উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মেধাযুক্ত যোগ্য চাকরিপ্রাপকদের পাশে আছি’, সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের মামালার প্রথম দিনের শুনানির পরই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার তিনি জানান, ‘মেধাযুক্ত যে যোগ্যরা চাকরি পেয়েছেন, কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে। কারও চাকরি যেতে দেব না। তার জন্য যা আইনি লড়াই, আমরা চালাব।’
একইসঙ্গে নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ে সিপিএম-বিজেপিকে (CPM-BJP) কটাক্ষ করে অভিষেক বলেন, ‘সিপিএমের বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। সিপিএমের দোসর হল বিজেপি। একদিকে মমতার সরকার চাকরি দিচ্ছে, অন্যদিকে সিপিএম-বিজেপি চাকরি খাচ্ছে।‘
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee) আগেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কেউ যাতে হতাশ না হয়ে পড়েন। আমরা আপনাদের পাশে রয়েছি। যতদূর লড়াই করার লড়াই করব।’
মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। এদিন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে আগামী সোমবার ফের এসএসসির চাকরি বাতিল মামলার (SSC Recruitment Case) পরবর্তী শুনানি হবে।