Friday, May 17, 2024
HomeExclusiveElephant Attack | মাঝরাতে আচমকা হাতির হানা, লুকিয়ে প্রাণরক্ষা সাতজনের

Elephant Attack | মাঝরাতে আচমকা হাতির হানা, লুকিয়ে প্রাণরক্ষা সাতজনের

বুধবার গভীর রাতে জলঢাকা নদী পেরিয়ে নাথুয়া রেঞ্জের বনাঞ্চল থেকে ওই দাঁতালটি লক্ষ্মী মন্দির এলাকায় চলে আসে। সেখানে পরপর দুটো বাড়িতে হানা দেয়।

ময়নাগুড়ি ও গয়েরকাটা: মাঝরাতে আচমকা হাতির হানা (Elephant Attack)। বরাতজোরে প্রাণে বাঁচলেন একই পরিবারের ছয় সদস্য। হাতির ভয়ে পড়িমরি ছুটতে গিয়ে পুকুরে পড়ে আহত হলেন এক বৃদ্ধা। ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া গ্রামের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, গয়েরকাটাতেও উপস্থিতির জেরে খাটের তলায় লুকিয়ে হাতির আক্রমণ থেকে প্রাণ বাঁচিয়েছেন আরেক বৃদ্ধা। দুটি ঘটনাতেই বন দপ্তরের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠেছে।

বেতগাড়ায় রাতভর বাড়িঘর ভাঙলেও বুনোটিকে জঙ্গলে ফেরাতে এলাকায় দেখা মেলেনি বনকর্মীদের। ফলে ক্ষুব্ধ গোটা গ্রাম। বুধবার গভীর রাতে জলঢাকা নদী পেরিয়ে নাথুয়া রেঞ্জের বনাঞ্চল থেকে ওই দাঁতালটি লক্ষ্মী মন্দির এলাকায় চলে আসে। সেখানে পরপর দুটো বাড়িতে হানা দেয়। মানিক রায়, তুলেন্দ্রনাথ রায়ের বাড়িতে ভাঙচুর চালায় হাতিটি। তুলেন জানান, রাত দেড়টা নাগাদ হুড়মুড়িয়ে কিছু ভাঙার শব্দ শুনে ঘুম ভাঙে। ঘরের ভেতরে মাথা ঢুকিয়ে দেয় দাঁতালটি। কোনওভাবে প্রাণে রক্ষা পান তুলেন ও তাঁর স্ত্রী৷ পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন তুলেনের দুই মেয়ে ধরিত্রী ও শান্তনা, ছেলে নকুল, মা তুলোবালা রায়। সকলকে ঘুম থেকে তুলে বাড়ির বাইরে আশ্রয় নেন তুলেনরা। ততক্ষণে ছোটাছুটি শুরু হয় গ্রামে। দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে আহত হন শান্তিবালা নামে এক বৃদ্ধা।

এদিকে, গয়েরকাটার প্রধানপাড়ায় গভীর নিদ্রায় ছিলেন বছর ৭৫-এর প্রমোদিনী রায়। হঠাৎ ঘরের বাঁশের বেড়া ভেঙে শুঁড় ঢুকিয়ে দেয় একটি দাঁতাল। টের পেয়ে উপস্থিতবুদ্ধিতে কোনও শব্দ না করে বিছানা থেকে নেমে মাটিতে গড়িয়ে খাটের নীচে ঢুকে পড়েন তিনি।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | প্রতিস্থাপন ও রোপণ নিয়ে পুরনিগমের অন্দরে বিরোধ, ৫০০ গাছে কোপ শহরে

0
শিলিগুড়ি: উন্নয়নের রাস্তায় বলি হচ্ছে গাছ। গত এক বছরে শিলিগুড়ি শহরে কোপ পড়েছে অন্তত ৫০০ গাছে। কোথাও একেবারে গোড়া সমেত কেটে ফেলতে হয়েছে বিশালাকার...

আমেরিকার চোখে ভারতের নির্বাচন

0
শুভঙ্কর মুখোপাধ্যায় বনধোয়ানির জঙ্গলে জন্মদোষে শাস্তিপ্রাপ্ত শিশুটিকে কোলে নিয়ে, চিৎকার করে কাঁদতে কাঁদতে কমলকুমার মজুমদারের ‘মতিলাল পাদরী’ বলেছিলেন, ‘আমি খ্রিস্টান নই গো বাপ’! এরকম...

Mango Planting | শখের বাগানে ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগাল আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন

0
আলিপুরদুয়ার: কী আম নেই তাঁর বাগানে! ডুয়ার্সের মতো মাটিতে দেশি-বিদেশি সহ মোট ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন দেব ওরফে লোচা।...

শিলিগুড়ির জলসমস্যা ও জনসমস্যা

0
সন্দীপন নন্দী বাগডোগরা বিমানবন্দরে অবতরণকালে এ শহরকে নিমেষে দেখলে মনে হয় যেন এক হুবহু খেলনানগরী। আশ্চর্য! যে নয়নাভিরাম দৃশ‍্যে তিস্তা স্থির, শান্ত একটি নদী।...

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে রাস্তাটা দেখেছিলেন, তার সঙ্গে এখনকার কোনও মিল নেই। স্বাভাবিক।...

Most Popular