Top News

Supreme court | বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলে লাভ হবে না, অভিজিতের প্রসঙ্গ উঠতেই বিরক্তি প্রকাশ চন্দ্রচূড়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে উঠে এল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। এদিন শুনানিতে প্রাক্তন বিচারপতি অভিজিতের নাম তোলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। আদালতে তিনি দাবি করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক মনোভাবাপন্ন হয়ে সিঙ্গেল বেঞ্চে চাকরির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এটা একজন বিচারপতির সম্পূর্ণ অন্যায়। বিচারপতির নাম উঠতেই তুমুল বিরক্তি প্রকাশ করল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

এদিন এসএসসি মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী দুষ্মন্ত দাভে সুপ্রিম কোর্টে দাবি করেন, যা হয়েছে, তা অত্যন্ত ‘শকিং’। আর সেটা হয়েছে সিঙ্গল বেঞ্চের নির্দেশের কারণে। জনসমক্ষে টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন। এটা বিচারপতি সম্পূর্ণ অন্যায় করেছেন।’ আইনজীবীর এই মন্তব্য শোনার পরই

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতির নাম তুলে আনায় তুমুল উষ্মাপ্রকাশ করল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের আচরণ নিয়েও বিরক্তি প্রকাশ করেন। তিনি সাফ জানান, প্রাক্তন বিচারপতি বা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনও লাভ হবে না। আইনজীবীদের কোনও রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু আদালতে যখন তাঁরা আসেন, তখন নিজেদের আইনের প্রতি দায়বদ্ধ হয়েই আসেন। ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘আমরা মিস্টার গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা সকাল থেকে গুরুত্বপূর্ণ বিষয় শুনছি। দয়া করে কিছুটা শালীনতা দেখান। এখন কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। আমরা নোটিশ জারি করব। আর আগামী জুলাইয়ে মামলাটা রাখব। সুশৃঙ্খলভাবে শুনানি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

চন্দ্রচূড় আরও বলেন, ‘যতই বিষয়টি সংবেদনশীল হোক না কেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, আমরা আইনজীবীরা বিষয়টির আইনি বিষয়ের দিকটা দেখি। হাইকোর্টের বিচারপতিদের অভিযোগ করলে কোনও লাভ হবে না। আমাদের সকলের আলাদা-আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু আমরা এখানে আইন নিয়ে আলোচনা করছি।’

গত ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের উপরও স্থগিতাদেশ দেয়নি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Raiganj University | ফের বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কনফারেন্স রুমে ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে অধ্যাপকের ধস্তাধস্তি

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: পিএইচডিতে সুযোগের প্রবেশিকার উত্তরপত্র মূল্যায়নের সময় ডেপুটি কন্ট্রোলার অফ এগজামিনেশনের সঙ্গে টিচার্স…

37 seconds ago

Wood Smuggling | কোটি টাকার কাঠ বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১

রায়গঞ্জ: সেগুন কাঠ পাচারের (Wood Smuggling) অভিযোগে একজনকে গ্রেপ্তার করল বন দপ্তর। অসমের (Assam) শিলচর…

8 mins ago

NET Exam 2024 | নেটে ৫৫ র‌্যাংক করে তাক লাগাল ওদলাবাড়ির বৃন্দা

অনুপ সাহা, ওদলাবাড়ি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET Exam 2024) পরীক্ষায় সারা…

18 mins ago

Fire Arms | দুই তৃণমূলকর্মীর কাছ থেকে উদ্ধার ২টি নাইন এমএম পিস্তল, ধৃতদের হেপাজতে নিল পুলিশ

হেমতাবাদঃ আগ্নেয়াস্ত্র সহ দুই তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে…

20 mins ago

Uttar pradesh | শিক্ষকের চড়ে শ্রবণশক্তি হারাল ছাত্র! দায়ের মামলা

বালিয়া (উত্তরপ্রদেশ): শিক্ষকের চড়ে আংশিক শ্রবণশক্তি হারাল ছাত্র। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের উভাওন থানার পিপরাউলি…

31 mins ago

ISRO Chairman | ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে’, মত ইসরো চেয়ারম্যানের

শিলিগুড়ি: ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।’ দিল্লি পাবলিক স্কুল ফুলবাড়িতে…

36 mins ago

This website uses cookies.