Tuesday, May 21, 2024
HomeTop News‘রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেউলিয়া করছেন রাজ্যপাল’, উপাচার্য নিয়োগ নিয়ে তীব্র আক্রমণ ব্রাত্যের

‘রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেউলিয়া করছেন রাজ্যপাল’, উপাচার্য নিয়োগ নিয়ে তীব্র আক্রমণ ব্রাত্যের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রাত্য বসু বনাম সি ভি আনন্দ বোসের তরজা তুঙ্গে। নেপথ্যে রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ। যদিও দিন কয়েক আগেই রাজ্যপাল বোস ঘোষণা করেছিলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য উপাচার্যের ভূমিকা তিনি নিজেই পালন করবেন। এই ঘোষণার পর হঠাৎ রবিবার রাতে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়, যে যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেখানে নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ করা হচ্ছে। রাজভবনের ঘোষনার পর সোমবার এই বিষয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের উদ্দেশ্যে সরাসরি শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন উপাচার্যকে অপমান করছেন এই রাজ্যপাল, শুধু পেটোয়া উপাচার্যরা ছদ্মবেশে রাজভবনে ঢুকছেন। কখনও তিনি নিজেই উপাচার্য, কখনও আবার নিয়োগ করছেন উপাচার্যকে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে, তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, অপমান করে উচ্চ শিক্ষা দপ্তরকে বাইপাস করে একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। তিনি ভিসি বসাচ্ছেন আবার তাড়িয়ে দিচ্ছেন। এই রাজ্যপাল তালিবানি মনোভাবের। রাজ্যপাল বোধহয় বিশ্ববিদ্যালয়ের আইন পড়ে দেখার সময় পাননি। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, বিশ্ববিদ্যালয়ের আইন মানতে বাধ্য রাজ্যপাল। কিন্তু উনি কোনও বিধি মানছেন না। দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করে দিতে উঠেপড়ে লেগেছেন বাংলার নতুন রাজ্যপাল।’’

অন্যদিকে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বর্তমান রাজ্যপালের তুলনা টেনে ব্রাত্য বলেন, ‘‘আগের রাজ্যপাল ধনকর আলোচনার টেবিলে বসতেন। আইন নিয়ে তর্কাতর্কি হত। ফাইল চালাচালি হত। আমরা বার বার আলোচনার পক্ষে ছিলাম। তখন আলোচনার পরিসর ছিল। কিন্তু এই রাজ্যপালের সঙ্গে আলোচনার কোনও জায়গা নেই। উনি জেমস বন্ডের মতো আচরণ করছেন। বর্তমান রাজ্যপাল বন্ডের মতোই নিঃশব্দ প্রহেলিকার মতো কাজ করছেন। আমাদের এক সচিব রাজভবনের সঙ্গে যোগাযোগও করেছিল। ওঁর তালিবানি ফতোয়ার পরেও আমরা ফাইল পাঠিয়ে গেছি। কিন্তু আলোচনা হয়নি। বর্তমান রাজ্যপালের সঙ্গে শেষ কথা হয়েছে ফেব্রুয়ারি মাসে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, সি ভি আনন্দ বোস রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করার পর থেকে রাজ্যের সঙ্গে বিশেষত শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এর আগেও শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাত্য বসু। এদিন রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে উপাচার্য নিয়োগ করায় রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিলেন শিক্ষামন্ত্রী। এখন দেখার শিক্ষামন্ত্রীর হুমকির পরে রাজ্যপাল কি প্রতিক্রিয়া দেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Pune | দুর্ঘটনা নয় খুন, দাবি পুনেতে গাড়ির ধাক্কায় মৃতদের পরিবারের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেপরোয়া গতির পোর্শে গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুতে অভিযুক্ত নাবালকের জামিনের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল গোটা মহারাষ্ট্র। অভিযুক্তের উপযুক্ত শাস্তির...

Nagrakata | মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য অভিনব উদ্যোগ, খুশির হাওয়া নাগরাকাটায়

0
নাগরাকাটা:  নাগরাকাটা ও আশপাশের একাধিক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল স্থানীয় সমাজসেবীরা। সমাজসেবীদের এহেন উদ্যোগে খুশির...

Anant-Radhika | অনন্ত-রাধিকার দ্বিতীয় দফার প্রি-ওয়েডিংয়ের প্রস্তুতি, কোথায় বসছে আসর?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের (Anant-Radhika) প্রি-ওয়েডিংয়ের আসর। জাকজমকপূর্ণ এই আসরে উপস্থিত ছিলেন...

Migrant worker dead | পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া মালতীপুরে

0
সামসী: চেন্নাইয়ে (Chennai) কাজে গিয়ে মৃত্যু হল মালতীপুরের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker dead)। মৃতের নাম, আবু তাহের (১৯)। বহুতল নির্মাণ শ্রমিক হিসেবে চেন্নাইয়ে কর্মরত...

Dev-Hiran | ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান’ কাকে নিয়ে লিখলেন দেব?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’ মঙ্গলবার ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের ফেসবুক পেজে এমন লেখাই জ্বলজ্বল...

Most Popular