Monday, July 1, 2024
HomeExclusiveSJDA | সিআইডি তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে, কেলেঙ্কারিতে জড়াচ্ছে এসজেডিএ’ও

SJDA | সিআইডি তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে, কেলেঙ্কারিতে জড়াচ্ছে এসজেডিএ’ও

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-র (SJDA) দুর্নীতির ঘা এখনও শুকোয়নি। সেই দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৎকালীন মালদার জেলা শাসক গোদালা কিরণ কুমার বা তাকে গ্রেপ্তার করা সেই সময়ের শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামনকেও ভোলেনি কেউ। এরমধ্যেই এসজেডিএ’র বেআইনি কাজকর্ম এবং জমি হস্তান্তর নিয়ে দুর্নীতির আভাস মিলেছে খোদ মুখ্যমন্ত্রীর কথায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডির বিশেষ দলের তদন্ত শুরু হতেই এলইউসিসি থেকে রাস্তা তৈরি সহ নানা প্রকল্পে কারচুপির তথ্য মিলেছে। ঘুরপথে সেইসব বেআইনি কাজকর্মের টাকা ঢুকেছে একদল অসাধু নেতা থেকে পুলিশ, কাউন্সিলার থেকে আমলা প্রত্যেকের পকেটেই।

এসজেডিএ’র এলইউসিসি নিয়ে ভূরিভূরি অভিযোগ জমা পড়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে। সেইসব অভিযোগ যে মিথ্যা নয়, তা তদন্ত শুরু করতেই বুঝে গিয়েছেন গোয়েন্দারা। শিলিগুড়ি মেডিকেল কলেজ লাগোয়া এলাকায় একটি বেসরকারি স্কুলের এলইউসিসি নিয়ে বড় অভিযোগ জমা পড়েছিল। তার তদন্তে বড়সড়ো আর্থিক লেনদেনের হদিস পেয়েছেন গোয়েন্দারা। ইস্টার্ন বাইপাস, মাটিগাড়া সহ বিভিন্ন এলাকায় এলইউসিসি দেওয়ার নামে আর্থিক দুর্নীতির তদন্ত চালাচ্ছেন তাঁরা। এক্ষেত্রে বারবার এসজেডিএ’র এক পদস্থ বোর্ড সদস্যের নাম পেয়েছেন গোয়েন্দারা।

নিউ জলপাইগুড়ি রেলস্টেশন লাগোয়া একটি রাস্তা সংস্কারের কাজ নিয়েও এসজেডিএ প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। সেই রাস্তা পরিদর্শন করেছেন গোয়েন্দারা। ইঞ্জিনিয়ারদের নিয়ে খতিয়ে দেখেছেন সেই কাজের নথি। কাগজে-কলমে ম্যাস্টিক রোড কীভাবে তৈরির মাসখানেকের মধ্যেই বেহাল হয়ে গেল তা নিয়ে ধন্দ কাটেনি তাঁদের। এসজেডিএ’র আরও আটটি রাস্তার কাজের তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

শুধু এসজেডিএ’র জমি নয়, উত্তরকন্যা লাগোয়া ফুলবাড়ির স্যাটেলাইট টাউনশিপ এলাকায় সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগের তদন্তও শুরু হয়েছে। সূত্রের খবর, ওই চত্বরে নির্মীয়মাণ ইএসআই হাসপাতালের কাছেই বেশকিছু সরকারি জমি দখল করেছে মাফিয়ারা। সেই জমি দখলে ভূমি সংস্কার দপ্তরের কয়েকজন আধিকারিকের নাম উঠেছে। সূত্রের খবর, ওই জমিগুলোর মালিক ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি। সংস্থার তরফে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল। এছাড়াও পোড়াঝাড় এলাকায় সেচ দপ্তরের ২৪ একর জমি দখল করে প্লট করে কোটি কোটি টাকায় সেগুলি বিক্রি করে দিয়েছে মাফিয়ারা। সেখানে বিশাল কলোনি বসিয়ে দেওয়া হয়েছে। সেচ দপ্তর হয়ে সেই খবরও পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানে।

পোড়াঝাড়ের কেলেঙ্কারিতে একাধিক বড়মাথার কাছে মোটা টাকা গিয়েছে। তদন্তে বেশ কয়েকজন নেতা ও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে সিআইডি (CID)। ফলে দেবাশিস প্রামাণিকের মতো আরও কয়েকজনের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।

শিলিগুড়ি (Siliguri) শহরে ফুটপাথ দখল নিয়ে দেদারে টাকা কামানোয় শাসকদলের আরও দুই কাউন্সিলারের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। এক কাউন্সিলারের স্ত্রী সস্পর্কেও তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তাঁর সম্পত্তির খতিয়ান তৈরি করা হচ্ছে। ওই দুই কাউন্সিলারের একজন গজলডোবা এলাকায় বাগানবাড়ি তৈরি করেছেন। জমি দখলের কারবারে গুন্ডা গ্যাংয়ের সঙ্গে সেই কাউন্সিলারের নিয়মিত যোগাযোগের প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা।

সবমিলিয়ে, সিআইডি তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে বের হচ্ছে শিলিগুড়িতে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

0
নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা বস্তিতে ৩ টি  ও সুখানী বস্তিতে ২ টি বাড়ি।...

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

0
আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান ডক্টরস কলোনিতে। সেই রাতে একদল ডাকাত হানা...

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে  

0
দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো রয়েছে দেওয়ালে দেওয়ালে। আর সেই পোস্টারের উপরে লেখা ‘চোর...

Hemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

0
হেমতাবাদঃ দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।...

Chopra | চোপড়ায় যুগলকে নির্যাতন, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

0
চোপড়া: প্রবল চাপের মুখে চোপড়ায় (Chopra) যুগলকে নির্যাতনের (Couple Thrashed) ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ইসলামপুর থানার পুলিশ (Islampur Police) জেসিবি...

Most Popular