Monday, April 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গডেপুটেশন দেওয়াকে ঘিরে জোট-তৃণমূল বাকবিতণ্ডা, উত্তেজনা মহেন্দ্রপুরে

ডেপুটেশন দেওয়াকে ঘিরে জোট-তৃণমূল বাকবিতণ্ডা, উত্তেজনা মহেন্দ্রপুরে

হরিশ্চন্দ্রপুর: ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সামনেই বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এনিয়ে সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জোটের প্রধানকে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে চাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত সমিতির এক সদস্যকে নিয়ে ৭ দফা দাবিতে প্রধান মৌসুমী দাসকে ডেপুটেশন দিতে যান। প্রধান ও জোটের অন্য সদস্যরা প্রধানের কাছে পাঁচজনকে যাওয়ার অনুমতি দেন। এতেই তুমুল উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েত অফিসের মধ্যে পুলিশের সামনেই জোটের নেতা, পঞ্চায়েত সদস্য এবং শাসকদলের পঞ্চায়েত সদস্যরা বচসায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাসকদলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলির অভিযোগ, ‘বেছে বেছে তৃণমূল সমর্থকদের কোনওরকম পরিষেবা দেওয়া হচ্ছে না। বাসিন্দা শংসাপত্রের পাশাপাশি অন্য শংসাপত্রের জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এটার বিরোধী। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থেকে যাতে এলাকার কোনও বাসিন্দা বঞ্চিত না হন, সেই দাবিতে আমরা আজ ডেপুটিশন দিয়েছি। কোনওরকম উত্তেজনা সৃষ্টি হয়নি।’

এ প্রসঙ্গে জোটের উপপ্রধান জুল মোহাম্মদের বক্তব্য, ‘আমরা কোনওরকম বাছ বিচার করে পরিষেবা প্রদান করি না। গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু কিছু শর্ত আরোপ করা হয়েছে। আর এতেই শাসকদলের কিছু নেতার আপত্তি রয়েছে। এদিন ওরা দলবেঁধে প্রধানের ঘরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু আমরা এটা আইন মাফিক করতে বলাতেই ওরা উত্তেজিত হয়ে পড়ে।’

অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর থানা জানিয়েছে, ডেপুটেশন শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোনও গণ্ডগোল হয়নি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSC Recruitment Case | হাইকোর্টের রায়ের একটি অংশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের, তবে উঠল প্রশ্ন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি দুর্নীতিতে (SSC Recruitment Case) সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)...

New Zealand |

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনব পদ্ধতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। তবে কিউয়িদের তরফে নির্বাচকরা নন, সোমবার সাংবাদিক সম্মেলন করে ১৫ জনের স্কোয়াড...
aam panna recipe

বাইরে তীব্র গরম, ঘরেই বানিয়ে নিন ‘আম পান্না’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশ তাপমাত্রা বেড়েই চলেছে বঙ্গে। উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও, দক্ষিবঙ্গের গরম অসহ্য। বাইরে বেরনোই দায় হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ...
lakhs of rupees found in BJP leader's car, seized by Election Commission

BJP | বিজেপি নেতার গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা, বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন

0
মালদা: বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদকের গাড়ি থেকে টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন(Election Commission)। যদিও টাকার উৎপত্তির প্রমাণ দেখানো হয়েছে বলে দাবি করেছেন...

Uttar Pradesh | দিদির বিয়েতে নাচতে গিয়ে বিপত্তি! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিদির বিয়েতে নাচ করাই যেন কাল হল! নাচতে নাচতে আচমকাই লুটিয়ে পড়লেন এক তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে অনুমান,...

Most Popular