Thursday, November 30, 2023
HomeTop Newsশায়ের সমাবেশে না,অনুমতি আদায় করতে এবার আদালতের দ্বারস্থ বঙ্গ বিজেপি শিবির

শায়ের সমাবেশে না,অনুমতি আদায় করতে এবার আদালতের দ্বারস্থ বঙ্গ বিজেপি শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২৯ তারিখ ধর্মতলায় সমাবেশ করতে চায় ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই সমাবেশে মিলল না পুলিশের অনুমতি। আর অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হল বিজেপি।

বিচারপতি রাজাশেখর মান্থা সোমবার অনুমতি দিলেন মামলা দায়েরের জন্য। এদিন দুপুর ২ টো নাগাদ হবে শুনানি, এমনইটাই জানা যাচ্ছে সুত্র মারফৎ।বিজেপির তরফ থেকে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। আর সমাবেশের অনুমতি যদি না মেলে তাহলে শায়ের আসা অনিশ্চিত হয়ে পড়বে।আর সেই কারণে বিজেপি পৌঁছেছে আদালতে, এমনটাই মনে করছে রাজনৈতিকদের একাংশ।

উল্লেখ্য, একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বঞ্চিতদের নিয়ে বাংলায় সভা করতে চায় পদ্মশিবির।তৃণমূল নেতাদের দুর্নীতির কারণেই এই টাকা আটকে রয়েছে সেই কারণেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে যাঁরা বঞ্চিত তাঁদের খুঁজে বের করে সভা করার কথা।এই সভা সমাবেশে আসতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।কারণ লোকসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে কোন রকম খামতি রাখতে চাইছেন না বিজেপি। তাই যেভাবেই হোক সমাবেশ তাঁরা করবেন। সেকারনেই আদালত পর্যন্ত গিয়েছে বঙ্গ বিজেপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments