জাতীয়

SSC Recruitment Case | ২৫,৭৫৩ জনের চাকরি আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট, ১৬ জুলাই চূড়ান্ত নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৬ জুলাই ফের শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় মঙ্গলবার একথা জানাল শীর্ষ আদালত। ওইদিন সব পক্ষকে দিতে হবে নোটিশ। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানির পর সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Yeshwant Chandrachud) জানান, মূল বিষয় হল, নিয়োগের তালিকা থেকে কি যোগ্য ও অযোগ্য আলাদা করে বাছাই করা সম্ভব? তা যদি সম্ভব হয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ভুল হবে।

এদিন এসএসসি মামলায় (SSC Recruitment Case) দীর্ঘ শুনানির শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেন, ‘সুবিচারের জন্য এই মামলায় দ্রুত শুনানি প্রয়োজন বলে শীর্ষ আদালত মনে করছে। সেই কারণে মামলার পরবর্তী শুনানি দিন ১৬ জুলাই ধার্য করা হচ্ছে।’ সু্প্রিম কোর্ট এদিনের শুনানিতে জানায়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার উপর এখনই পুরোপুরি স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত আপাতত কারও চাকরি যাচ্ছে না। কাউকে বেতনের টাকা ফেরত দিতে হবে না। তবে ২৫ হাজার ৭৫৩ জনকে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মুচলেকায় অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দেওয়ার কথা জানাতে হবে বিতর্কিত চাকরিপ্রাপকদের। শুধু তাই নয়, সুপার নিউমারেরি পোস্ট তৈরির জন্য কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রাজ্য মন্ত্রীসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ রইল।

এদিন সকাল থেকে শুনানি পর্বে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসি ও রাজ্য সরকারকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “এটা পরিকল্পিত জালিয়াতি। সরকারি চাকরি বর্তমান সময়ে খুবই অপ্রতুল এবং তা সামাজিক নিশ্চয়তার আঙ্গিকে দেখা হয়। নিয়োগ প্রক্রিয়াই যদি কালিমালিপ্ত হয়, তাহলে গোটা ব্যবস্থায় আর অবশিষ্ট কী থাকে? মানুষ আস্থা হারিয়ে ফেলবে। সেটা ফেরাবেন কী করে!”

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেন এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত। তিনি সওয়াল করে এক্তিয়ারের বাইরে গিয়ে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “ওএমআর শিট এবং স্ক্যান কপিগুলো কি নষ্ট করে ফেলা হয়েছে?” জবাবে আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, “হ্যাঁ”। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন “এত স্পর্শকাতর একটা বিষয়। তারপরেও আপনারা ওএমআর শিট স্ক্যান করাতে টেন্ডার ডাকেননি কেন?” যার সদুত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী। প্রধান বিচারপতি ফের বলেন, “ব্যাপারটা আউটসোর্স করে আপনারা গোটা প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট করেছেন।”

এদিন আদালতে এসএসসি আদালতে জানায়, ৮,৩২৪ জন অযোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বাকি প্রায় ১৯ হাজার চাকরি বৈধ। তবে কীভাবে এই যোগ্য-অযোগ্য বাছাই করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা। ১৬ জুলাই এসএসসি আদালতের কাছে যোগ্য-অযোগ্য কীভাবে চিহ্নিত করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা জানাতে পারলে যোগ্য চাকরিপ্রাপকদের চাকরি বেঁচে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই যে রায় হয়েছে তাতে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Chhattisgarh | নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, নিহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু হল ৩ তরুণের। শনিবার…

18 mins ago

উদাসীনতায় ধুঁকছে কোচবিহারের জাদুঘর

গৌরহরি দাস, কোচবিহার: ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছিল শনিবার। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির…

20 mins ago

Smuggling | নেপালে পাচারের পরিকল্পনা! নজর এড়ায়নি পুলিশের, উদ্ধার বিপুল সংখ্যক কাফ সিরাপ, নেশার ট্যাবলেট

কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার সামগ্রী। রবিবার…

23 mins ago

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে…

34 mins ago

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল…

40 mins ago

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

59 mins ago

This website uses cookies.