Breaking News

ফের উত্তপ্ত ভাঙড়, ‘নওশাদের পিঠের চামড়া তুলে নেব’, হুঁশিয়ারি তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও উত্তপ্ত ভাঙড়। মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ডের পর এদিনও বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ১৪৪ ধারা উপেক্ষা করে বুধবার লাঠি হাতে বিডিও অফিসের সামনে জড়ো হন প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক। বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। নেতৃত্বে রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। তাঁদের নিশানায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের।

এদিন ভাঙড়ের মনোনয়ন কেন্দ্র সংলগ্ন এক কিলোমিটার এলাকার মধ্যেই লাঠি হাতে অনেককে মুখ বাধা, বাঁশ নিয়ে দেখা যায়। জানা গিয়েছে, তৃণমূলের তরফে বলা হয়েছে, নওশাদের লোকেরা গতকাল অশান্তি করেছে। আজ আর তাঁরা মনোনয়ন পেশ করতে পারবে না। আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও। সব মিলিয়ে অগ্নিগর্ভ এলাকা। যদিও তৃণমূলের দাবি, শান্তিপূর্ণভাবেই চলছে মনোনয়ন। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, অশান্তির সময় তল্লাটে কোনও পুলিশকর্মীর দেখা নেই।

গতকালও মনোনয়ন পর্ব ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বিডিও অফিসের সামনেই একের পর এক বোমার গর্জন। চলেছে গুলিও। লাঠি, বাঁশ নিয়ে চলল বেধড়ক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছোড়া হয় টিয়ার গ্যাসের সেল। গতকাল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা। অভিযোগ, বিডিও অফিসের সামনেই ১৪৪ ধারাকে অমান্য করেই তৃণমূল কর্মীরা জমায়েত করেছিলেন। আইএসএফ কর্মীরা মনোনয়ন জমা দিতে আসতেই তাঁদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই বিডিও অফিসের সামনে চলতে থাকে মুড়িমুড়কির মতো বোমাবাজি। পাশাপাশি চলতে থাকে তৃণমূল বাহিনীর লাঠি, বাঁশ নিয়ে দাপাদাপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এতটাই বোমাবাজি হয়, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকায় ব্যাপক বাহিনী, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। গতকালের পর এদিন ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

১। Ranveer-Deepika | অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভোট দিতে গেলেন দীপিকা, ক্যামেরায় প্রথমবার দেখা গেল ‘বেবিবাম্প’ উত্তরবঙ্গ…

1 min ago

Ranveer-Deepika | অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভোট দিতে গেলেন দীপিকা, ক্যামেরায় প্রথমবার দেখা গেল ‘বেবিবাম্প’ উত্তরবঙ্গ সংবাদ…

2 mins ago

Accident | ঘাতক গাড়ির নাবালক চালককে ‘অভিনব’ শাস্তি! লিখতে হবে দুর্ঘটনার ‘রচনা’, ১৫ দিনের ডিউটি ট্রাফিকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি পোর্শে গাড়ি।…

5 mins ago

Mamata Banerjee | ‘মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন উনি’, কার্তিক মহারাজকে ফের আক্রমণ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি জনসভা থেকে ফের একবার ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram) সন্ন্যাসী…

12 mins ago

CM Mamata Banerjee | ‘১৩ বছর আগে আজকের দিনে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শপথ’, এক্স হ্যান্ডেলে কী লিখলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১১ সাল থেকে ২০২৪। ১৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন…

28 mins ago

Siliguri | লাভের আশায় ছাদে হোর্ডিং, নিয়ম ভঙ্গের ছবি নির্মীয়মাণ মহাসড়কের পাশে

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: ফোর লেনের কাজ শুরু হতেই লক্ষ্মীলাভ আশপাশের বাড়ির মালিকদের। চম্পাসারি সেতু থেকে…

40 mins ago

This website uses cookies.