রাজ্য

কেন্দ্রীয় সুযোগ সুবিধা চাইছে ক্ষুদ্র চা চাষিরা, দাবিসনদ পেশ সিস্টার

নাগরাকাটা: উত্তরবঙ্গ তথা দেশের ক্ষুদ্র চা চাষি ও তাঁদের উৎপাদনকে নিয়ে তৈরি করা ৬৮ পাতার একটি স্ট্যাটাস পেপার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হাতে তুলে দিল কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (সিস্টা)। ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় ওই সংস্থাটির সভাপতি ও জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বুধবার কেন্দ্রীয় বাণিজ্য সচিব সুনীল ভার্তোয়াল ও অতিরিক্ত সচিব(প্ল্যান্টেশন) অমরদীপ সিং ভাটিয়ার সঙ্গে দেখা করে নিজেদের উদ্যোগে তৈরি করা ওই পুঙ্খানুপুঙ্খ রিপোর্টটি তাঁদের হাতে তুলে দেন। ছিলেন বাণিজ্য মন্ত্রকের নির্দেশক (প্ল্যান্টেশন) নিরজ গাব্বাও। দেশের মোট চা উৎপাদনের ক্ষেত্রে ক্ষুদ্র চা চাষিদের অবদানের কথা জানিয়ে তাঁদেরকেও যাতে প্রথাগত বা প্রান্তিক চাষিদের মতো বেশ কিছু সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হয় এই আর্জিতে বাণিজ্য মন্ত্রকের ওই শীর্ষ কর্তাদের হাতে একটি দাবিসনদ তুলে দেওয়া হয়।

ক্ষুদ্র চা চাষিরা চাইছে তাঁদের কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষাণ সম্মাননিধি যোজনা, পিএম কিষাণ উর্জা সুরক্ষা অ্যান্ড উত্থান যোজনার(পিএম-কুসুম) মতো প্রকল্পগুলির আওতায় নিয়ে আসা হোক। পাশাপাশি ক্ষুদ্র চা চাষিদের কাঁচা পাতার ন্যায্য দাম প্রাপ্তির দীর্ঘদিনের সমস্যাটি দূর করতে তৈরি করা হোক বিজ্ঞানসম্মত প্রাইস শেয়ারিং ফর্মুলা। সিস্টা জানাচ্ছে, এই মুহুর্তে দেশের মোট চা উৎপাদনের ৫২ শতাংশই আসছে ক্ষুদ্র চা চাষিদের বাগান থেকে। তাতে এরাজ্যের চাষিদের অবদান ২৯ শতাংশ। উত্তরবঙ্গে ফি বছর গড়ে ৪১০ মিলিয়ন কিলোগ্রাম উৎপাদনের মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার জেলার প্রায় ৪০ হাজার ক্ষুদ্র চা চাষিদের অবদান ৬০ শতাংশ। এর অর্থ গোটা দেশ কিংবা উত্তরবঙ্গ দুই নিরিখেই বড় বাগানগুলিকে পেছনে ফেলে ক্ষুদ্র চা চাষিরাই আগামীতে এই শিল্পের ভবিষ্যত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলতে সক্ষম হয়েছে।

বিজয় গোপাল চক্রবর্তী বলেন, বাণিজ্য মন্ত্রকের সচিব সহ আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা সন্তুষ্ট। সরকার যে ক্ষুদ্র চা চাষিদের মান উন্নয়নে বদ্ধপরিকর তাঁরা সেকথা জানিয়েছে। তৈরি চায়ের দাম ও অভ্যন্তরীণ চাহিদা একই বিন্দুতে দাঁড়িয়ে থাকা এবং ক্ষুদ্র চা চাষিদের মান উন্নয়নে কেন্দ্রের তরফে আলাদা তহবিল বরাদ্দ করার আর্জিও বাণিজ্য মন্ত্রকের কাছে রাখা হয়েছে। আশা করছি দাবি দাওয়া নিয়ে ইতিবাচক পদক্ষেপ গৃহীত হবে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Lok sabha election 2024 | ‘সিপিএমের সঙ্গে জোটে আপত্তি ছিল, ওরা শোনেনি’, মালদায় কংগ্রেসকে তোপ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সুজাপুরের সভা থেকে বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে খড়গহস্ত হন তৃণমূল…

24 mins ago

Teacher Recruitment Scam | চাকরি গেল ক্যানসার আক্রান্ত শিক্ষকের

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: তাঁর শারীরিক পরিস্থিতির সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে সোমা দাসের। কিন্তু…

36 mins ago

Mango Cultivation | দেশি-বিদেশি ৭০ প্রজাতির আম চাষ করেছেন তুফানগঞ্জের স্কুল শিক্ষক, ফলনও নজরকাড়া

তুফানগঞ্জ: তুফানগঞ্জের(Tufanganj) মাটিতে দেশি ও বিদেশি আমের চাষ(Mango Cultivation) করে নজর কেড়েছেন পেশায় স্কুল শিক্ষক…

38 mins ago

PM Modi | ওয়েনাডে জিততে নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে কংগ্রেস! তোপ মোদির

বেলাগাঁও (কর্ণাটক): ওয়েনাডে জিততে নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে কংগ্রেস, রবিবার কর্ণাটকে একটি নির্বাচনি জনসভা থেকে…

43 mins ago

Bengal Weather | তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর, বঙ্গে জারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা (Heatwave)। বিশেষ…

1 hour ago

Mamata Banerjee | ‘শাঁখা-পলার মাহাত্ম্য আপনি জানেন না’, মঙ্গলসূত্র বিতর্কে মোদিকে জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি রাজস্থানে এক নির্বাচনি প্রচারে গিয়ে কংগ্রেসকে তুলোধোনা করতে গিয়ে মহিলাদের…

1 hour ago

This website uses cookies.