Wednesday, May 15, 2024
HomeExclusiveNBSTC | কর্মীসংকটে ত্রাহি মধুসূদন দশা এনবিএসটিসির

NBSTC | কর্মীসংকটে ত্রাহি মধুসূদন দশা এনবিএসটিসির

চাঁদকুমার বড়াল, কোচবিহার: কর্মীসংকটে কাজকর্ম একপ্রকার লাটে উঠেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC)। কর্মী নিয়োগের জন্য রাজ্যের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। ফাইল আটকে রয়েছে অর্থ দপ্তরে। শীঘ্রই কর্মী নিয়োগ না হলে সমস্ত প্রক্রিয়া বসে যেতে পারে। হাতেগোনা স্থায়ী ও অস্থায়ী কর্মী দিয়ে সব কাজ সামলাতে এখন ল্যাজেগোবরে অবস্থা কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, ‘অর্থ দপ্তরে ফাইল গিয়েছে। সেটা মঞ্জুর হলে নিয়োগের কাজ শুরু হবে। কর্মীর অভাবে কাজ করতে অসুবিধা হচ্ছে।’

পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, সবমিলিয়ে নিগম ১৬২ জন কর্মী নিয়োগ করতে চাইছে। তার মধ্যে ১১২ জন স্থায়ী কর্মী এবং ৫০ জন অস্থায়ী কর্মী নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য পরিবহণ দপ্তরে গত বছরের মে মাসে তারা ফাইল পাঠায়। সেই ফাইল এবার গিয়েছে অর্থ দপ্তরে। তারপর ১০ মাস কেটে গেলেও সেখান থেকে আর কোনও জবাব আসেনি। এর মধ্যে কলকাতায় আধিকারিকরা গিয়ে বেশ কয়েকবার কথা বললেও কাজ হয়নি। সিভিল ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিপো ক্যাশিয়ার, চিফ ইনস্পেকটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করার পরিকল্পনা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে বর্তমানে স্থায়ী কর্মী রয়েছেন ৫০৫ জন। তার মধ্যে ২১ জন চলতি মাসেই অবসর নেবেন। ফলে কর্মী কমে দাঁড়াবে ৪৮৪ জনে। অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ১ হাজার ৭৫০। সংস্থার এক আধিকারিক বলেন, ‘উপরে এমডি ও ডেপুটি এমডি। নীচে চালক, কনডাক্টর দিয়ে তো আর সংস্থা চলবে না। কারণ মাঝে থাকা সব আধিকারিক কয়েক মাসের মধ্যে অবসর নেবেন। এখন এমডির কোনও পিএ নেই। তাঁকে সমস্ত কাজ একা সামলাতে হচ্ছে। সাব-ইনস্পেকটর না থাকায় বিভিন্ন বাসে চেকিং একপ্রকার বন্ধ। তাতে করে আয় কমেছে।’

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাতজনের মধ্যে শুধু একজন এমাসের শেষে রয়ে যাবেন। বাকি ছয়জনই অবসর নেবেন। ফোরম্যান চারজনের সবাই অবসর নেবেন এই বছর। ফুয়েল ইনস্পেকটর একজন রয়েছেন। তিনিও অবসর নেবেন চলতি মাসে। চিফ ইনস্পেকটর ১০ জন থাকার কথা। তার মধ্যে দুজন থাকবেন। ইনস্পেকটর দুজন রয়েছেন মাত্র। এছাড়াও বিভিন্ন পদে সিংহভাগ লোকজন নেই।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

0
সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে চলেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। জুন মাসে গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার কথা।...

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত বছর ধরে পুরোনো দলকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু নিজের...

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

0
দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ আজিজুল (৬৫)। বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। মঙ্গলবার গাড়িতে করে...

Most Popular