উত্তরবঙ্গ

ভর্তির অনুমোদন না পেয়ে ভবিষ্যৎ নিয়ে ধন্দে ৬টি বিএড কলেজের পড়ুয়ারা

বালুরঘাট: বিশ্ববিদ্যালয়ের সরকারি সব নির্দেশিকা পূরণ করতে না পারায় চলতি বছরে জেলার ছয়টি বেসরকারি বিএড কলেজ পড়ুয়ারা ভর্তির অনুমোদন পেল না। এদিকে অনুমোদন না পেলেও বেশিরভাগ কলেজেই ছাত্র ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। ভবিষ্যৎ নিয়ে ধন্দে ভর্তি হওয়া পড়ুয়ারা। এমনকি কলেজের শিক্ষকরাও আতঙ্কে রয়েছেন। অন্যদিকে, অনুমোদন পাওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই ক্ষোভ উগড়ে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার জন্য হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন বেশ কয়েকটি কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে পালটা সরব হয়েছেন বিজেপি। অন্যদিকে, অভিযোগ অস্বীকার  করেছে তৃণমূলের।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৭টি বেসরকারি বিএড কলেজ রয়েছে। যেখানে সব মিলিয়ে ১২০০ আসন রয়েছে। প্রত্যেক বছর এই কলেজগুলির বেশিরভাগ আসন পূরণ হয়ে যায়। এবারেও চলতি বর্ষে ভর্তি পক্রিয়া শেষ হয়েছে। বেশিরভাগ কলেজে আসন অনুযায়ী ভর্তি হয়ে গেছে পড়ুয়ারা। অন্যান্য বছর পড়ুয়া ভর্তির অনুমোদনে সমস্যা না হলেও এবারে একাধিক নির্দেশ মানায় জেলায় ৬টি বিএড কলেজ পড়ুয়া ভর্তির অনুমোদন পায়নি। যার মধ্যে রয়েছে বালুরঘাটের একটি, তপনের দুটি, গঙ্গারামপুরের একটি, বুনিয়াদপুর ও কুশমণ্ডির একটি করে কলেজ রয়েছে।

এদিকে ছয়টি কলেজে ভর্তি প্রক্রিয় প্রায় শেষ হয়ে গেছে। ছয়টি কলেজ মিলে ৪০০টি আসন রয়েছে। এই ৪০০ জন পড়ুরার ভবিষ্যতে অন্ধকারে। কলেজে ভর্তি হলেও তারা এখন কী করবেন তা নিয়েই শুরু হয়েছে ধন্দ। বালুরঘাটের তেভাগা টিচার্চ ট্রেনিং কলেজ ৫০, তপনের বলিপুকুর টিচার্স ট্রেনিং কলেজ ৫০ ও দক্ষিণ দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজে ১০০, গঙ্গারামপুর ফান্ডামেন্টাল ইন্সটিটিউট অফ টিচার্স ট্রেনিং ১০০, বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ ৫০ এবং কুশমণ্ডি আজাদ ডিএড ট্রেনিং কলেজ ৫০টি আসন রয়েছে। এদিকে বেশ কয়েকটি কলেজের মালিকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছে, সরকারিভাবে প্রত্যেক কলেজের কাছ থেকে তিনটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। যার মধ্যে একটি হল প্রত্যেক কলেজে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে, নির্দিষ্ট অনুপাতে পড়ুয়া পিছু শিক্ষক রাখতে হবে এবং তৃতীয় কলেজের নিজস্ব অ্যাকাউন্ট থেকে বেনিফিসারির অ্যাকাউন্ট ডাইরেক্ট টাকা দিতে হবে। যারা এই তিনটি গাইডলাইন মানেনি তারাই এবারের ভর্তির অনুমোদন পায়নি। রাজ্যে এমন কলেজের সংখ্যা ২৫৩টি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন…

2 mins ago

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে…

8 mins ago

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল…

17 mins ago

Drug Smuggling | বাজারে রমরমা সানফ্লাওয়ার ড্রাগ, ওষুধের শিশিতে হচ্ছে পাচার!

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: নাগাল্যান্ড থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন (New Alipurduar Station) পর্যন্ত ওই ইয়াবা ট্যাবলেট…

27 mins ago

Barak Valley | ঘরে ঘরে জ্বলল ১১ প্রদীপ, ৬৩তম ভাষা শহিদ দিবসে শ্রদ্ধা জানাল বরাক উপত্যকা

শিলচর: মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলনে (Language Movement) ১৯৬১ সালের ১৯ মে শহিদ ১১ জন…

51 mins ago

Adivasi minor molested | আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

বুনিয়াদপুরঃ ধান ভাঙার মিলঘরে তেরো বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে গ্রেপ্তার…

51 mins ago

This website uses cookies.