তপন বকসি, মুম্বই: বিয়ের দীর্ঘ ১১ বছর পর তেলুগু ছবির সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কন্যা সন্তানের জন্ম দেন। গত ২০ জুন হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হয়। শুক্রবার ছিল রামচরণ ও উপাসনার কন্যা সন্তানের নামকরণের দিন। রীতি ও আচার মেনে নামকরণ অনুষ্ঠানের পর উপাসনা তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের কন্যা সন্তানের নাম জানিয়েছেন। রামচরণ ও উপাসনা কনিডেলার কন্যা সন্তানের নাম রাখা হয়েছে ক্লিন কারা কনিডেলা। ক্লিন কারা নামের অর্থ ‘আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসা রূপান্তরকারী বিশুদ্ধ শক্তি’।
আজ হায়দরাবাদে রামচরণের স্ত্রী উপাসনা কনিডেলার বাপের বাড়িতে এই নামকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তেলেগু ভাষায় ক্লিন কারা নামটি বেশ অভিনব। নামকরণের পর রামচরণের স্ত্রী উপাসনা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় নামের অর্থ পরিষ্কার করেছেন। মেয়ের নামকরণের কথা বলতে গিয়ে উপাসনা জানিয়েছেন…’ক্লিন কারা কনিডেলা আমরা নিয়েছি ললিতা সহস্র নাম থেকে। যে নামটির মানে আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসে এমন এক রূপান্তরকারী বিশুদ্ধ শক্তি…।‘ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাসনার বাবা-মা অনিল কামিনেনি ও শোভনা কামিনেনি। রামচরণের বাবা, তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবী ও মা সুরেখা।