Friday, May 17, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গMid-Day Meal | ফাঁকা মাঠে বসেই মিড-ডে মিল খাচ্ছে পড়ুয়ারা, চরম দুর্দশা...

Mid-Day Meal | ফাঁকা মাঠে বসেই মিড-ডে মিল খাচ্ছে পড়ুয়ারা, চরম দুর্দশা বর্ধমানের স্কুলের

বর্ধমান: মিড-ডে মিল খাওয়ার একটা ঘর নেই। বছরের পর বছর ধরে ফাঁকা মাঠে বসেই মিড-ডে মিল খেতে হচ্ছে পড়ুয়াদের। চরম দুর্দশা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরের। ছাত্রীদের মিড-ডে মিল খাওয়ার একটা ঘর যাতে স্কুলে হয়, তার জন্য ’দিদিকে বলো’ থেকে শুরু করে প্রশাসনের নানা মহলেও দরবার করেছিলেন শিক্ষিকারা। কিন্তু তাতে লাভ কিছু হয় নি। তাই ফাঁকা মাঠে বসে মিড-ডে খাওয়াটাকেই ভবিতব্য হিসাবে ধরে নিয়েছে ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরে পাঠরত ছাত্রীরা।

বর্ধিষ্ণু গ্রাম হিসাবেই পরিচিত মঙ্গলকোটের কৈচর। এলাকার শিক্ষানুরাগী মানুষজনের হাত ধরে ১৯৬৪ সালে কৈচর গ্রামে প্রতিষ্ঠা পায় ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দির। কৈচর ছাড়াও আশপাশের ক্ষীরগ্রাম, কানাইডাঙা সহ বেশ কয়েকটি গ্রামের কন্যাদের লেখাপড়া শেখার একমাত্র অবলম্বন এই স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকে এই স্কুলটি নানা সমস্যায় জেরবার হতে থাকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু সমস্যা মিটেছে। কিন্তু স্কুলের ছাত্রীরা স্বাস্থবিধি মেনে মিড-ডে মিল খাওয়ার একটা ঘর আর কিছুতেই পাচ্ছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত জানান, তাঁরা ছাত্রীদের মিড-ডে মিল খাওয়ার একটা ঘরের জন্য প্রশাসনের নানা মহলে লিখিতভাবে জানিয়েছেন। এমনকি ’দিদিকে বলো’ ফোন নম্বরেও ফোন করে স্কুলের ছাত্রীদের মিড-ডে মিল খাওয়ার একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ রাখেন। একই দাবির কথা সামনে এনে স্কুলের এক শিক্ষিকা সমাজমাধ্যমেও সরব হন। কিন্তু এত কিছুর পরেও আজ অবধি কাজের কাজ কিছু হয় নি।

মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরের প্রাচীর ও দুটি ঘর আগেই করে দেওয়া হয়েছে। ছাত্রীদের মিড-ডে মিল খাওয়ার ঘর যাতে তৈরি হয় তার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো রয়েছে। আশা করছি সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

weather update in west bengal

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের পাহাড়ি...

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

0
মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের (Manikchak) গোপালপুরের ঘটনা। জানা গিয়েছে, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন...

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে নন্দীগ্রাম গণহত্যার দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে। বৃহস্পতিবার পূর্ব...

Most Popular