জাতীয়

কাটিয়েছেন রুদ্ধশ্বাস ১৬ দিন, সুড়ঙ্গ থেকে ছেলে ফিরলেও প্রাণ হারালেন অপেক্ষারত বাবা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা ১৬ দিন অপেক্ষা করলেন। অপেক্ষায় ছিলেন উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে কবে মুক্তি পাবে ছেলে। ১৭ দিনের মাথায় বিপর্যয় কাটিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এল ছেলে। কিন্তু ছেলেকে আর দেখতেই পেলেন না বাবা। উদ্ধারের একদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাবা। মারা গেলেন ঝাড়খণ্ডের আটকে থাকা এক শ্রমিকের বাবা বাসেত মুর্মু।

গত ১১ নভেম্বর উত্তরকাশীতে সুড়ঙ্গে ধস নামায় ভিতরে আটকে যায় ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করতে বারবার ব্যর্থ হতে হয়েছে উত্তরাখণ্ড প্রশাসন, বিআরও ও এনডিআরএফকে। তবুও উদ্ধারকার্যে কোনও খামতি রাখেনি রাজ্য ও কেন্দ্রীয় সরকার। অবশেষে ১৭ দিনের মাথায় র‍্যাট হোল মাইনিং করে আটকে থাকা প্রত্যেককেই উদ্ধার করে আনা হয়। টানা ১৭ দিন উৎকণ্ঠায় কেটেছে প্রত্যেক শ্রমিকের পরিবারের। এই আনন্দের মাঝেও রয়ে গেল এক নিরানন্দের গল্প।

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিকের মধ্যে একজন ঝাড়খণ্ডের সিংভূমের বাহাদা গ্রামের বাসিন্দা ভাক্তু মুর্মু। সুড়ঙ্গে ধসের কারণে আটকে পরে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন ভাক্তুর পরিবার। ঘটনার পর থেকে ছেলের উদ্ধার নিয়ে বিচলিত হয়ে পড়েন। তাঁদের বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। ভাক্তু টানেলের ভিতর থেকে পরিবারের লোকের সঙ্গে কথা বললেও কাটেনি উৎকণ্ঠা। অবসাদগ্রস্ত হয়ে পড়েন ভাক্তুর বাবা বাসেত মুর্মু। গত কয়েক দিন ধরে মন খারাপ করে বসেছিলেন বাসেত। অপেক্ষা ছিল ছেলের ঘরে ফেরার। টানা ১৬ দিন ছেলের অপেক্ষায় কাটিয়ে দিলেও ছেলের মুখ দেখা হলনা তাঁর। ছেলে যেদিন উদ্ধার হলেন, সেই দিনই না ফেরার দেশে পাড়ি দিলেন বাসেত। হৃদরোগই কেড়ে নিল বাসেতের প্রাণ। এই ঘটনা শোনার পর ভেঙে পড়েছেন শ্রমিক ভাক্তুও। তাঁর একটাই আক্ষেপ, বাবা দেখে যেতে পারলেন না সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া তাঁর এই জীবিত ছেলেকে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Changrabandha | চ্যাংরাবান্ধায় নির্বাচন হল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের, সর্বাধিক ভোট পেলেন মনোজ কানু

চ্যাংরাবান্ধাঃ পুরোনো কমিটির মেয়াদ শেষ। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হল চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। এই…

6 hours ago

Coochbehar | বিজেপি ছাড়লেন প্রধান সহ ৩ সদস্য, তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি হারতেই বিজেপির হাতে থাকা একের পর এক পঞ্চায়েত দখল করছে…

7 hours ago

Puri Rath Yatra | শ্রীক্ষেত্র পুরীতে চাকা গড়ালো রথের, কাল মাসির বাড়ি পৌঁছবেন মহাপ্রভু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জগন্নাথদেবের (Lord Jagannath) রথযাত্রায় মাতল শ্রীক্ষেত্র পুরী।  শ্রী মন্দির থেকে মাসির…

8 hours ago

Durgapur | মায়ের সঙ্গে কথা বলেই…! বেঙ্গালুরুর নার্সিং কলেজ হস্টেলে আত্মঘাতী দুর্গাপুরের তরুণী

দুর্গাপুরঃ নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালুপরের এক…

8 hours ago

India-Zimbabwe | ২২ গজে অভিষেকের তাণ্ডব! জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। রবিবার…

9 hours ago

Flood-Landslide in Nepal | বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, তিনদিনে মৃত ১৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে…

9 hours ago

This website uses cookies.