Tuesday, May 7, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারশেখ শাহজাহানকে ‘স্বাধীনতা সংগ্রামী’, আলিপুরদুয়ারে পোস্টার ঘিরে শোরগোল

শেখ শাহজাহানকে ‘স্বাধীনতা সংগ্রামী’, আলিপুরদুয়ারে পোস্টার ঘিরে শোরগোল

আলিপুরদুয়ার: সন্দেশখালি কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। আর সেইসময় বুধবার সকাল সকাল আলিপুরদুয়ারজুড়ে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর পোস্টার। সন্দেশখালি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দিয়ে পোস্টার পড়ে কলেজ হল্ট এলাকার কংগ্রেসের পার্টি অফিসের সামনে। তাঁকে স্যালুট পর্যন্ত জানানো হয় পোস্টারে দেওয়া ‘সুশীল নাগরিকবৃন্দ’র তরফে। ফলে সেই ঘটনায় সকাল থেকেই বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পথচারী ও এলাকার ব্যবসায়ীদেরকে পোস্টার দেখে দাঁড়িয়ে পড়তে লক্ষ্য করা যায়। আর এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে কে বা কারা এই সুশীল নাগরিকবৃন্দ? কখন টাঙিয়ে রেখে গেল এই পোস্টার শহরের একেবারে প্রাণকেন্দ্রে? এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে শহরের অন্দরে। জানা গিয়েছে, কলেজ হল্ট এলাকার দোকানের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন, সেখানে একেবারে কংগ্রেসের পার্টি  অফিসের সামনে এই ধরনের পোস্টার টাঙিয়ে রাখা। সকাল সকাল এই পোস্টার দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সেখান দিয়ে যাওয়া এক পথচারী সৌভিক দেবনাথ বলেন, ‘সকালে কাজে যাওয়ার সময় দেখি এমন পোস্টার লাগানো রয়েছে। গুরুতর অপরাধে অভিযুক্তকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে সেটাকে কখনও সমর্থন করা যায় না।’ এই ঘটনায় জেলার রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিরোধী বিজেপি যেমন শাসকদলকে তোপ দাগতে ছাড়ছে না তেমনি কংগ্রেসের তরফে কটাক্ষ করে পোস্টার দেওয়া হয়ে থাকতে পারে বলে মন্তব্য করা হচ্ছে।

এ বিষয়ে কংগ্রেসের জেলা কার্যনির্বাহী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, ‘কে বা কারা রাতের অন্ধকারে পার্টি অফিসের সামনে এধরনের পোস্টার লাগিয়ে রেখে গিয়েছে। এধরনের পোস্টারে লেখা বিষয়টিকে আমরা সমর্থন করি না ও আমরা এই কাজের সঙ্গে যুক্ত নই। তবে কেউ হয়তো রাজ্য সরকারকে কটাক্ষ করতে একাজ ঘটিয়ে থাকতে পারে।’

অপরদিকে, বিরোধী বিজেপির জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, ‘তৃণমূলের কাছে শেখ শাহজাহানের মতো বর্বর, নারী নির্যাতনকারী ব্যক্তি স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি পেলেও সাধারণ মানুষের কাছে নন। সন্দেশখালির ঘটনায় যেমন পুলিশ প্রশাসন দলদাসের ভূমিকা পালন করেছে ঠিক তেমনি এখানেও যাঁরা এই পোস্টারিং করেছে তাঁদেরকে পুলিশ ধরতে পারবে কিনা সন্দেহ রয়েছে।’

তিনি বলেন, ‘কংগ্রেস ও তৃণমূল যে একই পাতার এপিঠ আর ওপিঠ তা এদিনের কংগ্রেস পার্টি অফিসের সামনে পোস্টার পড়া থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে।’

তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদারের কথায়, ‘এই পোস্টার কংগ্রেস যদি নাই লাগিয়ে থাকে তাহলে তারা সেখান থেকে পোস্টারটিকে খুলে ফেলল না কেন এখনও? এটাই প্রশ্ন। এধরনের কাজ বিজেপিই করতে পারে। এটা তাদের একটি ঘৃণ্য রাজনীতির বহিঃপ্রকাশ।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mithun Chakraborty | মোদির থেকে মেসেজের উত্তর পেতে কতক্ষণের অপেক্ষা? উত্তর দিলেন মিঠুন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুবই সাধারণ একজন মানুষ, তাঁকে পাঠানো মেসেজের উত্তরও খুবই তাড়াতাড়ি দেন বলে জানালেন মিঠুন চক্রবর্তী। পদ্মশ্রী সম্মানে...

CV Ananda Bose | ‘দিদিগিরি সহ্য করব না’, কলকাতায় ফিরেই মমতার রাজনীতিকে ‘নোংরা’ তকমা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের পালটা জবাবে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে নির্বাচনি প্রচারে রাজ্যপালের...

Elephant | চা বাগানের জলাধারে পড়ল শাবক সহ মা হাতি, তিন ঘণ্টার অপারেশন শেষে...

0
জলপাইগুড়ি: বীরপাড়ার মাকড়াপাড়া চা বাগানের গভীর জলাধারে পড়ে যাওয়া মা হাতি ও হস্তিশাবককে দীর্ঘ তিন ঘণ্টা অপারেশন চালিয়ে উদ্ধার করল বন দপ্তর। রবিবার গভীর...

Leopard Attack | চিতাবাঘের হামলায় জখম তরুণ, আতঙ্ক এলাকায়

0
ময়নাগুড়ি: দিনদুপুরে চিতাবাঘের হামলায় (Leopard Attack) জখম হল বছর ২০-র এক তরুণ। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি (Maynaguri) ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের বারোহাতি সেনপাড়ায়। জখম আকাশ...

Lok Sabha Election | মঙ্গলে মালদার দুই কেন্দ্রে ভোট, অশান্তি রুখতে তৎপর কমিশন

0
মালদা ও চাঁচল: তৃতীয় দফায় মঙ্গলবার মালদার দুই লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচনি অশান্তি এড়াতে তৎপর কমিশন। প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকবে কেন্দ্রীয়...

Most Popular