জাতীয়

Supreme Court | সাফল্যের শিখরে সুপ্রিম কোর্টের রাঁধুনির মেয়ে, সম্মান জানালেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনে যদি থাকে অদম্য ইচ্ছা আর জেদ তাহলে হাজার প্রতিকূলতা সত্ত্বেও সাফ্যলের শিখরে পৌঁছানো সম্ভব। এই কথাই প্রমাণিত করল প্রজ্ঞা। বাবা অজয় কুমার সামল সুপ্রিম কোর্টের রাঁধুনি (Supreme Court Cook)। সেই রাঁধুনির মেয়েই মার্কিন মুলুকে উচ্চশিক্ষার জন্য পেল স্কলারশিপ (Scholarship)। তবে একটি নয়, নামকরা দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন প্রজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (University of California) ও ইউনিভার্সিটি অব মিশিগানে (University of Michigan) আইন বিষয়ে স্নাতকোত্তর (Master’s in Law) পড়ার জন্য স্কলারশিপ পেয়েছেন রাঁধুনির মেধাবী কন্যা। প্রজ্ঞার এই অভাবনীয় সাফল্যের কথা জানতে পেরে বুধবার তাঁকে সুপ্রিম কোর্টে (Supreme Court) ডেকে খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud)এবং অন্যান্য বিচারপতিরা সম্মান জানান।

বুধবার সকালে শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা লাউঞ্জে (Lounge) এসে উপস্থিত হন। সেখানে প্রজ্ঞা ও তাঁর বাবা-মাকে ডাকা হয়। তারপর প্রধান বিচারপতি প্রজ্ঞাকে উত্তরীয় পরিয়ে দেন। তাঁকে ভারতীয় সংবিধানের উপর লিখিত তিনটি বইও উপহার হিসেবে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রত্যেকটি বইতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাক্ষর রয়েছে। তবে শুধু প্রজ্ঞাকেই নয়, তাঁর বাবা-মায়ের কঠোর পরিশ্রমকে সম্মান জানিয়ে তাঁদেরও উত্তরীয় পরিয়ে দেন প্রধান বিচারপতি।

সংবর্ধনা জানানোর পর এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা জানি প্রজ্ঞা এতদূর অবধি একাই সবকিছু সামলে এসেছে, কিন্তু আমরা নিশ্চিত করব সে যা চায়, তা যেন অর্জন করতে পারে। আমরা আশা করি উচ্চশিক্ষা লাভের পর সে দেশের সেবা করার জন্য ফিরে আসবে।’ প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের ধন্যবাদ জানিয়ে প্রজ্ঞা বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে তাঁর বাবা-মায়ের। প্রতিটি পদক্ষেপে প্রজ্ঞাকে সাহায্য করেছেন তাঁরা। তবে আইন নিয়ে পড়াশোনার পেছনে তাঁর অনুপ্রেরণা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, একথাও এদিন তিনি উল্লেখ করেন।

 

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে…

17 mins ago

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি…

1 hour ago

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered)…

2 hours ago

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ…

2 hours ago

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে…

2 hours ago

Durgapur | বাংলাদেশে পাচারের ছক বানচাল,২০ হাজার বোতল সিরাপ সহ ধৃত ২

দুর্গাপুর: বাংলাদেশে পাচারের পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) জালে ধরা পড়লো বিপুল পরিমাণ নিষিদ্ধ…

2 hours ago

This website uses cookies.