তপন: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ‘অপরাধে’ বালুরঘাটে তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এবার সেই তিনজনের মধ্যে এক আদিবাসী মহিলাকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করে করল তৃণমূল। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চকবলরামের শিউলি মার্ডিকে এবার গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। নিজের এলাকায় প্রচারও শুরু করে দিয়েছেন শিউলি।
দণ্ডিকাণ্ডের পর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তৃণমূল থেকে সরে গিয়েছে বলে দাবি করেছিল বিজেপি সহ বিরোধীরা। এ নিয়ে শিউলি মার্ডি অবশ্য বলেন, ‘কোনও আদিবাসী মানুষ সরেনি। বরং তাঁরা আরও বেশি তৃণমূলে আস্থা রেখেছেন। দিদি যেভাবে উন্নয়ন করেছে সেই জায়গা থেকে তৃণমূলের ওপরই ভরসা করছে আদিবাসী সহ সাধারণ মানুষ।’ জেলা তৃণমূল নেতৃত্বর দাবি, দণ্ডিকাণ্ডের পর শিউলির ওপর দল ভরসা রেখেছে। তাই তাঁকে দল টিকিট দিয়েছে।
দণ্ডিকাণ্ডর জন্য ভোটের আগে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল বলে মনে করছিল রাজনৈতিক মহল। এবার প্রার্থী করে তাক লাগালো শাসকদল। যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি। আদিবাসী মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলেই দাবি করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। তাঁর কথায়, ‘এমন করে আদিবাসীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। আদিবাসী সম্প্রদায়ের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’