীয়ের নামে বিভিন্ন সংস্থা রয়েছে, যেগুলি টাকা পাচারের সঙ্গে যুক্ত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।

ইডি সূত্রে দাবি, শংকর এবং তাঁর আত্মীয়দের সূত্রে ছ’টি সংস্থার নাম উঠে এসেছে। এরমধ্যে শংকরের নামে একটি সংস্থা রয়েছে। তাঁর স্ত্রী জ্যোৎস্নার নামও রয়েছে ওই সংস্থায়। শংকরের ছেলে শুভ এবং মেয়ে ঋতুপর্ণার নামেও একটি করে সংস্থা রয়েছে। এদিকে, শংকরের ভাই মলয়ের নামে ফরেক্স সংস্থা ছাড়াও রয়েছে একটি আইসক্রিম কারখানা। ওই সংস্থায় নাম রয়েছে মলয়ের স্ত্রী তানিয়ারও। শংকরের বাড়িতে অভিযানের সময় মলয়ের এই আইসক্রিম কারখানাতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। মলয়ের নামে যে ফরেক্স সংস্থাটি রয়েছে, সেখানে শংকরের মা শিবানী আঢ্যও রয়েছেন। রয়েছেন শংকরের শ্যালক অমিত। এছাড়াও মলয়ের স্ত্রীর নামে আরও একটি সংস্থার কথা জানা গিয়েছে।

ইডির দাবি, দুর্নীতির টাকা ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) কাছ থেকে শংকরের এই সমস্ত সংস্থায় আসত। পরে সেখান থেকে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে ওই টাকা দুবাইয়ে (Dubai) পাঠানো হত। জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির পর শংকর তাঁর সঙ্গে হাসপাতালে চিঠির মাধ্যমে যোগাযোগও করেছেন বলে দাবি ইডির। ওই চিঠি কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে। সেখানে একাধিক নাম রয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি। এই সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আদালতে শংকরের ৯০টি ফরেক্স সংস্থার কথা জানিয়েছে ইডি। যদিও শংকরের আইনজীবীর দাবি, শংকর বিদেশি মুদ্রা কেনাবেচার বৈধ ব্যবসা করেন।

গত শুক্রবার র‍্যাশন দুর্নীতি মামলায় বনগাঁয় শংকরের বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ১৭ ঘণ্টা তল্লাশি চলার পর শংকরকে গ্রেপ্তার করা হয়। শনিবার শংকরকে ব্যাংকশাল কোর্টে তোলা হলে ১৪ দিনের ইডি হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল বছর সতেরোর মেয়েটা। ওপ্রান্ত থেকে ভেসে আসা অপরিচিত ছেলেটার...

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

0
রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে। মিনিটে মিনিটে ঘোষণা হচ্ছে, হারিয়ে যাওয়া মানুষের নাম। চেনা,...

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

0
কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার তখন খুব অল্প বয়স। সেই ছোট্ট বয়স থেকেই বাবা...

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

0
সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন বিস্তর অভিযোগ উঠছে। কিন্তু...

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

0
শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’। ২০২০ সালের ২০ মে তীব্র গতিতে আছড়ে পড়েছিল ‘আমফান’।...

Most Popular