Thursday, May 9, 2024
Homeজাতীয়Water Crisis | জলস্তর তলানিতে! তীব্র জল সংকটের মুখে দক্ষিণ ভারত

Water Crisis | জলস্তর তলানিতে! তীব্র জল সংকটের মুখে দক্ষিণ ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের (South India) ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশই কমছে। ফলস্বরূপ শুকিয়ে আসছে জলাধারগুলিও (Reservoir)। সম্প্রতি কেন্দ্রীয় জল কমিশনের (Central Water Commission) প্রকাশিত রিপোর্টে সামনে এসেছে, গোটা দক্ষিণ ভারতের জলাধারগুলির জলস্তর বর্তমানে ১৭ শতাংশে নেমে এসেছে। বিগত ১০ বছরের মধ্যে যা সবচেয়ে কম। সম্প্রতি বেঙ্গালুরুতে তীব্র জল সংকটের (Water crisis) পর সকলের টনক নড়লেও পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরল এবং তামিলনাডুতেও। কমিশনের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ভারতের ৪২টি জলাধারে বর্তমানে মোট ৫৩.৩৩৪ বিলিয়ন বর্গ মিটার (বিসিএম) জল থাকার কথা। কিন্তু এখন রয়েছে ৮.৮৬৫ বিসিএম। যা মোট ধারণ ক্ষমতার মাত্র ১৭ শতাংশ। গতবছর ছিল ২৯ শতাংশ। এই পরিমাণে জলাধারে জলস্তর কমতে থাকায় সেচ, পানীয় জল এবং জলবিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তবে রিপোর্টে পশ্চিমবঙ্গ, অসম এবং ওডিশার মতো রাজ্যগুলি নিয়ে গঠিত পূর্বাঞ্চলে মজুত জলের ভাণ্ডারে ইতিবাচক উন্নতি দেখানো হয়েছে। সেখানে ২৩টি জলাধারের মোট ধারণ ক্ষমতা হল ২০.৪৩০ বিসিএম। কিন্তু বর্তমানে রয়েছে ৭.৮৮৯ বিসিএম। যা ধারণ ক্ষমতার প্রায় ৩৯ শতাংশ। গতবছর যা ছিল ৩৪ শতাংশ। অন্যদিকে, গুজরাট, মহারাষ্ট্র সহ পশ্চিমাঞ্চলে জলাধারে জলস্তর আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত কম। একই অবস্থা উত্তর ও মধ্যাঞ্চলেও।

কেন্দ্রীয় জল কমিশন স্বাভাবিকের থেকে বেশি, স্বাভাবিকের চেয়ে কম এবং বিপজ্জনকভাবে কম এই তিন বিভাগে রিপোর্ট তৈরি করেছে। যার মধ্যে ব্রহ্মপুত্র, নর্মদা এবং তাপ্তি নদীর জলস্তর স্বাভাবিকের থেকে ভালো বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে, কাবেরী এবং মহানদী ও পেন্নারের জলস্তর খুবই কমেছে বলে উল্লেখ করা হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

0
তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ দুই ভাই অঞ্জনাভ পাল ও অমৃতাভ পাল। তাদের প্রাপ্ত...

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

0
শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ নম্বর টানেলে মারা যান প্রকল্পের কাজে যুক্ত...

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

0
হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিল সে।...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

0
চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে মেয়ে সাবানা ইয়াসমিন। পেশায় রাজমিস্ত্রি মফারজ্জল হক নিজের হাতে...

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

0
মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার আইসি (IC) অরিন্দম ভট্টাচার্য। দিন রাত অপরাধীদের পেছনে দৌঁড়ে...

Most Popular