Monday, May 6, 2024
Homeজাতীয়Supreme Court | সাফল্যের শিখরে সুপ্রিম কোর্টের রাঁধুনির মেয়ে, সম্মান জানালেন প্রধান...

Supreme Court | সাফল্যের শিখরে সুপ্রিম কোর্টের রাঁধুনির মেয়ে, সম্মান জানালেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনে যদি থাকে অদম্য ইচ্ছা আর জেদ তাহলে হাজার প্রতিকূলতা সত্ত্বেও সাফ্যলের শিখরে পৌঁছানো সম্ভব। এই কথাই প্রমাণিত করল প্রজ্ঞা। বাবা অজয় কুমার সামল সুপ্রিম কোর্টের রাঁধুনি (Supreme Court Cook)। সেই রাঁধুনির মেয়েই মার্কিন মুলুকে উচ্চশিক্ষার জন্য পেল স্কলারশিপ (Scholarship)। তবে একটি নয়, নামকরা দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন প্রজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (University of California) ও ইউনিভার্সিটি অব মিশিগানে (University of Michigan) আইন বিষয়ে স্নাতকোত্তর (Master’s in Law) পড়ার জন্য স্কলারশিপ পেয়েছেন রাঁধুনির মেধাবী কন্যা। প্রজ্ঞার এই অভাবনীয় সাফল্যের কথা জানতে পেরে বুধবার তাঁকে সুপ্রিম কোর্টে (Supreme Court) ডেকে খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud)এবং অন্যান্য বিচারপতিরা সম্মান জানান।

বুধবার সকালে শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা লাউঞ্জে (Lounge) এসে উপস্থিত হন। সেখানে প্রজ্ঞা ও তাঁর বাবা-মাকে ডাকা হয়। তারপর প্রধান বিচারপতি প্রজ্ঞাকে উত্তরীয় পরিয়ে দেন। তাঁকে ভারতীয় সংবিধানের উপর লিখিত তিনটি বইও উপহার হিসেবে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রত্যেকটি বইতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাক্ষর রয়েছে। তবে শুধু প্রজ্ঞাকেই নয়, তাঁর বাবা-মায়ের কঠোর পরিশ্রমকে সম্মান জানিয়ে তাঁদেরও উত্তরীয় পরিয়ে দেন প্রধান বিচারপতি।

সংবর্ধনা জানানোর পর এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা জানি প্রজ্ঞা এতদূর অবধি একাই সবকিছু সামলে এসেছে, কিন্তু আমরা নিশ্চিত করব সে যা চায়, তা যেন অর্জন করতে পারে। আমরা আশা করি উচ্চশিক্ষা লাভের পর সে দেশের সেবা করার জন্য ফিরে আসবে।’ প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের ধন্যবাদ জানিয়ে প্রজ্ঞা বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে তাঁর বাবা-মায়ের। প্রতিটি পদক্ষেপে প্রজ্ঞাকে সাহায্য করেছেন তাঁরা। তবে আইন নিয়ে পড়াশোনার পেছনে তাঁর অনুপ্রেরণা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, একথাও এদিন তিনি উল্লেখ করেন।

 

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | আইপিএল নিয়ে বেটিং! পুলিশের হানায় ধৃত ৫

0
শিলিগুড়ি: আইপিএল (IPL)-এর জুয়া চলার সময় মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইলও...

Primary TET scam | ২০১৪ সালের প্রাথমিকেও দেদার দুর্নীতি! আদালতে রিপোর্ট পেশ সিবিআইয়ের         

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসএসসির পর এবার কি বাতিল হতে চলেছে ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগের প্যানেল? ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা...

Narendra Modi | প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম অযোধ্যায় রামলালার দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারের ঠাসা কর্মসূচির মাঝেই ফের রামলালার শরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি রামমন্দির উদ্বোধনের পর প্রথম রামলালার দর্শন করতে...

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ঠিক কী...

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী শ্রমিকের। মণিরুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে।...

Most Popular