বানারহাটঃ শনিবার সকালে বকেয়া মজুরির দাবিতে ভারত-ভুটান আন্তর্জাতিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের দাবি, তাদের গত দেড়মাস যাবত বেতন পান না বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের প্রায় পাঁচশ শ্রমিক। এদিন সকাল আটটা থেকে দু’টা পর্যন্ত দাবি আদায়ে পথ অবরোধ করেন। শেষ পর্যন্ত আট ঘন্টা অবরোধের পর বাগান পরিচালকদের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় চা শ্রমিকরা। এদিনের পথ অবরোধের জেরে বন্ধ থাকল ভারত ভুটান সড়ক। ভারতে আসা ভুটানের বেশ কয়েকটি গাড়ি আটকে পরে। আটকে থাকতে দেখা যায় ভুটানের সেনার একটি গাড়ি।
জানা গিয়েছে, এদিন শ্রমিকরা কাজে গিয়ে জানতে পারেন মজুরি দেওয়া হবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাগান শ্রমিকরা। শ্রমিকরা রাস্তায় বসে বাগান পরিচালন কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ভারত-ভুটান আন্তর্জাতিক সড়কে অবরোধ শুরু করে দেয় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চামুর্চি ফাড়ির পুলিশ। ঘটনাস্থলে আসেন বানারহাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের অবরোধ তুলে নেবার অনুরোধে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত আগামী বুধবার একসপ্তাহের মজুরির আশ্বাসে অবরোধ তুলে নিলেও তাদের দাবী নিয়ে ফের অবরোধে নামার হুমকি দেন শ্রমিকরা।
যদিও এই বিষয়ে চুনাভাটি চা বাগানের সিনিয়ার ম্যানেজার সুনীল কুমার জানান, আমরা সকালে এক সপ্তাহের মজুরি দিয়েছি। বাকি যা বকেয়া রয়েছে তা ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। বাগানের পাতা আগের তুলনায় অর্ধেক হয়েছে তাই মজুরি দিতে একটু সমস্যা হয়েছে। কিন্তু শ্রমিকরা দাবি আদায় করতে যেভাবে পথ অবরোধে শামিল হল তা ঠিক নয়।