রাজ্য

বাংলার নাগরিক হতে চান গঙ্গার ২৬টি চরের ২ লাখ মানুষ! শীঘ্রই সমীক্ষার কাজ শুরুর সিদ্ধান্ত প্রশাসনের

মোথাবাড়ি: শীঘ্রই গঙ্গার মাঝে জেগে ওঠা একাধিক মৌজায় সীমানা নির্ধারণ ও সার্ভের কাজ শুরু হচ্ছে। প্রথমে কালিয়াচক-২ নম্বর ব্লকের সমস্ত মৌজায় এই সার্ভে ও সীমানা নির্ধারণের কাজ শুরু হবে। পরবর্তীতে জেলার বিভিন্ন ব্লকে এই কাজ শুরু হবে। এনিয়ে এদিন এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে জেলাশাসক নিতিন সিংঘানিয়া ছাড়াও উপস্থিত ছিলেন এসডিও সদর পঙ্কজ তামাঙ, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার, অতিরিক্ত জেলাশাসক(এলআর) সম্পা হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার সহ ৫ টি ব্লকের বিডিও, গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি, ও জন আন্দোলন কমিটি ও ভুক্তভোগী গঙ্গার চরের একাধিক বাসিন্দা।

এই মুহূর্তে মালদা জেলায় গঙ্গার বুকে মোট ২৬টি চর জেগে রয়েছে। এই ২৬ টি চরের মধ্যে ছটি চড়ে প্রায় আড়াই লক্ষ বাঙালির বসবাস। এর মধ্যে কালিয়াচক ২ নম্বর ব্লকের মোট ১২টি মৌজা রয়েছে। এ চরের বাসিন্দারা মূলত নেই রাজ্যের বাসিন্দা হয়ে বেঁচে রয়েছেন। বাংলায় তাদের ঠাঁই না হলেও ঝাড়খণ্ড প্রশাসন তাদের ন্যূনতম কিছু পরিষেবা দিত। কিন্তু সম্প্রতি প্রতিবেশী রাজ্যের সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, সেই রাজ্যের যে কোনও পরিষেবা পেতে হলে চরবাসীদের ১৯৩২ সালের সমস্ত নথিপত্র পেশ করতে হবে৷ এর ফলে চরবাসীরা আর সেরাজ্যের অধীনে থাকা স্কুলগুলিতেও ছেলেমেয়েদের ভর্তি করতে পারছেন না৷ এই পরিস্থিতিতে চরবাসীরা বাংলাভুক্তির দাবি তুলে গঙ্গা ভাঙ্গন‌ নাগরিক অ্যাকশন প্রতিরোধ কমিটির নেতৃত্বে গঙ্গার চরে ১০১ জনের একটি কমিটি গড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। জেলা শাসক গোটা বিষয়টিকে মুখ্যমন্ত্রীকে জানান।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চরের বিষয়ে একটি রিপোর্ট তৈরি করার জন্য চিফ সেক্রেটারি কে জানান। চিফ সেক্রেটারি জেলাশাসককে নির্দেশ দিলে প্রশাসন এই কাজে নামার সিদ্ধান্ত নেয়। সংগঠনের কর্তা তরিকুল ইসলাম জানান, চরগুলিতে দু’লাখেরও বেশি মানুষ বসবাস করে৷ তাদের আমরা এ’রাজ্যের অধীনে আনতে চাই৷ জেলা শাসক নীতিন সিংঘানিয়া জানান, গঙ্গার চরে যতগুলি মৌজা পড়ছে তা চিহ্নিতকরণ করে নতুন করে চরগুলিতে সার্ভে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে খুব শীঘ্রই গঙ্গার চর পর্যবেক্ষণ করা হবে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

রায়গঞ্জ: পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে গাছ বাঁচানোর লক্ষ্যে মহা ধুমধামে বট পাকুড়ের বিয়ের হল…

19 mins ago

Sunil Chhetri | ফুটবল কেরিয়ারে ইতি টানলেন সুনীল ছেত্রী, কুয়েতের বিরুদ্ধে কলকাতাতেই শেষ ম্যাচ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবসর (Retirement) নিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian football team captain)…

27 mins ago

Digha Accident | দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-গাড়ি সংঘর্ষে মৃত ৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

1 hour ago

Fire | গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত একটি দোকান

শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত (Fire) হল একটি দোকান। ঘটনার ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের…

1 hour ago

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

2 hours ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

3 hours ago

This website uses cookies.