Thursday, May 16, 2024
Homeজাতীয়Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-র বিকৃত করা ভিডিও তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করার অভিযোগে দিল্লি পুলিশ সমন পাঠাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে। অন্যদিকে অসম পুলিশ গুয়াহাটি থেকে এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে এই ভিডিও তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করার অভিযোগে। ওই কর্মীর দুটি মোবাইল সহ ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত, শা এর আগে বলেছিলেন, বিজেপি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে মুসলিমদের জন্য বরাদ্দ ৪ শতাংশ সংরক্ষণ রদ করতে পারে। এই ভিডিওটি এরপর ডিপফেক টেকনোলজির সাহায্যে এমনভাবে বিকৃত করা হয় যে ভিডিওটি দেখে মনে হচ্ছে শাহ এসসি (SC), এসটি(ST) সহ সমস্ত সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছেন। ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি এদিন বলেন, ‘দিল্লি পুলিশের অফিসারেরা হায়দরাবাদে কংগ্রেসের হেড-কোয়ার্টারে আসেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া সেলের লিগ্যাল টিমের সাথে দেখা করেন। এরপর তাঁরা সোশ্যাল মিডিয়া সেল ইনচার্জ এম সতীশকে সিআরপিসি সেকশন ৯১ অনুযায়ী এই সমন পেশ করেন।’ তাঁর সংযোজন, শেয়ার করা ভিডিওটি যে বিকৃত করা হয়েছিল এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। রেভান্থ রেড্ডি ,যিনি কংগ্রেসের তেলেঙ্গানা ইউনিটের প্রেসিডেন্টও বটে সোমবার কর্নাটকের গুলবার্গায় একটি র‍্যালি থেকে বলেন ‘মোদিজি এখন দিল্লি পুলিশকে ব্যবহার করছে নির্বাচনে জেতার জন্য। কিন্তু এখানে আমরা কেউ ভয় পেতে জানি না আমরা পালটা জবাব দিতে জানি। আসন্ন নির্বাচনে আমরা মিলিতভাবে মোদি এবং শাহকে পরাজিত করবো।’
দিল্লির একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান , বিজেপি এই ঘটনাপ্রসঙ্গে একটি এফআইআর দায়ের করে ইন্টেলিজেন্স ফিউসন এন্ড স্ট্রাটেজিক অপারেশন ইউনিটে (IFSO)। এরপরেই এই নোটিশ জারি করা হয়। এফআইআরে বলা হয় ওই ভিডিওর মাধ্যমে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব ফেলছে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Pakistan | ‘ভারত চাঁদে চলে গেল, আর পাকিস্তান…’ কেন এমন বললেন খোদ পাক সাংসদ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। উন্নতির পথে এগিয়ে চলেছে ভারত। সেখানে পড়শি দেশ পাকিস্তানের (Pakistan) অবস্থা শোচনীয়। ভেঙে...

Siliguri News | গৃহবধূকে নিয়ে পলাতক প্রেমিক, গ্রেপ্তার করল পুলিশ

0
শিলিগুড়ি: প্রেমিকের সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হল না গৃহবধূর। পরিবারের তৎপরতায় শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হল প্রেমিকের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। গৃহবধূর বয়স...

রূপচর্চা থেকে ঘরের কাজ, আর কী কী গুণ আছে কফির?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র পানীয় হিসাবেই নয়, কফির আরও নানা গুণ রয়েছে। বাড়ির কাজ থেকে রূপচর্চা, নানা কাজে কফি দিয়ে হতে পারে মুশকিল...

CM Mamata Banerjee | ‘সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে থাকব’, অবস্থান স্পষ্ট করলেন মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তরে ইন্ডিয়া (INDIA) জোটে থাকবেন। বৃহস্পতিবার তমলুকের (Tamluk) তৃণমূল প্রার্থীর সমর্থনে হলদিয়ায় (Haldia) নির্বাচনি প্রচারে এসে ইন্ডিয়া জোট নিয়ে...

CM Mamata Banerjee | ‘নন্দীগ্রামের বদলা আমি নেবই’, চ্যালেঞ্জ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তমলুকে ২৪-এর লোকসভা ভোটের প্রচারে এসে নন্দীগ্রামের ২০২১ সালের ভোটের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।...

Most Popular