Exclusive

Soil testing of tea gardens | উর্বরতা ধরে রাখতে এবার চা বাগানের মাটি পরীক্ষা করবে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বদলে যাওয়া জলবায়ুর নেতিবাচক প্রভাব এসে পড়ছে উত্তরবঙ্গের একমাত্র সংগঠিত শিল্প চায়ের ওপর। উচ্চ গুণগতমানের কাঁচা পাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে একরের পর একর জমির চরিত্রের পরিবর্তন ও সেই সঙ্গে উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাওয়া। ঠিক এই বিষয়টির ওপর প্রথম বিজ্ঞানধর্মী কাজ শুরু হচ্ছে দুটি পাতা একটি কুঁড়ির রাজ্যে। মূল দায়িত্বে রয়েছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ (আইসিএআর)। সহযোগিতায় থাকছে টি বোর্ড ও রাজ্য কৃষি দপ্তর। গবেষণাগারে বাগানের মাটির নমুনা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা (Soil testing of tea gardens) করে কোথায় ঠিক কী ধরনের পদক্ষেপ করা জরুরি তা বাতলে দেবেন বিজ্ঞানীরা। এমনকি চা আবাদি এলাকার ভূগর্ভস্থ জলস্তর কতখানি নেমে গিয়েছে এবং জল ধরে রাখার ক্ষেত্রে কী করণীয় সেটাও এই নয়া প্রকল্পের আওতাধীন। টি বোর্ডের অর্থানূকূল্যে আগামী ৩ বছর ধরে উত্তরবঙ্গের পাহাড়, তরাই ও ডুয়ার্সজুড়ে কাজটি হবে। ইতিমধ্যেই কালিম্পং সায়েন্স সেন্টারে ওই জেলার চা উৎপাদকদের সঙ্গে আইসিএআর, কৃষি দপ্তর ও টি বোর্ডের একটি বৈঠক হয়ে গিয়েছে। আইসিএআরের ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের রাজ্য অধিকর্তা ডঃ ফিরোজ হাসান রহমান বলেন, ‘চায়ের গুণগত উৎকৃষ্টতার সঙ্গে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য। দীর্ঘ কয়েক দশক ধরে চা আবাদি এলাকার জমির গঠনশৈলী সহ চরিত্রে বড়সড়ো পরিবর্তন হয়ে গিয়েছে। জলবায়ুর বদল এর একটা বড় কারণ। সেটাকেই খুঁজে বের করে উত্তরবঙ্গের চায়ের মান আরও বাড়াতে কী করা প্রয়োজন তা প্রকল্পটির মূল উদ্দেশ্য। দ্রুত পূর্ণাঙ্গ কাজ শুরু হবে।’

আইসিএআর জানাচ্ছে, প্রথমে পাহাড়কে দিয়ে কাজটি শুরু হবে। বাগানের জমির গত ৫ বছরের তথ্য সংগ্রহ করা হবে। এরপর তা মিলিয়ে দেখা হবে কেন্দ্রীয় সংস্থাটির কাছে আগে থেকেই সংরক্ষিত বেস তথ্যর সঙ্গে। এরপর দেড় থেকে দু’ফুট গভীর পর্যন্ত খনন করে নেওয়া হবে মাটির নমুনা। তা গবেষণাগারে পরীক্ষা করে জলধারণ ক্ষমতা, অম্লত্ব-ক্ষারত্বের পরিমাণ সহ বিভিন্ন অণুজীব, নাইট্রোজেন, জৈব কার্বন, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরনের মতো চা গাছের সুস্থতা ও সজীবতা বজায় রাখার ক্ষেত্রে অপরিহার্য ওই সমস্ত খনিজ কী পরিমাণে রয়েছে তা বের করা হবে। এরপর টি বোর্ড হয়ে প্রয়োজনীয় পরামর্শ যাবে বাগানগুলির কাছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে জিও ট্যাগিং করে একই ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে অবস্থিত বাগানগুলিকে প্রথমে চিহ্নিত করা হবে। এরপর চলবে এলাকাভিত্তিক প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করার কাজ।

কৃষি দপ্তরের জলপাইগুড়ির সহ কৃষি অধিকর্তা ডঃ মেহফুজ আহমেদ বলেন, ‘জলবায়ুর পরিবর্তন ও জমির ওপর প্রভাব নিয়ে চা শিল্পে এরকম কাজ এই প্রথম।’ চা বণিকসভাগুলির শীর্ষ সংগঠন সিসিপিএ-র সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা বলেন, এটা সময়ের দাবি ছিল। অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Elevated corridor | শালুগাড়া থেকে সেবকেও এলিভেটেড করিডর, রাজুর দাবিতে গাছ কাটা নিয়ে প্রশ্ন

খোকন সাহা, বাগডোগরা, ২১ মে : ভোটের ভাগ্য তাঁর বন্দি স্ট্রংরুমে। জিতবেন কি না, তা…

32 mins ago

Siliguri | গভীর রাতে সবজি বাজারে আগুন, ক্ষতিগ্রস্ত ২টি দোকান

শিলিগুড়ি: গভীর রাতে সবজি বাজারে আগুন (Fire)। মঙ্গলবার রাতে শিলিগুড়ির (Siliguri) ভক্তিনগর থানা সংলগ্ন চেকপোস্ট…

1 hour ago

Bengal Weather | মেঘ-সূর্যের খেলা, বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তরে স্বস্তি

শিলিগুড়ি: সাতসকালের সূর্য নিজের তেজ দেখানো শুরু করতেই শুরু হল মেঘের ডানা মেলা। যথারীতি মেঘের…

2 hours ago

Hiran Chatterjee | গভীর রাতে হিরণের আপ্তসহায়কের বাড়িতে পুলিশি হানা, বাকবিতণ্ডায় বিজেপি প্রার্থী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গভীর রাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Ghatal Candidate) হিরণ…

2 hours ago

C V Ananda Bose | শ্লীলতাহানি বিতর্কের মাঝেই দিল্লি সফরে রাজ্যপাল বোস, সঙ্গে ওএসডি-ও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের মতো অভিযোগ উঠেছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের…

2 hours ago

Vande Bharat | বন্দে ভারতে এসি খারাপ, ভোগান্তিতে যাত্রীরা

শিলিগুড়ি: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) এসি বিকলে (AC Disrupted) তদন্ত শুরু করল রেল। হাওড়া…

3 hours ago

This website uses cookies.