Friday, April 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গচাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করায় বঞ্চিত হিন্দিভাষীরা! মুখ্যমন্ত্রীকে চিঠি তৃণমূল নেতার

চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করায় বঞ্চিত হিন্দিভাষীরা! মুখ্যমন্ত্রীকে চিঠি তৃণমূল নেতার

নাগরাকাটা: ডব্লিউবিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করায় ক্ষোভের কথা উঠে এল খোদ রাজ্যের শাসকদলের সংগঠন তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের জলপাইগুড়ির শীর্ষ নেতার কন্ঠে। সংগঠনের জেলা কমিটির সভাপতি অমরনাথ ঝা এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে তিনি একটি স্মারকলিপিও পাঠাতে চলেছেন বলে জানান।

অমরনাথ ঝা বলেন, ২০১১ সালের জণগণনার হিসেব অনুযায়ী গোটা রাজ্যে হিন্দি ভাষীর সংখ্যা ছিল ৭.৬৯ শতাংশ। উর্দু ও সাঁওতালি ভাষায় কথা বলেন এমন মানুষের সংখ্যা ছিল রাজ্যের মোট জনসংখ্যার ২.১৪ ও ১.২৯ শতাংশ। সব মিলিয়ে ১ কোটি ৪৪ লক্ষ মানুষের মূল ও সংযোগকারী ভাষা হিসেবে হিন্দিরই প্রচলন ছিল। এরপর গত ১৩ বছরে সংখ্যাটি যে আরও বেড়েছে তা বলাই বাহুল্য। হিন্দিভাষী পরিবারের ছেলেমেয়েরা মূলত হিন্দি মাধ্যমের স্কুল কলেজেই পড়াশোনা করে। চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করে দেওয়ায় তাঁরা বঞ্চনার শিকার হচ্ছেন।

অমরনাথবাবুর বক্তব্য, রাজ্যে প্রচুর সংখ্যক হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে। হয়েছে হিন্দি মাধ্যমের কলেজ ও বিশ্ববিদ্যালয়। ডুয়ার্সের প্রচুর সংখ্যক ছেলেমেয়ে হিন্দি মাধ্যমেই পড়াশোনা করে। ওই সমস্ত স্কুলে বাংলা ভাষা পড়ানোর কোনও ব্যবস্থা নেই। জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর পদে থাকা এই নেতা জানান, ডব্লিউবিসিএস, পুলিশ, আবগারি দপ্তর সহ আরও নানা সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করে দেওয়ায় হিন্দি মাধ্যমের ছেলেমেয়েদের চাকরি পাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন হিন্দিতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক। পাশাপাশি হিন্দি মাধ্যমের স্কুলে বাংলা ভাষাকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। পড়ুয়াদের পড়ানোর জন্য সেক্ষেত্রে শিক্ষক নিয়োগও প্রয়োজন।

উত্তরবঙ্গের চা বলয়ে প্রচুর সংখ্যক হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে। এক-একটি স্কুলে ছাত্র সংখ্যা এক হাজারের বেশি। এমনও স্কুল রয়েছে যেখানে আড়াই থেকে তিন হাজার ছাত্র পড়াশোনা করে। ওই পড়ুয়ারা কলেজ-বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে গেলে বাংলা না জানার কারণে বঞ্চিত হয়ে যাচ্ছে। আগে এমনটাও হয়েছে প্রশ্নপত্র বুঝতে না পেরে সাদা খাতা জমা দিয়েই তাঁরা চলে এসেছেন বলে জানান অমরনাথবাবু। মুখ্যমন্ত্রী সমস্যার গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে আশা করছেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok sabha election 2024 | উত্তর মালদায় জনসংঘ পার্টির প্রচারে বাধা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ...

0
পুরাতন মালদাঃ শুক্রবার মোদির সভা চলাকালীন সাহাপুরের  নিত্যানন্দপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জনসংঘ পার্টির প্রার্থী নরেশ পালের প্রচার পুস্তিকা সহ লিফলেট কেড়ে নেওয়ার অভিযোগ...

Lok Sabha Election 2024 | ভোট কক্ষে পৌঁছে দেওয়া থেকে জল পান করানো, জওয়ানদের...

0
ডালখোলা: কখনও বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটকক্ষে পৌঁছে দেওয়া। আবার কখনও তীব্র গরমে ভোট দিতে আসা ভোটারদের জল পান করানো। নির্বাচনি দায়িত্ব সামলে...

Lok Sabha Election 2024 | ভোটের শেষপর্বে উত্তেজনা, শিলিগুড়িতে রাজু বিস্টের উপর হামলার অভিযোগ

0
শিলিগুড়ি: ভোটের (Lok Sabha Election 2024) শেষ বেলায় দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্টের (Raju Bista) উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। শুক্রবার এসএফ...

Sandeshkhali | পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার, কটাক্ষ শঙ্কুর    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গে যখন দ্বিতীয় দফার ভোট চলছে, ঠিক সেই সময় সন্দেশখালিতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে ব্যস্ত এনএসজি কমান্ডোরা। একদা সন্দেশখালির বেতাজবাদশা...

Sandeshkhali case | সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali case) সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হল রাজ্য সরকার। এই মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI)...

Most Popular