Sunday, May 12, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গচৈতন্যদেবের স্মৃতিবিজড়িত বর্ধমানের কুলীন গ্রাম, বৈষ্ণব তীর্থস্থানটিকে পর্যটন কেন্দ্রের মান্যতা দেবে রাজ্য

চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত বর্ধমানের কুলীন গ্রাম, বৈষ্ণব তীর্থস্থানটিকে পর্যটন কেন্দ্রের মান্যতা দেবে রাজ্য

বর্ধমানঃ বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের রচয়িতা মালাধর বসুর নাম। শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের কিছু কাল আগে পূর্ব বর্ধমানের কুলীনগ্রামের ভূমি পুত্র মালাধর বসু এই কাব্য রচনা করেছিলেন। পরবর্তী সময়ে স্বয়ং শ্রীচৈতন্য দেব কুলীনগ্রামে এসে তিন দিন থাকেন বলে উল্লিখিত রয়েছে চৈতন্যমঙ্গল কাব্যে। তাই কুলীনগ্রাম শ্রীচৈতন্য দেবের পদধূলি ধন্য বৈষ্ণব তীর্থস্থান হিসাবেই দেশ জুড়ে পরিচিতি পেয়ে আসছে। এহেন কুলীনগ্রাম এবার পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার কুলীনগ্রামের বিভিন্ন মন্দির ও বৈষ্ণব মঠ ঘুরে দেখার পর সেই কথাই ঘোষণা করলেন। মন্ত্রীর ঘোষণায় খুশি কুলীনগ্রামের বাসিন্দারা।

কুলীনগ্রাম হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুজহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি প্রাচীন জনপদ। পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে এই গ্রামেই মালাধর বসু জন্মগ্রহণ করেন। তার পৌত্র রমানন্দ বসু ছিলেন চৈতন্যদেবের খুবই অন্তরঙ্গ। বসু পরিবারের আমন্ত্রণেই মূলত চৈতন্যদেব কুলীনগ্রামে এসে ছিলেন। বসু পরিবারের কৃষ্ণ ভক্তি দেখে খুশি হয়ে চৈতন্যদেব পুরীর রথের জন্য কুলীনগ্রামের রেশমের পট্টডোরী পাঠানোর দায়িত্ব বসু পরিবারকে দেন। এই পট্টডোরী অর্থাৎ কাছি দিয়ে পুরির রথের সঙ্গে বাঁধা হত জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এমনকি ওই পট্টডোরী মালার মত করে এই তিন দেবতার গলায় পরানো হত। এখন  যদিও এই প্রাথা থমকে রয়েছে। তবে বহু কাল পূর্বে বসু পরিবার কুলীন গ্রামে যে রথরাত্রা উৎসবের সূচনা করেছিলেন সেই রথযাত্রা উৎসব পালনে এখনও পর্যন্ত কোনও ছেদ পড়ে নি।

শুধু জগন্নাথ দেবের পুজো পাঠই নয়, কুলীন গ্রামে আরও আনেক দেব দেবীর মূর্তি ও মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম হল রাজা বল্লাল সেনের আমলে তৈরি গোপাল মন্দির। গোপাল মন্দিরের সামনে রয়েছে একটি বড় জলাশয় যা গোপাল দিঘী নামে পরিচিত। এই দিঘীতে স্নান করা গঙ্গা স্নানের সমতুল্য বলে মনে করেন ভক্তরা। এ ছাড়াও কুলীন গ্রামের বিভিন্ন মন্দিরে শিবানী, মদনগোপাল, গোপেশ্বর, ভুবনেশ্বরী, রঘুনাথ, কৃষ্ণরায়, গোপীনাথ, কালুরায় এবং হরিদাসের আরাধ্য দেবতা গৌরাঙ্গর পুজোপাঠ হয়। প্রতিবছর রথযাত্রা এবং জন্মাষ্টমী তিথিতে ভক্তের ঢল নামে কুলীন গ্রামে। ওই দিন গুলিতে এই রাজ্য ছাড়াও দেশ ও বিদেশের বহু ভক্ত কুলীন গ্রামে সমবেত হন।

বৈষ্ণব তীর্থ স্থান কুলীন গ্রামকে পর্যটন স্থান হিসাবে মান্যতা দেওয়া হোক এই দাবি অনেকদিন ধরেই করে আসছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে রাজ্যের পর্যটন দপ্তরও উৎসাহ দেখানোয় এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কুলীন গ্রামে পৌছান।

জামালপুরের প্রাক্তন বাম বিধায়ক সমর হাজরা, বর্তমান বিধায়ক অলক মাজি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন কে সঙ্গে নিয়ে মন্ত্রী কুলীন গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “কুলীন গ্রাম বড় বৈষ্ণব তীর্থ ক্ষেত্র। কুলীন গ্রামকে পর্যটন স্থান হিসাবে মান্যতা দেওয়ার দাবি বিধানসভায় অনেকবার তুলেছেন জামালপুরের প্রাক্তন বিধায়ক সমর হাজরা এবং বর্তমান বিদায়ক অলক মাঝি। এই সংক্রান্ত নথিপত্র তৈরির কাজ অনেকটা এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী গ্রামীণ পর্যটন কেন্দ্র গড়তে চান। সরকারের আর্থিক সংকট থাকলেও কুলীন গ্রামকে পর্যটন স্থান হিসাবে গড়ে তোলার যাবতীর কাজের প্ল্যান এস্টিমেট হয়ে গেছে। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, আমি এবং অলক মাঝি বিষয়টি দেখছি। আশা করছি, খুব শীঘ্রই রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে কুলীন গ্রাম।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর(KKR)। এদিনের খেলায় টসে জিতে বোলিং করার...

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

0
বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড়...

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

0
ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের ছাত্রী রুমা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬০ নম্বর পেয়ে...

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

0
শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে করালো নববর্ষের সন্ধ্যে রাতের কথা। আজ রাতে বৃষ্টি হয়েছে...

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

0
শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর সহ একাধিক জায়গায় গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে...

Most Popular