উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোষাগারে ফের লক্ষ্মীলাভ। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে ৮৩ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের পক্ষ থেকে এই অর্থ বরাদ্দ পেল রাজ্য। নবান্ন সূত্রে খবর, পাহাড়ের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য এই টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রের তরফে বলা হয়েছে আগামী দিনেও এই খাতে দেওয়া হবে অর্থ। জিটিএ আওতাভুক্ত এলাকায় খরচ করা হবে এই অর্থ। নিজের মত করে জিটিএ গ্রামোন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারবে।
বৃহস্পতিবার নবান্ন সুত্রে জানা যায়, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় থাকা দার্জিলিং ও কালিম্পং জেলার গ্রামীণ এলাকার উন্নয়নের জন্যই বরাদ্দ করা হয়েছে ৮৩ কোটি টাকা। পাহাড়ের গ্রামীণ এলাকা উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা মূলত আনটায়েড ফান্ড। অর্থাৎ পঞ্চদশ অর্থ কমিশনের গাইড লাইন অনুযায়ী আনটায়েড ফান্ড হল, কোন খাতে কোন অর্থ ব্যবহার করতে হবে তা নির্দিষ্টভাবে বলা আছে। আর এই টাকা পাহাড়ের গ্রামীন এলাকায় উন্নয়নের জন্যই ব্যবহার করতে হবে।
সুত্র মারফৎ আরও জানা যাচ্ছে, এই খাতে কেন্দ্র খুব শীঘ্রই আরও ১২০ কোটি টাকা দেবে। দীর্ঘদিন পর ২০২৩ এ পাহাড়ে হয়েছে পঞ্চায়েত নির্বাচন। দ্বিস্তরীয় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ভোট হয় সেখানে। অন্যদিকে সমতল অঞ্চলে জেলা পরিষদের যে ভূমিকা রয়েছে, পাহাড়ে ঠিক একই ভুমিকা পালন করে জিটিএ বোর্ড। প্রায় দুই দশক পর পাহাড়ে পঞ্চায়েত ভোটে দুই স্তরের বোর্ডও গঠন হয়েছে। এবার দুই জেলা মিলিয়ে পাহাড়ের মোট ১১২ টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ পাঠাল কেন্দ্র। সুতরাং রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা নির্বাচনকে মাথায় রেখেই। তবে পাহাড়ে গ্রামীন এলাকার উন্নয়নের এই অর্থ অনেকটাই উপযোগী হবে বলে মত রাজ্যের পঞ্চায়েত দপ্তরের।