রাজ্য

মদের গ্লাস মাথায়, মুখে সিগারেট নিয়ে শিক্ষকের নাচ, ভাইরাল ভিডিও

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দক্ষিণবঙ্গের উলুবেড়িয়ার একটি স্কুলের প্রধান শিক্ষকের চটুল গানের তালে নাচের ভিডিও মঙ্গলবারই ভাইরাল হয়েছে। আর এদিনই শিলিগুড়ির আরেক শিক্ষকের মদের গ্লাস মাথায় নিয়ে নাচের ভিডিও ভাইরাল হল, যা নিয়ে রীতিমতো তোলপাড় শহর থেকে গ্রাম। খড়িবাড়ির দিলশারামজোত প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম অমিত দত্ত। তিনি শিলিগুড়ি শহরের বাসিন্দা।

একজন শিক্ষকের এহেন ভিডিও নিয়ে শাসক থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরেও রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অমিত অবশ্য বলেছেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে খবর হওয়া উচিত নয়।’ শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি দিলীপ রায় এই ঘটনা শুনে আঁতকে উঠেছেন। তাঁর বক্তব্য, ‘এই সমস্ত ভিডিও সমাজমাধ্যমে দেওয়া উচিত হয়নি। একজন শিক্ষকের অনেক বিষয় মাথায় রেখে চলতে হয়। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’

উলুবেড়িয়ার শামপুর ১ নম্বর ব্লকের বিনোদচক তফশিলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মঞ্চে উঠে জামা খুলে চটুল গানের তালে নাচছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে মঙ্গলবার সকালেই। যা দিনভর রাজ্যের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। তারপরই অমিতের ভিডিও প্রকাশ্যে আসে।

গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী থাকাকালীন অমিত তাঁর আপ্তসহায়ক ছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবেও কাজ করেছেন। সেই থেকেই অমিত ক্রমশ চারিদিকে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি প্রাথমিক শিক্ষকের চাকরিও পান। কিন্তু গত কয়েক বছর ধরে অমিত গৌতম দেব এবং পার্টি সব কিছু থেকেই দূরত্ব রাখছেন। বরং তিনি শিক্ষকতাই মন দিয়ে করছেন। অন্তত দিলশারামজোত প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জের কথা অনুযায়ী অমিত প্রতিদিন স্কুলে উপস্থিত থাকেন।

এহেন একজন শিক্ষক মঙ্গলবার সকালে তাঁর ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটি দার্জিলিংয়ের বলে তিনি উল্লেখ করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হোটেলের লনে অমিত মাথায় মদের গ্লাস এবং মুখে সিগারেট নিয়ে একটি হিন্দি গানের তালে নাচছেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার মধ্যেই হাজার হাজার মানুষ ওই ভিডিও দেখে ফেলেছেন। তৃণমূলের অন্দরেও এই নিয়ে তীব্র আলোড়ণ পড়েছে। একজন শিক্ষক সমাজমাধ্যমে এমন ভিডিও দিলে ছাত্ররা কী শিখবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের বক্তব্য, ‘ব্যক্তিগত জীবনে একজন যা কিছু করতেই পারেন। কিন্তু সেটাকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ছাত্রমনে কুপ্রভাব পড়ার শঙ্কা থেকে যায়। একজন শিক্ষকের এমনটা করা উচিত নয়।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে।…

52 seconds ago

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে!…

17 mins ago

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির…

27 mins ago

Supreme court | উপাচার্য নিয়োগে রাজনীতি বরদাস্ত নয়, বোসকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে রাজনীতি বরদাস্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।…

44 mins ago

Gang rape case | চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার মডেল! প্রায় ২ মাস পর অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে এক মডেলকে গণধর্ষণের (Gang rape case)…

48 mins ago

Hardik Pandya Banned | মুম্বই ইন্ডিয়ান্সে দুঃসংবাদ! পরের আইপিএলে দলের প্রথম ম্যাচে নির্বাসিত হার্দিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একে তো ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে…

2 hours ago

This website uses cookies.