Sunday, May 19, 2024
HomeTop NewsSupreme court | বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলে লাভ হবে না, অভিজিতের প্রসঙ্গ...

Supreme court | বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলে লাভ হবে না, অভিজিতের প্রসঙ্গ উঠতেই বিরক্তি প্রকাশ চন্দ্রচূড়ের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে উঠে এল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। এদিন শুনানিতে প্রাক্তন বিচারপতি অভিজিতের নাম তোলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। আদালতে তিনি দাবি করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক মনোভাবাপন্ন হয়ে সিঙ্গেল বেঞ্চে চাকরির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এটা একজন বিচারপতির সম্পূর্ণ অন্যায়। বিচারপতির নাম উঠতেই তুমুল বিরক্তি প্রকাশ করল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

এদিন এসএসসি মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী দুষ্মন্ত দাভে সুপ্রিম কোর্টে দাবি করেন, যা হয়েছে, তা অত্যন্ত ‘শকিং’। আর সেটা হয়েছে সিঙ্গল বেঞ্চের নির্দেশের কারণে। জনসমক্ষে টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন। এটা বিচারপতি সম্পূর্ণ অন্যায় করেছেন।’ আইনজীবীর এই মন্তব্য শোনার পরই

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতির নাম তুলে আনায় তুমুল উষ্মাপ্রকাশ করল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের আচরণ নিয়েও বিরক্তি প্রকাশ করেন। তিনি সাফ জানান, প্রাক্তন বিচারপতি বা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনও লাভ হবে না। আইনজীবীদের কোনও রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু আদালতে যখন তাঁরা আসেন, তখন নিজেদের আইনের প্রতি দায়বদ্ধ হয়েই আসেন। ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘আমরা মিস্টার গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা সকাল থেকে গুরুত্বপূর্ণ বিষয় শুনছি। দয়া করে কিছুটা শালীনতা দেখান। এখন কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। আমরা নোটিশ জারি করব। আর আগামী জুলাইয়ে মামলাটা রাখব। সুশৃঙ্খলভাবে শুনানি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

চন্দ্রচূড় আরও বলেন, ‘যতই বিষয়টি সংবেদনশীল হোক না কেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, আমরা আইনজীবীরা বিষয়টির আইনি বিষয়ের দিকটা দেখি। হাইকোর্টের বিচারপতিদের অভিযোগ করলে কোনও লাভ হবে না। আমাদের সকলের আলাদা-আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু আমরা এখানে আইন নিয়ে আলোচনা করছি।’

গত ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের উপরও স্থগিতাদেশ দেয়নি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন তালাক তালাক তালাক। এমনই অভিনব কায়দায় স্ত্রীকে তিন তালাক...

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

0
মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে করেছিলেন। সংসারও চলছিল ভালোভাবে। কিন্তু ফের ফিরে আসে প্রেমিক।...

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

0
রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর আরও...

Drug Smuggling | বাজারে রমরমা সানফ্লাওয়ার ড্রাগ, ওষুধের শিশিতে হচ্ছে পাচার!

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: নাগাল্যান্ড থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন (New Alipurduar Station) পর্যন্ত ওই ইয়াবা ট্যাবলেট এবং সানফ্লাওয়ার ড্রাগ পৌঁছানোর (Drug Smuggling) দায়িত্ব ছিল শুক্রবারে...

Most Popular